ETV Bharat / sports

Ramoji Rao Helps Para-Shuttler: থাইল্যান্ডে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অন্ধ্রের প্যারা-শাটলার, আর্থিক সাহায্য রামোজি রাও'য়ের

author img

By

Published : Apr 29, 2023, 6:49 PM IST

Updated : Apr 29, 2023, 7:41 PM IST

Etv Bharat
অন্ধ্রের প্যারা শাটলারকে আর্থিক সাহায্য রামোজি রাওয়ের

দুর্ঘটনায় চলার ক্ষমতা হারিয়েও আগামী মাসে প্যারা-ব্যাডমিন্টনে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন অন্ধ্রের প্যারা-শাটলার পাডালা রূপাদেবী ৷ তার আগে রামোজি রাও'য়ের আর্থিক সাহায্য পৌঁছে গেল রূপাদেবীর সান্তাভুরিতির গ্রামের বাড়িতে ৷

আর্থিক সাহায্য রামোজি রাও'য়ের

হায়দরাবাদ, 29 এপ্রিল: তিনি অনুপ্রাণিত কবি শ্রীরঙ্গম শ্রীনিবাস রাওয়ের কবিতায় ৷ তবে অজান্তেই তিনি নিজেও হয়তো অনুপ্রাণিত করে চলেছেন পরবর্তী প্রজন্মকে ৷ ছেলেবেলায় বাবাকে হারানো অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের জেলার পাডালা রূপাদেবী মানুষ হয়েছেন ঠাকুমা-ঠাকুরদার কাছে ৷ সংসারের আর্থিক অনটনের কাছে হার মানেনি তাঁর মেধা ৷ দশম শ্রেণিতে স্কুলে প্রথম হওয়ার পরেও মেয়েটার জন্য অপেক্ষা করেছিল আরও বড় দুর্যোগ ৷ গ্র্যাজুয়েশন প্রথম বর্ষের পর বিল্ডিংয়ের দোতলা থেকে পড়ে চলার ক্ষমতা হারান পাডালা রূপাদেবী ৷ কিন্তু চলার ক্ষমতা হারিয়েও আগামী মাসে প্যারা ব্যাডমিন্টনে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন তিনি ৷ তার আগে রামোজি গ্রুপ এফ কোম্পানিজের রামোজি রাও'য়ের আর্থিক সাহায্য পৌঁছে গেল রূপাদেবীর সান্তাভুরিতির গ্রামের বাড়িতে ৷

আকাশ ছোঁয়ার স্বপ্ন আর অদম্য জেদ ৷ শারীরিক অক্ষমতা রুখতে পারেনি পাডালা রূপাদেবীকে ৷ যিনি আজ প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবেই বেশি পরিচিত ৷ জাতীয় স্তরে ইতিমধ্যেই সোনা-রূপো জিতে নিয়েছেন ৷ আর জাতীয় স্তরের সাফল্য সঙ্গী করে থাইল্যান্ডে আগামী 9মে থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক প্রতিযোগিতায় তেরঙার ব্যাটন শ্রীকাকুলামের মেয়েটির কাঁধেই ৷ কিন্তু থাইল্যান্ড থেকে পদক আনার পথে অন্তরায় অর্থ ৷ পাডালা রূপাদেবী জানান, আর্থিক সহায়তা পেলে তিনি দেশেক পদক উপহার দিতে তৈরি ৷

আরও পড়ুন: রামোজি রাওকে ধন্যবাদ জানালেন এমএম কীরাবাণী

রূপাদেবীর আর্থিক চাহিদার কথা পৌঁছয় রামোজি রাওয়ের কানে ৷ বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার আর্থিক সাহায্য হিসেবে তিনি 3 লক্ষ টাকা তুলে দেন প্যারা শাটলারের পরিবারের হাতে ৷ সঙ্গে একটি চিঠিতে পাডালা রূপাদেবীকে রামোজি রাও লেখেন, "তোমার জীবনের গল্প তাদের চোখ খুলে দেবে, যারা প্রতিনিয়ত ভাবে তারা কোনও কাজের নয় ৷ একদিকে পড়াশোনার অন্যদিকে ব্যাডমিন্টন কোর্টে তোমার উৎকর্ষতা আমায় মোহিত করেছে ৷ তাই থাইল্যান্ডে তোমার প্যারা-ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য 3 লক্ষ টাকা আমার তরফে অনুদান ৷ তোমার মতো একজন সাহসী মেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে আমি গর্বিত ৷ আন্তর্জাতিক ওই টুর্নামেন্টে দেশকে সাফল্য এনে দিলে খুশি হওয়া মানুষের তালিকায় আমি থাকব ৷"

অনুদান পেয়ে আপ্লুত পাডালা রূপাদেবীও ৷ তিনি জানান, আমি ভাগ্যবান যে আমার নাম ওনার কাছে পৌঁছেছে ৷ ওনার বিশ্বাসের মর্যাদা রাখতে চাই ৷ রূপাদেবী আত্মবিশ্বাসী যে, তিনি রামোজি রাও এবং দেশের মানুষের বিশ্বাসের কদর করতে পারবেন ৷

Last Updated :Apr 29, 2023, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.