ETV Bharat / sports

Wimbledon 2022: তৃতীয় রাউন্ডে অপ্রতিরোধ্য রাফা, অঘটন ঘটিয়ে বিদায় শিয়নটেক-গফের

author img

By

Published : Jul 3, 2022, 7:25 AM IST

Updated : Jul 3, 2022, 9:04 AM IST

ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব (Rafael Nadal thrashes Lorenzo Sonego) । সেই লক্ষ্যে 22টি মেজরের মালিক তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারালেন ইতালির লোরেঞ্জো সোনেগোকে । একইদিনে অঘটন ঘটিয়ে বিদায় নিলেন ইগা শিয়নটেক, কোকো গফ (Iga Swiatek and Coco Gauff eliminated at All England Club) ।

Wimbledon
Wimbledon

লন্ডন, 3 জুলাই: পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিয়েছেন নাদাল ৷ মরশুমের প্রথম দু'টি গ্র্যান্ডস্ল্যাম ক্যাবিনেটে তোলার পর ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে 22টি মেজরের মালিক তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে হারালেন ইতালির লোরেঞ্জো সোনেগোকে (Rafael Nadal beats Lorenzo Sonego) ।

এদিন সেন্টার কোর্টে 27 বছর বয়সি সোনেগোকে উড়িয়ে দিতে এক ঘণ্টার খানিক বেশি সময় নিলেন শেষবার 2010-এ ঘাসের কোর্টের রাজার আসনে বসা নাদাল । রাফার পক্ষে এদিন ম্যাচের ফল 6-1, 6-2, 6-4 । প্রথম দু'টি সেটে অনায়াস জয় পেলেও তৃতীয় সেটে প্রতিরোধের মুখে পড়েছিলেন দু'বারের উইম্বলডন-জয়ী । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি তাঁর । প্রথম দু'ম্যাচে একটি করে সেট খোয়াতে হলেও এদিন অপ্রতিরোধ্য দেখাচ্ছিল নাদালকে । প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বোটিক ভ্যান দে স্ক্যাল্পের মুখোমুখি হবেন স্প্যানিয়ার্ড ।

অন্যদিকে, রাফার দাপটের দিনেই অঘটন । ছিটকে গিয়েছেন সদ্য ফরাসি ওপেন জিতে আসা ইগা শিয়নটেক । বিশ্বের 44 নম্বর এলিজে করনেটের বিরুদ্ধে উড়ে গেলেন মাত্র দেড় ঘণ্টার লড়াইয়ে । বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে দেখে এদিন একবারও মনে হয়নি, পরপর ছ'টি টুর্নামেন্ট জিতে ঘাসের কোর্টে নেমেছেন তিনি । তার বিরুদ্ধে ম্যাচের ফল 4-6, 2-6 (Iga Swiatek eliminated at All England Club) ।

আরও পড়ুন : স্ট্রেট সেটে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে জোকার, মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে সানিয়া

শুধু শিয়নটেকই নন, অঘটন ঘটিয়ে বিদায় নিয়েছেন কোকো গফও । লড়াই করে এদিন প্রথম সেট জিতেছিলেন মার্কিনী অষ্টাদশী । তারপরের দু'সেটে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছেন ফরাসি ওপেনের রানার্স-আপ । স্বদেশী আমান্ডা অ্যানিসিমোভার পক্ষে ম্যাচের ফল 6-7 (4-7), 6-2, 6-1 (Coco Gauff eliminated at All England Club) ।

Last Updated : Jul 3, 2022, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.