ETV Bharat / sports

Wimbledon 2022: কষ্টার্জিত জয়ে শেষ আটে পৌঁছলেন রাফা, সেমিফাইনালে সানিয়ারা

author img

By

Published : Jul 5, 2022, 7:40 AM IST

ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন 22টি মেজরের মালিক (Rafael Nadal beats Botic Van De Zandschulp) । শেষ আটের লড়াইয়ে জন পিয়ারস এবং গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছলেন সানিয়ারা ।

Wimbledon
Wimbledon

লন্ডন, 5 জুলাই: পুরুষ টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির আগেই গড়েছিলেন ৷ ফরাসি ওপেনের ফাইনাল জিতে নিকটতম ফ্যাব থ্রি-র আরও দুই সদস্য রজার ফেডেরার ও নোভাক জকোভিচের থেকে ব্যবধান কিছুটা বাড়িয়ে নিয়েছেন নাদাল ৷ মরশুমের প্রথম দু'টি গ্র্যান্ডস্ল্যাম ক্যাবিনেটে তোলার পর ছত্রিশের রাফার এবার লক্ষ্য তৃতীয় উইম্বলডন খেতাব । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন 22টি মেজরের মালিক (Rafael Nadal beats Botic Van De Zandschulp) ।

প্রি-কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে নেদারল্যান্ডসের বোটিক ভ্যান দে স্ক্যাল্পের বিরুদ্ধে নেমেছিলেন নাদাল । দু'বারের উইম্বলডন-জয়ীর পক্ষে ফল 6-4, 6-2, 7-6 (8-6) । গোটা ম্যাচে বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন সদ্য ফরাসি ওপেন চ্যাম্পিয়ন । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি তাঁর । শেষ আটের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের মুখোমুখি হবেন তিনি ।

অন্য ম্যাচে ব্রেন্ডন নাকাসিমাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন নিক কির্ঘিয়স । রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে এদিন জয় পেতে হয়েছে অজি তারকাকে । নিকের পক্ষে ম্যাচের ফল 4-6, 6-4, 7-6 (7-2), 3-6, 6-2 । শেষ আটে চিলির ক্রিশ্চিয়ান গারিনের মুখোমুখি হবেন তিনি । মহিলাদের ম্যাচে শেষ আটে জায়গা পাকা করেছেন সিমোনা হালেপও । প্রতিদ্বন্ধী পাওলা বাদোসাকে উড়িয়ে দিয়েছেন স্ট্রেট সেটে । ম্যাচের ফল 6-1,6-2 ।

আরও পড়ুন : কষ্টার্জিত জয়ে শেষ আটে জোকার, ওয়াক-ওভার পেলেন সানিয়ারা

মিক্সড ডাবসলের তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মেট প্যাভিচকে নিয়ে কোর্টেই নামতে হয়নি ভারতের টেনিস-রানিকে । ইভান ডোডিগ এবং লাতিশা চানের বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ইন্দো-ক্রোট জুটি । শেষ আটের লড়াইয়ে জন পিয়ারস এবং গ্যাব্রিয়েলা দাব্রোস্কিকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছলেন সানিয়ারা । ম্যাচের ফল 6-4, 3-6, 7-5 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.