ETV Bharat / sports

Wimbledon 2022: কষ্টার্জিত জয়ে শেষ আটে জোকার, ওয়াক-ওভার পেলেন সানিয়ারা

author img

By

Published : Jul 4, 2022, 6:38 AM IST

গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকাতে উইম্বলডনকেই পাখির চোখ করেছেন বিশ্বের বিশ্বের এক নম্বর টেনিস তারকা । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন নোভাক জকোভিচ (Novak Djokovic beats Tim Van Rijthoven) ।

Wimbledon
Wimbledon

লন্ডন, 4 জুলাই: ভ্যাকসিন-বিতর্কে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি সার্বিয়ার টেনিস তারকা । নাদালের কাছে পর্যদুস্ত হয়ে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল । ফলে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ফেডেরারকে টপকাতে উইম্বলডনকেই পাখির চোখ করেছেন বিশ্বের বিশ্বের এক নম্বর টেনিস তারকা । সেই লক্ষ্যে আরেকধাপ এগোলেন নোভাক জকোভিচ (Novak Djokovic beats Tim Van Rijthoven) ।

প্রি-কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে নেদারল্যান্ডসের টিম ভ্যান রিথোভানের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম বার উইম্বলডনের প্রথম রবিবার খেলা হল। সেই ম্যাচে ছ'বারের উইম্বলডন-জয়ীর পক্ষে ফল 6-2, 4-6, 6-1, 6-2 । প্রথম সেটে অনায়াস জয় পেলেও দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান রিথোভান । গোটা ম্যাচে বারবার প্রতিরোধের মুখে পড়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন । যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি তাঁর । শেষ আটের লড়াইয়ে ইতালির জনিক সিনারের মুখোমুখি হবেন তিনি । প্রসঙ্গত, প্রি-কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের বোটিক ভ্যান দে স্ক্যাল্পের বিরুদ্ধে নামবেন রাফায়েল নাদাল ।

আরও পড়ুন : তৃতীয় রাউন্ডে অপ্রতিরোধ্য রাফা, অঘটন ঘটিয়ে বিদায় শিয়নটেক-গফের

অন্যদিকে, লড়াই করে মিক্সড ডাবসলের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন সানিয়া মির্জা । অবশ্য এদিন ক্রোয়েশিয়ার মেট প্যাভিচকে নিয়ে কোর্টেই নামতে হয়নি ভারতের টেনিস-রানিকে । ইভান ডোডিগ এবং লাতিশা চানের বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছল ইন্দো-ক্রোট জুটি । শেষ আটের লড়াইয়ে জন পিয়ারস এবং গ্যাব্রিয়েলা দাব্রোস্কির নামবেন সানিয়ারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.