ETV Bharat / sports

36th National Games: অতিমারি পেরিয়ে ফিরছে জাতীয় গেমসের জৌলুস, উদ্বোধনে মোদি

author img

By

Published : Sep 24, 2022, 8:25 PM IST

দেশের বিভিন্ন রাজ্য থেকে গেমসে অংশ নেবেন মোট 7 হাজার খেলোয়াড় (36th National Games) । ছ'টি শহর গুজরাত, আমেদাবাদ, গান্ধিনগর, ভাবনগর, রাজকোট, সুরাত এবং ভদোদরায় গেমস অনুষ্ঠিত হবে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকা এবং বিখ্যাত খেলোয়াড়রা (Bollywood stars in opening ceremony)৷

National Games
Narendra Modi

আমেদাবাদ, 24 সেপ্টেম্বর: গুজরাতে অনুষ্ঠিত হচ্ছে 36তম জাতীয় গেমস (36th National Games) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 29 সেপ্টেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জাতীয় গেমস 2022 এর আনুষ্ঠানিক সূচনা করবেন (PM Modi to inaugurate National Games) । 29 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত ছ'টি শহর গুজরাত, আমেদাবাদ, গান্ধিনগর, ভাবনগর, রাজকোট, সুরাত এবং ভদোদরায় গেমস অনুষ্ঠিত হবে ৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকা এবং বিখ্যাত খেলোয়াড়রা (Bollywood stars in opening ceremony) ৷

দেশের বিভিন্ন রাজ্য থেকে গেমসে অংশ নেবেন মোট 7 হাজার খেলোয়াড় । কোভিডের কারণে গত কয়েকবছরে জাতীয় গেমসের জৌলুস অনেকটাই কম ছিল ৷ অতিমারি কমতেই গুজরাতে গত দু'মাস ধরে প্রস্তুতি চলছে (34 games will be played at National Games) ৷ 8 জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে গুজরাতে জাতীয় গেমসে অনুষ্ঠিত হবে ৷ অ্যাথলেটিক্স, হকি, ফুটবল, ভলিবল, লন টেনিস, টেবিল টেনিস, জুডো, খো-খো, কুস্তি ও মালখামের মতো 34টি খেলা ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ।

আরও পড়ুন: মাথা নিচু জোকারের, চোখে জল রাফার! সৌহার্দ্যের সহজপাঠ পড়িয়ে বিদায় নিলেন রজার

গুজরাতের ক্রীড়ামন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেন, "36তম জাতীয় গেমসের পরিকল্পনা ও সাফল্যের ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর ৷ গুজরাত এখন একটি ক্রীড়া কেন্দ্রে পরিণত হওয়ার দিকে এগিয়ে চলেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 2010 সালে গুজরাতে 'খেল মহাকুম্ভ' শুরু করেছিলেন । গুজরাত পদ্ধতিগত এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণের জন্য একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় চালু করেছে ৷ ক্রীড়াক্ষেত্রে প্রায় 250 কোটি টাকার বিশাল বাজেট বরাদ্দ করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.