ETV Bharat / sports

Federer Bids Adieu: মাথা নিচু জোকারের, চোখে জল রাফার! সৌহার্দ্যের সহজপাঠ পড়িয়ে বিদায় নিলেন রজার

author img

By

Published : Sep 24, 2022, 5:06 PM IST

ফেডেরার মানেই তো আবেগ, শিল্প এবং সংযমের আশ্চর্য সংমিশ্রন ৷ শেষ 24 বছর ধরে যেই চিত্রপটের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন টেনিসপ্রেমীরা (Roger Federer bids teary farewell) ৷ কান্নাভেজা চোখে রজারের ব়্যাকেট তুলে রাখার দৃশ্য দেখল বিশ্ববাসী ৷ চোখের জল ধরে রাখতে পারলেন না নাদাল, জকোভিচরাও ৷

Etv Bharat
Federer

লন্ডন, 24 সেপ্টেম্বর: 369টি মেজর ম্যাচ জয় ৷ কেরিয়ারের 103টি এটিপি একক শিরোপা ৷ 20 বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন ৷ 2 বারের অলিম্পিক পদক বিজয়ী ৷ শুধু এই আপাত নিরীহ তাত্ত্বিক পরিসংখ্যানই কি রজারের (Roger Federer) শ্রেষ্ঠত্ব বিচার করতে যথেষ্ট ? ফেডেরার মানেই তো আবেগ, শিল্প এবং সংযমের আশ্চর্য সংমিশ্রন ৷ শেষ 24 বছর ধরে যে চিত্রপটের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন টেনিসপ্রেমীরা (Roger Federer bids teary farewell) ৷

ওপেন এরায় টুর্নামেন্ট জয়ের নিরিখে সুইস টেনিস তারকার সামনে রয়েছেন একমাত্র জিমি কোনর্স ৷ মার্কিন টেনিস কিংবদন্তি রজারের সম্পর্কে বলেছিলেন, "বর্তমানে টেনিসে স্পেশালিস্টদের যুগ ৷ হয় আপনি লাল মাটিতে স্পেশালিস্ট, ঘাসের কোর্টে স্পেশালিস্ট, হার্ড কোর্টে স্পেশালিস্ট ৷ নয়তো আপনি রজার ফেডেরার ।"

সেই ফেডেরারই এদিন চিরকালের মতো ব়্যাকেট তুলে রাখলেন (Federer Bids Adieu) ৷ আর কান্নাভেজা চোখে সেই দৃশ্য দেখল বিশ্ববাসী ৷ ম্যাচ শেষে কোর্টের ধারে বসে কাঁদছেন ফেডেরার । পাশে বসে কাঁদছেন 'চিরপ্রতিদ্বন্দ্বী' রাফায়েল নাদাল । মাথা নিচু করে পেছনে দাঁড়িয়ে নোভাক জোকোভিচ, অ্যান্ডি মারে ৷ ইতিহাসে কথিত, আলেকজান্ডারের থেকে 'রাজার মতো' ব্যবহার প্রত্যাশা করেছিলেন পুরু ৷ ফ্যাব ফোরের প্রথম জনের বিদায়ে চোখ চিকচিক করছে চরম প্রতিপক্ষদের, ইতিহাস যেন ফিরে এল লন্ডনের ও2 এরিনায় ৷ এক কিংবদন্তির বিদায়ে বাকিদের আবেগ বুঝিয়ে দিল, 78 মিটারের টেনিস কোর্টকে অনেক আগেই ছাপিয়ে গিয়েছেন রজার ৷

আরও পড়ুন: ‘বিউটি অফ স্পোর্টস’, রজার-নাদাল মুহূর্তে আবেগপ্রবণ বিরাট

টানা দেড় যুগ চলেছে দুই টেনিস মায়েস্ত্রোর দ্বৈরথ ৷ সেন্টার কোর্টে জীবনের শেষ ম্যাচেও ফেডেরারের সঙ্গেই কোর্টে ছিলেন রাফা ৷ যদিও গত 18 বছরের অভ্যাসমতো নেটের দু'দিকে নয়, 'শত্রুর' শেষ ম্যাচে ফেডেরারের সঙ্গেই জুটি বেঁধেছিলেন নাদাল (Rafael Nadal) ৷ জ্যাক শক-ফ্রান্সিস টিয়াফোর কাছে হেরে গেল রজার-রাফা জুটি ৷ রাজা'কে শেষবার দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ভক্তরা ৷ 'ও2 এরিনা'র ধূসর কোর্টকে হতাশ করেননি ফেডেরারও ৷ সেই চিরাচরিত ব্যাক হ্যান্ড, সুইস তারকার শিল্প শৈলীর অসামান্য ঝলক, সবই দেখল টেনিস দুনিয়া ৷ কিন্তু 'প্রিয় বন্ধু'কে পাশে পেয়েও জীবনের শেষ ম্যাচে জয় এল পেলেন না টেনিস মায়েস্ত্রো ৷ কিন্তু যে কেক স্বাদে অতুলনীয়, তাতে কি সত্যিই ‘চেরি অন দ্য টপ’-এর কোনও প্রয়োজন আছে ?

Federer Bids Adieu
সৌহার্দ্যের সহজপাঠ পড়িয়ে বিদায় নিলেন রজার

এক নজরে রজারের রেকর্ড :

  • 8টি উইম্বলডন (2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017)
  • 6টি অস্ট্রেলিয়ান ওপেন (2004, 2006, 2007, 2010, 2017, 2018)
  • 1টি ফরাসি ওপেন (2009)
  • 5টি ইউএস ওপেন (2004, 2005, 2006, 2007, 2008)
  • 369টি মেজর ম্যাচ জয়
  • 103টি এটিপি একক শিরোপা
  • 2টি অলিম্পিক মেডেল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.