ETV Bharat / state

নিউটাউনের সেপটিক ট্যাঙ্কে মিলল চার কেজি টুকরো মাংস, চুল; বাংলাদেশি সাংসদের দেহাংশ ? - Bangladesh MP Murder Case

Body Parts Recovered: সন্দেহ কি সত্যি হল ? নিউটাউনে বাংলাদেশি সাংসদ যে আবাসনে ছিলেন সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে টুকরো মাংস, চুল উদ্ধার হতে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 9:35 PM IST

Updated : May 28, 2024, 10:12 PM IST

Etv Bharat
বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম (ইটিভি ভারত)

নিউটাউন, 28 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনায় নয়া মোড় ৷ নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল টুকরো টুকরো করা মাংস । মঙ্গলবার উদ্ধার প্রায় চার কেজি টুকরো করা মাংস । সঙ্গে উদ্ধার হয়েছে কিছু চুল ৷ তবে এগুলি বাংলাদেশ সাংসদের দেহাংশ কি না, তা জানতে ফরেনসিক তদন্ত করে দেখা হবে ।

সেপটিক ট্যাঙ্কে মিলল চুল, টুকরো মাংস (ইটিভি ভারত)

এদিন সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানিয়েছিলেন, যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে সেখানকার সিউয়েজ লাইন এবং এবং সেপটিক ট্যাঙ্কে খুলে দেখা হবে । তার কারণ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে একটা আভাস তাঁরা পেয়েছিলেন যে সেপটিক ট্যাঙ্কে সাংসদের দেহের টুকরো থাকতে পারে বলে । তারপরেই এই টুকরো মাংস উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

'কমোডের ফ্ল্যাশ পাইপ ভাঙার অনুরোধ করেছি', বাংলাদেশের সাংসদ খুনে বললেন প্রধান গোয়েন্দা

সিআইডির অনুমান, মাংসের দলা এবং চুলের টুকরো বাংলাদেশের খুন হওয়া সাংসদ আনোয়ারুল আজিমের । এই ঘটনায় জুবের নামে এক কসাইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি । তাকে জেরা করে দক্ষিণ 24 পরগনার একটি জলাশয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় । তবে সেখান থেকে উদ্ধার না হওয়ায় ফের তাকে জেরা করেন তদন্তকারীরা । এরপরেই সংশ্লিষ্ট আবাসনের একটি সেপটিক ট্যাঙ্কে তল্লাশি অভিযান । আর সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় চার কেজি মাংসের দলা এবং কিছু চুলের অংশ ।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া ওই দলা এবং চুলের অংশগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে । চিকিৎসা করতে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম । এরপরই তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান । জানা যায়, চলতি সপ্তাহে উত্তর 24 পরগনার নিউটাউনে একটি অভিজাত আবাসনে দেহ টুকরো টুকরো করে খুন করা হয় বাংলাদেশের সাংসদকে । পরে দেহাংশ অন্য জায়গায় ফেলে দেওয়া হয় । সেই ঘটনার পর থেকে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী চলে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে । তদন্ত হাতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা শুরু হয় তল্লাশি । তাতেই বাংলাদেশের গোয়েন্দা শাখা ও পশ্চিমবঙ্গের সিআইডির যুগ্ম তদন্তে উঠে আসে এই তথ্য ৷

অচৈতন্য করতে ক্লোরোফর্ম, মাংস কাটার সরঞ্জাম দিয়ে দেহ টুকরো ! সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য

নিউটাউন, 28 মে: বাংলাদেশের সাংসদ আনওয়ারুল আজিম খুনের ঘটনায় নয়া মোড় ৷ নিউটাউনে আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল টুকরো টুকরো করা মাংস । মঙ্গলবার উদ্ধার প্রায় চার কেজি টুকরো করা মাংস । সঙ্গে উদ্ধার হয়েছে কিছু চুল ৷ তবে এগুলি বাংলাদেশ সাংসদের দেহাংশ কি না, তা জানতে ফরেনসিক তদন্ত করে দেখা হবে ।

সেপটিক ট্যাঙ্কে মিলল চুল, টুকরো মাংস (ইটিভি ভারত)

এদিন সকালেই সাংবাদিক বৈঠক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ জানিয়েছিলেন, যে ফ্ল্যাটে খুন করা হয়েছে সাংসদকে সেখানকার সিউয়েজ লাইন এবং এবং সেপটিক ট্যাঙ্কে খুলে দেখা হবে । তার কারণ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে একটা আভাস তাঁরা পেয়েছিলেন যে সেপটিক ট্যাঙ্কে সাংসদের দেহের টুকরো থাকতে পারে বলে । তারপরেই এই টুকরো মাংস উদ্ধারে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷

'কমোডের ফ্ল্যাশ পাইপ ভাঙার অনুরোধ করেছি', বাংলাদেশের সাংসদ খুনে বললেন প্রধান গোয়েন্দা

সিআইডির অনুমান, মাংসের দলা এবং চুলের টুকরো বাংলাদেশের খুন হওয়া সাংসদ আনোয়ারুল আজিমের । এই ঘটনায় জুবের নামে এক কসাইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি । তাকে জেরা করে দক্ষিণ 24 পরগনার একটি জলাশয়ে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয় । তবে সেখান থেকে উদ্ধার না হওয়ায় ফের তাকে জেরা করেন তদন্তকারীরা । এরপরেই সংশ্লিষ্ট আবাসনের একটি সেপটিক ট্যাঙ্কে তল্লাশি অভিযান । আর সেখান থেকেই উদ্ধার হয়েছে প্রায় চার কেজি মাংসের দলা এবং কিছু চুলের অংশ ।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া ওই দলা এবং চুলের অংশগুলি পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে । চিকিৎসা করতে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন আনোয়ারুল আজিম । এরপরই তিনি আচমকাই নিখোঁজ হয়ে যান । জানা যায়, চলতি সপ্তাহে উত্তর 24 পরগনার নিউটাউনে একটি অভিজাত আবাসনে দেহ টুকরো টুকরো করে খুন করা হয় বাংলাদেশের সাংসদকে । পরে দেহাংশ অন্য জায়গায় ফেলে দেওয়া হয় । সেই ঘটনার পর থেকে বিধাননগর কমিশনারেটের তদন্তকারী চলে যায় রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে । তদন্ত হাতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডির উচ্চপদস্থ আধিকারিকরা শুরু হয় তল্লাশি । তাতেই বাংলাদেশের গোয়েন্দা শাখা ও পশ্চিমবঙ্গের সিআইডির যুগ্ম তদন্তে উঠে আসে এই তথ্য ৷

অচৈতন্য করতে ক্লোরোফর্ম, মাংস কাটার সরঞ্জাম দিয়ে দেহ টুকরো ! সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য

Last Updated : May 28, 2024, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.