ETV Bharat / sports

Pele Health Update: আবারও সংকটজনক পেলে, উদ্বেগে অনুরাগীরা

author img

By

Published : Dec 22, 2022, 10:30 AM IST

Updated : Dec 22, 2022, 3:06 PM IST

আরও একবার অসুস্থ হয়ে পড়লেন ফুটবল সম্রাট পেলে । তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা শুরু গোটা বিশ্বে। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক পরিস্থিতি চিন্তার কারণ হয়ে উঠেছে। দিনকয়েক আগে কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন । এবার আবারও তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক হয়ে উঠল (Physical Condition of Pele is critical)।

Etv Bharat
Etv Bharat

সাও পাওলো, 22 ডিসেম্বর: ফের অসুস্থ হয়ে পড়লেন ফুটবল সম্রাট পেলে। 82 বছর বয়সি এডসন অ্যারিন্টাস দ্য নাসিমেন্টো গত কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ ছিলেন। আরও একবার তাঁর শারীরিক পরিস্থতি চিন্তার কারণ হয়ে উঠল । আবারও হাসপাতালে ভর্তি করতে হয়েছে ফুটবল সম্রাটকে। ঠিকমতো খেতে পারছেন না। রয়েছে হৃদরোগের সমস্যাও। শরীরের কয়েকটি অংশও ফুলে গিয়েছে (Physical Condition of Pele is critical)।

এর আগে আচমকা শারীরিক সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে । মানসিক দিক থেকেও কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন তিনি । সাময়িকভাবে সেই ধাক্কা কাটালেও তা বিপদসীমার বাইরে যে পাঠাতে পারেননি ফুটবল সম্রাটকে তা ফের অবস্থা সংকটজনক হওয়ার মধ্যেই পরিস্কার।

কেমোথেরাপিতে সাড়া না-দেওয়ার ইঙ্গিতেই কোলন ক্যানসার আক্রান্ত পেলের ভবিষ্যত পরিস্কার হয়ে গিয়েছিল মনে করা হয়েছিল । কিন্তু বিশ্বকাপ চলাকালীন সেই অসুস্থতাও সামলেও উঠেছিলেন । ব্রাজিল বিদায়ের পরে নেইমারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন । কাপ জয়ের পর লিও মেসিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি ।

গত কয়েকদিনে বারবারই হাসপাতালে ভর্তি করতে হয়েছে পেলেকে । অবস্থার অবনতি হওয়ায় সাও পাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি করতে হয়েছিল পেলেকে । তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী মার্সিয়া । বেশ কিছুদিন ধরেই শরীর ভাল না-থাকায় কেমোথেরাপি দেওয়া যায়নি তাঁকে । এপ্রিলেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন । সদ্য শেষ হওয়া বিশ্বকাপ চলাকালীন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই পেলের শারীরিক অবস্থা ওঠা-নামা করছিল। বুধবার রাত থেকে ফের অবস্থা খারাপের দিকে যায়। ফুটবল সম্রাটের মেয়ে জানিয়েছেন বাড়িতে বড়দিনের উৎসব স্থগিত রাখা হয়েছে। হাসপাতালের তরফে বলা হয়েছে ক্যানসারের প্রতিরোধে আরও বেশি সতর্কতার প্রয়োজন হয়ে পড়েছে । হৃদযন্ত্রও সঠিকভাবে কাজ করছে না ।

আরও পড়ুন: দুর্দান্ত বিশ্বকাপ ফাইনাল, ইন্সটায় মেসি-এমবাপেকে অভিনন্দন ফুটবল সম্রাটের

Last Updated : Dec 22, 2022, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.