ETV Bharat / sports

Durand Cup Kolkata Derby: মাঠের বাইরে বাকযুদ্ধে দু'প্রধানের কর্তারা, মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত ময়দান

author img

By

Published : Aug 11, 2023, 10:54 PM IST

টানা আট ডার্বি হেরে শনিবার ডুরান্ডে মরশুমের প্রথম বড় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ৷ তবে সাময়িক বিরতি কাটিয়ে ম্যাচের আগে কর্তাদের বাকযুদ্ধ এশিয়ার সেরা ডার্বির গনগনে আঁচটা ফের টের পাইয়ে দিল ৷

Etv BharatDurand Cup Kolkata Derby
মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে তেতে রয়েছে ময়দান

মরশুমের প্রথম বড় ম্যাচ ঘিরে তেতে রয়েছে ময়দান

কলকাতা, 11 অগস্ট: বড় ম্যাচে বল গড়ানোর আগে দু'প্রধানের কর্তাদের হুঙ্কার অতি পরিচিত ঘটনা ৷ তবে করোনা নামক অতিমারি সেই পরম্পরায় ছেদ ফেলেছিল সাময়িক ৷ মাঝে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ৷ টানা আট ডার্বি হেরে শনিবার ডুরান্ডে মরশুমের প্রথম বড় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ৷ তবে সাময়িক বিরতি কাটিয়ে ম্যাচের আগে কর্তাদের বাকযুদ্ধ এশিয়ার সেরা ডার্বির গনগনে আঁচটা ফের টের পাইয়ে দিল ৷

শনিবাসরীয় বড় ম্যাচের আগে মাঠের বাইরে কার্যত বাকযুদ্ধে জড়িয়ে পড়লেন ইস্টবেঙ্গল ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় বনাম মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। শুক্রবারও সারাটা দিন একটা টিকিটের জন্য হাহাকার ময়দানে ৷ যা অনেকের ডায়মন্ড ম্যাচের স্মৃতি ফেরাচ্ছে ৷ মোহনবাগান ক্লাবে সমর্থক বিক্ষোভ তো আবার পুলিশ দিয়ে সামলাতে হল। এমনকী প্রাক্তন ফুটবলাররাও টিকিট পেলেন না। বড় ম্যাচ ঘিরে এই উন্মাদনার জন্য মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কৃতিত্ব দিলেন আরপিএসজি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। এশিয়া সেরা হওয়ার লক্ষ্যে দল গঠন। বিশ্বকাপার, ইউরোকাপারের সমৃদ্ধ দল। দেশের সেরা ফুটবলারদের দলে নেওয়ার মধ্যে দিয়ে শুধু আইএসএল নয়, মোহনবাগান এখন আরও বড় লক্ষ্যে এগোচ্ছে বলে দাবি দেবাশিস দত্তর।

তাঁর কথায়, ইস্টবেঙ্গলের প্রতিবছর বিনিয়োগকারী বদলেই সমস্যা সৃষ্টি হচ্ছে। বর্তমান বিনিয়োগকারীকে ইস্টবেঙ্গল যদি তিন বছর সময় দেয়, তাহলে ভালো কিছু লেসলি ক্লডিয়াস সরণিতে হতে পারে বলে মনে করেন বাগান সচিব। তবে শনিবার মোহনবাগান জিতবে, নিশ্চিত ক্লাব সচিব ৷ যদিও ব্যবধান নিয়ে প্রেডিকশনে যেতে রাজি নন তিনি।

আরও পড়ুন: পরিসংখ্যানকে আমল দিতে নারাজ ফেরান্দো সমীহ করছেন ইস্টবেঙ্গলকে

ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় পালটা বলছেন, খেলা মাঠে হবে মুখে নয়। তাই বল গড়ানোর পরেই পড়শি ক্লাবকে মন্তব্য করতে বলছেন তিনি। এ প্রসঙ্গে পরিসংখ্যানও স্মরণ করে দিয়েছেন তিনি ৷ টিকিট প্রদান নিয়ে ইস্টবেঙ্গলের দাবির যৌক্তিকতা রয়েছে বলে মনে করেন সৈকত গঙ্গোপাধ্যায়। এদিকে মোহনবাগান 5 হাজার টিকিট ডুরান্ড কমিটির কাছ থেকে পেয়েছে। তার মধ্যে থেকে আড়াই হাজার টিকিট সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট নিয়ে গিয়েছে বলে সূত্র মারফত খবর। ফলে কীভাবে সদস্যদের চাহিদা সামলানো যাবে, তা নিয়ে সমস্যায় মোহনবাগান। ইস্টবেঙ্গল অন্যদিকে সাতশো টিকিট বিনিয়োগকারী সংস্থা এবং তিনশো টিকিট ফুটবলারদের দিয়েছে। প্রাক্তনদের চাহিদাও মেটানো হচ্ছে টিকিট কিনে। সবমিলিয়ে টিকিটের চাহিদার পাশাপাশি কর্তাদের বিবৃতিতে বড় ম্যাচের প্রাক্কালে সরগরম ময়দান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.