ETV Bharat / sports

FIFA World Cup 2022: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন নেইমার ? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা

author img

By

Published : Dec 4, 2022, 9:15 AM IST

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলছেন, "নেইমারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।" কিন্তু তাঁর দাবিতে জোর নেই। কারণ তিতের সংসারে এখন চোট বড় সমস্যা (Brazil team doctor has not ruled out the possibility)।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 4 ডিসেম্বর: নেইমার কে কি নক আউটে ফের খেলতে দেখা যাবে? অন্তত ডাগ আউটে বসার মত জায়গায় কি রয়েছেন তিনি? দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামার আগে কথাগুলো উড়ে বেড়াচ্ছে সেলেকাওদের শিবিরে। ক্যামেরুন ম্যাচে দর্শকাসনে ছিলেন নেইমার। টিম বাস থেকে স্বাভাবিক ভাবে হেটে স্টেডিয়ামে ঢোকেন। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলছেন, "নেইমারের মাঠে নামার সম্ভাবনা রয়েছে।" কিন্তু তাঁর দাবিতে জোর নেই। কারণ তিতের সংসারে এখন চোট বড় সমস্যা (Brazil team doctor has not ruled out the possibility)।

এ যেন কার্যত গোদের ওপর বিষফোঁড়া। বিশ্বকাপে (FIFA World Cup 2022) গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে (Brazil vs Cameroon) হার। আর তারপরেই গোটা ব্রাজিল (Brazil) দল কার্যত মিনি হাসপাতাল। প্রি কোয়ার্টার ফাইনালের আগেই চোটের জন্য ছিটকে গেলেন স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস (Gabriel Jesus)। ছিটকে যেতে পারেন অ্যালেক্স টেলেসও (Alex Telles)। এমনটাই দাবি ব্রাজিলের সংবাদমাধ্যমের। দুই ফুটবলারই ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে প্রায় একই ধরনের চোট পান। তবে ব্রাজিল দলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কিছুই জানান হয়নি।

দুই ফুটবলারের চোটের কথা স্বীকার করে নিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক । তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'টেলেস বলেছিল, ওঁর হাঁটুতে ব্যথা করছে। ড্রেসিংরুমে ওঁর চোট পরীক্ষা করা হয়েছে। এমআরআই করা হবে। তারপরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর। জেসুসের ডান হাঁটুতেও ব্যথা রয়েছে। ওঁরও এমআরআই হবে।''

তবে ব্রাজিল সংবাদমাধ্যম সূত্রের খবর, শনিবার এমআরআই করার পরেই জানা যায়, চোটের পরিস্থিতি ভাল নয়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে হয়ত খেলতে পারবেন না দুই ফুটবলারই। তবে ব্রাজিল দলের সমস্যা আরও বেড়ে গিয়েছে নেইমার, অ্যালেক্স সান্দ্রো ও দানিলোরও চোট থাকায়। নেইমার এখনও বল নিয়ে অনুশীলন শুরু করেছেন কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। একটি সূত্রের দাবি, বল নিয়ে হালকা অনুশীলন শুরু করেছেন নেইমার । এক্ষেত্রেও সরকারিভাবে কোনও খবর দেওয়া হয়নি । তাঁর মাঠে ফেরা নিয়ে দলীয় চিকিৎসক শুধু বলেছেন,"সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় আছে ।"
আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, 'নেইমার (Neymar) ও আলেক্স সান্দ্রোকে (Alex Sandro) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের হাতে সময় রয়েছে। এখনও সম্ভাবনা রয়েছে ওদের খেলার। তবে আমরা চূড়ান্ত কিছু বলতে পারছি না। আশা করি নেইমার দ্রুত অনুশীলন শুরু করবে। চোট সারিয়ে দলের সঙ্গে কী ভাবে মানিয়ে নিতে পারে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। তার পরেই আমরা সিদ্ধান্ত নেব ওদের খেলানো হবে কি না।” আপাতত চোট চিন্তা থাকলেও সেদিকে নজর দেওয়ার সময় নেই তিতে। যাঁরা আছেন তাদের নিয়েই দল সাজাচ্ছেন তিনি। গোলমুখে স্ট্রাইকারদের সুযোগ নষ্ট না করার ব্যাপারে আলোচনা করেছেন। দক্ষিণ কোরিয়া যথেষ্ট গতিশীল ফুটবল খেলে। ধারে ভারে খাতায় কলমে পিছিয়ে থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ পর্তুগালকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়ে তারা বাড়তি আত্মবিশ্বাসী। তাই রিচার্লসন,ভিনিসিয়াস জুনিয়রদের বাড়তি সতর্ক থাকতে বলেছেন তিতে। পাশাপাশি ক্যামেরুনের বিরুদ্ধে রক্ষণে ফাঁকফোকর ধরা পড়েছে। সেটাও ভাবাচ্ছে তাঁকে । সবমিলিয়ে নতুনভাবে কৌশল সাজাতে হচ্ছে ব্রাজিল শিবিরকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.