Bajrang Punia: পরবর্তী লক্ষ্য প্যারিসে সোনা, বার্মিংহ্যামে সেরা হয়ে জানালেন বজরং

author img

By

Published : Aug 6, 2022, 6:28 PM IST

next-target-of-bajrang-punia-is-win-gold-medal-for-india-in-paris-olympics-2024

2024 প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের প্রস্তুতি দ্রুতই শুরু করে দিতে চান বজরং পুনিয়া (Next Target of Bajrang Punia is to Win Gold Medal for India in Paris Olympics 2024) ৷ তার আগে আগামী 1 বছরের মধ্যে প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে চান তিনি ৷

বার্মিংহাম, 6 অগস্ট: 2022 কমনওয়েলথ গেমসে কুস্তিতে পুরুষদের 65 কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতীয় কুস্তিগীর বজরং পুনিয়া ৷ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে প্রত্যেকটি বাউটই কার্যত একপেশেভাবে জিতেছেন ভারতীয় কুস্তিগীর ৷ প্রতিদ্বন্দ্বীরা তাঁর সামনে দাঁড়াতেই পারেননি ৷ বার্মিংহ্যামে সোনাজয়ী বজরং'য়ের পরবর্তী লক্ষ্য কী? সংবাদসংস্থা আইএএনএস-কে একান্ত সাক্ষাৎকারে হরিয়ানার কুস্তিগীর জানালেন, তাঁর আগামীর লক্ষ্য 2024 সালে প্যারিস অলিম্পিকসে সোনা জয় ৷ 2020 টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ এসেছিল ঝুলিতে ৷ প্যারিসে পদকের রং বদলাতে মরিয়া তিনি, জানালেন বজরং

প্রসঙ্গ, কমনওয়েলথে দ্বিতীয় সোনা জয়--

আমি খুব খুশি এবং গর্বিত ৷ 2020 অলিম্পিকের পর আমি আমার খেলায় কিছু পরিবর্তন করেছিলাম ৷ খুবই ভালো লাগছে যে, আমি যে সব পরিবর্তন করেছিলাম সেগুলি ফল দিচ্ছে ৷ ভারতের হয়ে সোনা জেতাটা খুবই আনন্দের ৷

একপেশে ভাবে বাউট জেতা--

পদক জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যদি আমাদের মনের মতো হয়, তাহলে তো কথাই নেই ৷ প্রতিপক্ষকে তোমার চালে খেলতে বাধ্য করাতে পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ৷ আর আমি সেটা করতে পারলে, মনে করব ভালো পারফর্ম করেছি ৷ আর আমি যদি, প্রতিপক্ষের খেলার ধরনকে টেক্কা দিতে পারি, তা খুব ভালো পারফরম্যান্স বলে মনে করব ৷ আর তাই যে ভাবে আমি চেয়েছি, সেভাবে জিততে পেরে আমি খুশি ৷ তাই আমি নিজের পুরো পারফরম্যান্সে খুব খুশি ৷ আশা করছি একইভাবে পারফর্ম করে যেতে পারব ৷

ম্যাচ জয়ের সন্তুষ্টি--

আমি নিজের ছন্দে থেকে ম্যাচ জিততে পেরে খুবই খুশি ৷ আমি এ দিন খুবই আক্রমণাত্মকভাবে খেলেছি ৷ পাশাপাশি, আমার রক্ষণকেও মজবুত রেখেছিলাম ৷ প্রসঙ্গত, টোকিয়ো অলিম্পিক্সের পর থেকে আমার খেলায় অনেক চরাই-উতরাই হয়েছে ৷ কারণ, আমার একাধিক চোট-আঘাত ছিল ৷ তবে, আমি ট্রেনিংয়ের মাধ্যমে সেই সমস্যাগুলিকে সমাধান করতে পেরেছি ৷ আর সেটা করতে সফল হয়েছি বলেই টুর্নামেন্টে জয় পেলাম ৷

কয়েক বছর আগে করা তাঁর মন্তব্য, তিনি 2017 সালের বজরং পুনিয়াকে ফিরিয়ে আনতে চান--

আমি মনে করি আমি সেই জায়গায় এখনও পর্যন্ত 70-80 শতাংশ পৌঁছতে পেরেছি ৷ এ বার আমার লক্ষ্য হবে আরও 10-20 শতাংশ সেইদিকে এগিয়ে যাওয়া ৷ আমাকে তার জন্য অনবরত পরিশ্রম করতে হবে ৷ আশা করছি আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে সেই জায়গায় পৌঁছে যাব ৷

বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং তার পরবর্তী সময়ের পরিকল্পনা--

বিশ্ব চ্যাম্পিয়নশিপকে এখন একাধারে রাখতে চাই ৷ তার আগে আমার লক্ষ্য এশিয়ান গেমস, জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং তারপর 2024 প্যারিস অলিম্পিকসের যোগ্যতা অর্জন পর্বে মনোসংযোগ করতে চাই ৷ এটাই আমার আগামী বছরের লক্ষ্য ৷ আমি আগেই অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে চাই ৷ তার পরের এক বছর অলিম্পিক্সে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নেব (Next Target of Bajrang Punia is Win Gold Medal for India in Paris Olympics 2024) ৷

একমাত্র কুস্তিগীর যিনি অলিম্পিক্সে 2টি পদক জিতেছেন--

ব্রোঞ্জ ও রুপোর পদকের পাশে এ বার সোনার পদক যোগ করার চেষ্টা করব ৷ যা আমার সহ-কুস্তিগীররা ভারতের জন্য অতীতে জিতেছেন ৷ আমি আমার শরীরের প্রতি কণা শক্তি ব্যবহার করে, প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার চেষ্টা করব ৷ আমি সত্যি বলছি, অলিম্পিকসে আমার অধরা স্বপ্নকে ছোঁয়ার জন্য আমি কঠিন পরিশ্রম করেছি ৷ কিন্তু প্রতিবার চোট আমার আর সোনার পদকের মাঝে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ৷ আশা রাখছি প্যারিসে সেই স্বপ্নপূরণ হবে ৷

বজরং পুনিয়ার এখন পর্যন্ত কাটানো যাত্রাপথ--

আমার ছোটবেলা থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছি ৷ আর সেটা আমার একার পথচলা নয় ৷ এই সফরে অনেকের সমর্থন এবং পরিশ্রম রয়েছে ৷ যেখানে আমার সাপোর্ট স্টাফরা অনেক বড় ভূমিকা নিয়েছেন ৷ আর ফিজিয়োদের কারণেই আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আপনাদের সঙ্গে সোনা জয় নিয়ে কথা বলতে পারছি ৷ আর যাঁরা আমার পিছনে থেকে কাজ করছেন, তাঁদের ভূমিকা সবচেয়ে বড় ৷ তাঁরা কোনওদিনই ক্যামেরার সামনে আসেন না ৷ আর এই মুহূর্তে তাঁদের ধন্যবাদ জানানোর সুযোগ আমি হারাতে চাই না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.