ETV Bharat / sports

Neeraj Chopra: সর্বকালের সেরা নন, চান আরও নিখুঁত হতে; বিশ্বসেরা হয়ে প্রতিক্রিয়া নীরজের

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 7:31 PM IST

Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter

Neeraj Chopra Reacts After Winning Gold At WAC 2023: এখনও অনেক ভুলত্রুটি শোধরাতে চান ৷ বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে জ্যাভলিনে সেরার খেতাব জেতার পরেও, এমনটাই মনে করেন নীরজ চোপড়া ৷ জানালেন, নিজের খেলা এবং ফিটনেসের উপর অনেক কাজ করা বাকি রয়েছে তাঁর ৷

বুদাপেস্ট, 28 অগস্ট: বর্শা গেঁথে অধরা মাধুরী এনে দিলেন নীরজ চোপড়া ৷ বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথমবার সোনা জিতলেন কোনও ভারতীয় ৷ তবে খেতাব জয়ের পরেও মাটিতে পা রেখে চলছেন বিশ্বজয়ী জ্যাভলিন থ্রোয়ার ৷ জানালেন, এখনও অনেক ভুলত্রুটি রয়েছে ৷ সেগুলি শুধরে নিতে চান নীরজ চোপড়া ৷ এমনকি 'সর্বকালের সেরা' জ্যাভলিন থ্রোয়ারের উপাধিতেও আপত্তি রয়েছে তাঁর ৷ 88.17 মিটার দূরে বর্শা ছুড়ে রবিবার মধ্যরাতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন নীরজ ৷ এরপর তাঁকে ভারত তথা বিশ্বের 'সর্বকালের সেরা' বলছে ক্রীড়ামহল ৷ যা মানতে নারাজ নয়া বিশ্বসেরা জ্যাভলিন থ্রোয়ার ৷

কেরিয়ারের শুরুতেই বিশ্বের ক্রীড়ামহল তাঁকে সর্বকালের সেরা বলছে ৷ এ নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে সংবাদমাধ্যমকে নীরজের সাফ জবাব, "আমি কোনওদিন নিজেকে সেরা বলতে পারব না ৷ কারণ, আমি এখনও অনেক ভুল করি ৷ যেগুলি শোধরাতে হবে ৷ অনেক কাজ করা বাকি আছে ৷ তাই সর্বকালের সেরা পরের বিষয়, নিজেকে আগামী টুর্নামেন্টগুলোতে জেতার জন্য তৈরি করতে চাই ৷" জ্যাভলিন বিশ্ব চ্যাম্পিয়নের এই জবাবেই স্পষ্ট তিনি উপাধিতে নয়, কাজে বিশ্বাসী ৷

তবে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে খুব খুশি পানিপথের ছেলে ৷ তাঁর পরবর্তী লক্ষ্য 2024 প্যারিস অলিম্পিকস ৷ সেখানে দ্বিতীয় অলিম্পিক সোনা জয়কে পাখির চোখ করেছেন নীরজ ৷ তার জন্য নিজেকে প্রস্তুত করতে চাইছেন তিনি ৷ বিশেষত, কয়েকমাস আগে চোট পেয়ে ট্র্যাকের বাইরে যেতে হয়েছিল নীরজকে ৷ তাই চোটের জায়গায় যাতে বেশি চাপ না পড়ে, তাও নজরে রাখছেন নীরজ ৷

  • #WATCH | Javelin thrower Neeraj Chopra says, "I can't say that I am 'GOAT-Greatest of All Time'. I have to improve myself. There's a lot of potential in India today. I am happy that people are following athletes..." pic.twitter.com/IbhxvBX9og

    — ANI (@ANI) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সোনালি অধ্যায়, নীরজকে অভিনন্দন রাষ্ট্রপতির; শুভকামনা মোদি-মমতার

পাশাপাশি আরও দুই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের সাফল্যেও খুশি নীরজ চোপড়া ৷ জানালেন কিশোর জেনা প্রথমবার এত বড় মঞ্চে পারফর্ম করলেন ৷ সেখানে প্রথম আটে শেষ করতে পারাটা অনেক বড় কৃতিত্ব ৷ পাশাপাশি ডিপি মনুর প্রশংসাও করেন তিনি ৷ জানালেন, এই দুই অ্যাথলিট আগামিদিনে ভারতকে আরও অনেক বড় বড় খেতাব এনে দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.