ETV Bharat / sports

Calcutta Football League: আশঙ্কা সত্যি করে কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার বাগানের

author img

By

Published : Sep 24, 2022, 10:16 PM IST

ATK Mohun Bagan
আশঙ্কা সত্যি করে কলকাতা লিগ থেকে নাম প্রত্যাহার বাগানের

এফএসডিএল (FSDL) অনুমতি না-দেওয়াতেই এটিকে মোহনবাগান কলকাতা লিগে খেলতে পারছে না, এই মর্মেই শনিবার সন্ধ্যায় মোহনবাগান ক্লাব থেকে সুতারকিন স্ট্রিটে আইএফএ (IFA) দফতরে মেইল পৌঁছয় ৷

কলকাতা, 25 সেপ্টেম্বর: এ যেন বোধনের প্রাক্কালেই বিষাদের সুর ৷ আশঙ্কা সত্যি করে কলকাতা লিগ শুরুর আগেরদিন শেষপর্যন্ত না-খেলার সিদ্ধান্ত নিল মোহনবাগান (Mohun Bagan club decided not to take part at CFL this year)। আইএফএ-কে মেইল মারফৎ সে কথা জানিয়ে দিল গোষ্ঠ পাল সরণির ক্লাব ৷ এফএসডিএল (FSDL) অনুমতি না-দেওয়াতেই এটিকে মোহনবাগান কলকাতা লিগে খেলতে পারছে না, এই মর্মেই শনিবার সন্ধ্যায় মোহনবাগান ক্লাব থেকে সুতারকিন স্ট্রিটে আইএফএ (IFA) দফতরে মেইল পৌঁছয় ৷ সবুজ-মেরুন অংশ না-নিলেও যাতে সুপার সিক্স নিয়ে সমস্যা যাতে তৈরি না-হয়, সে বিষয়টি নিশ্চিত করতে তড়িঘড়ি করে বৈঠকে বসে আইএফএ। যদিও বৈঠক শেষে সচিব অনির্বাণ দত্ত বিকল্প ব্যবস্থা নিয়ে স্বচ্ছ ধারণা দিতে পারেননি ৷

এখন প্রশ্ন হল এফএসডিএল যদি এটিকে মোহনবাগানকে খেলতে না-দেওয়ার অনুমতি দিয়ে থাকে তাহলে ইস্টবেঙ্গল (East Bengal Club) কীভাবে খেলবে। সূত্র বলছে, এফএসডিএল আইএসএলের জন্য নথিভুক্ত ফুটবলারদের কলকাতা লিগে খেলার ব্যাপারে বিধিনিষেধ জারি করেছে। ইস্টবেঙ্গল এই সমস্যা আঁচ করেই রিজার্ভ টিম তৈরি করেছে। এমনকী কয়েকদিন আগেও কেরলের সন্তোষ ট্রফি জয়ী দলের চার ফুটবলারকে সই করিয়ে নিয়েছে লাল-হলুদ। রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিনো জর্জের প্রশিক্ষণাধীন ইস্টবেঙ্গলের রিজার্ভ দল নামছে খিদিরপুরের বিরুদ্ধে। তাহলে কি পড়শি ক্লাবের কাছে পিছিয়ে পড়ল এটিকে মোহনবাগান?

আরও পড়ুন: সুপার সিক্সে খেলার ব্যাপারে সবুজ-মেরুনের দোটানা অব্যাহত

এখানেই উঠছে প্রশ্ন ৷ চলতি মরশুমে সবার শেষে দল গড়তে নেমে ইস্টবেঙ্গল যদি রিজার্ভ দল গড়তে পারে তাহলে এটিকে মোহনবাগান পারল না কেন? গত দু'বছর করোনার জেরে ফুটবল পুরোদমে না-হওয়ায় এটিকে মোহনবাগান তাদের যুব দল তৈরি করেনি। তবে আগামী মাস থেকে ইয়ুথ দল তৈরির ব্যাপারে কাজ শুরু করেছে তারা ৷ বিদেশি কোচের হাতে দায়িত্ব থাকবে যুব ফুটবলারদের গড়ে তোলার। তাই এই মরশুমে কলকাতা লিগে দল নামাতে না-পারলেও আগামী মরশুমে তেড়েফুঁড়ে দল তৈরি করবে বলছে এটিকে মোহনবাগান।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.