ETV Bharat / sports

ISL 2022-23: ম্যাকহিউয়ের জোড়া গোলে প্লে-অফ নিশ্চিত বাগানের

author img

By

Published : Feb 18, 2023, 10:54 PM IST

ISL 2022-23
ম্যাকহিউয়ের জোড়া গোলে প্লে অফ নিশ্চিত বাগানের

কার্ল ম্য়াকহিউ'য়ের জোড়া গোল (Carl Mchugh scored brace) ৷ কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলের প্লে-অফে এটিকে মোহনবাগান ৷

কলকাতা, 18 ফেব্রুয়ারি: লিগ পর্যায়ের লাস্ট ল্যাপে এসে যা পরিস্থিতি, তাতে শেষ দু'ম্যাচে পা হড়কালে ভুগতে হত ভালোমতই ৷ কিন্তু চোট সারিয়ে প্রত্য়াবর্তনে শনিবার বাগানের নায়ক হিসেবে আবির্ভূত হলেন কার্ল ম্য়াকহিউ (Carl Mchugh) ৷ আইরিশম্যানের জোড়া গোলে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে আইএসএলের প্লে-অফে জায়গা পাকা করে নিল এটিকে মোহনবাগান (Mchugh scored brace) ৷ পিছিয়ে পড়েও মাঞ্জাপ্পারা'দের 2-1 গোলে হারাল জুয়ান ফেরান্দোর ছেলেরা (ATK MB beat KBFC) ৷

প্লে-অফ নিশ্চিত করার লক্ষ্যে শুরু থেকেই এদিন আক্রমণে গতি আনে সবুজ-মেরুন ৷ কিন্তু 16 মিনিটে খেলার গতির বিপরীতে গোল করে ম্যাচে এগিয়ে যায় কেরালা ৷ দিমিত্রিয়োস ডায়মানটাকোস অসাধারণ গোলে এগিয়ে দেন 'মেন ইন ইয়েলো'কে। পিছিয়ে পড়ে সাময়িক ফেরান্দোর ছেলেদের ছন্নছাড়া মনে হলেও দ্রুত তারা অবস্থা সামলে নেয়। 23 মিনিটে পেত্রাতোসের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে এটিকে মোহনবাগানকে সমতায় ফেরান কার্ল ম্যাকহিউ। এরপরই ধীরে-ধীরে খেলায় ফেরে সবুজ-মেরুন। চোট সারিয়ে প্রথম থেকে খেললেন হুগো বুমোস। মাঠে ফিরলেও জড়তা কাটেনি ফরাসি মিডফিল্ডারের।

একটি অর্ধে খেলানোর পর ডার্বি এবং প্লে-অফের কথা ভেবে বুমোসকে তুলে নেন ফেরান্দো। ফরাসি মিডফিল্ডারের অনুপস্থিতিতে যদিও সবুজ-মেরুনের দাপট কমেনি ৷ কারণ, দীর্ঘদিন বাদে মনবীরের মনে রাখার মতো পারফরম্য়ান্স, দ্রিমিত্রি পেত্রাতোসের আক্রমণে নেতৃত্ব এবং সর্বোপরি মাঝমাঠে দুরন্ত কার্ল ম্যাকহিউ। বিরতির পরে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় এটিকে মোহনবাগান। এই সময় মনবীরের হেড পোস্টে লেগে প্রতিহত হয়, নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হতে হয় বাগানকে। নইলে আগেই জয় নিশ্চিত করতে পারত বাগান ৷

আরও পড়ুন: মুম্বই যাওয়ার আগে আইএসএলে ব্যর্থতার কারণ দর্শালেন লাল-হলুদ কোচ

শেষ পর্যন্ত পেত্রাতোস, মনবীর এবং কার্ল ম্যাকহিউয় ত্রিফলায় 71 মিনিটৈ এগিয়ে যায় মেরিনার্সরা। গোলদাতা সেই ম্যাকহিউ। ম্যাচের সেরাও তিনি। 64 মিনিটে লাল কার্ড দেখে রাহুল কেপি'র বেরিয়ে যাওয়ার সুবিধা নিতে ভুল করেনি জুয়ান ফেরান্দোর ছেলেরা। আইএসএলে কেরালা ব্লাস্টার্স কোনওদিন এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারেনি। এদিনও বজায় রইল সেই ধারা। 19 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে প্লে-অফ পাকা করা ছাড়াও ডার্বির আগে নিজেদের গুছিয়ে নিল সবুজ-মেরুন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.