ETV Bharat / sports

SCEB vs MCFC : ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম চারে উঠে এল মুম্বই

author img

By

Published : Feb 22, 2022, 11:02 PM IST

প্রথমার্ধ গোলশূন্যই ছিল এদিন ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে আর ঠেকিয়ে রাখা যায়নি ৷ 51 মিনিটে বাগানের বাতিল ঘোড়া ব্র্যাডেন ইনমানের পাস থেকে বিপিন সিং'য়ের জোরাল শট এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙে (Bipin Singh scores from Bradden Inman pass)।

SCEB vs MCFC
ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রথম চারে উঠে এল মুম্বই

ফতোরদা, 22 ফেব্রুয়ারি : ইস্টবেঙ্গলের খেলা থাকলে এখন বোধহয় টেলিভিশনের পর্দায় চোখও রাখেন না সমর্থকেরা ৷ রাখবেনই বা কেন ? সুযোগ নষ্ট কিংবা রক্ষণের ছোট্ট ভুল ৷ এই দুইয়েই রোজ-রোজল ডুবছে লাল-হলুদ ৷ প্রত্যেক ম্যাচের আগে ভাল খেলে জেতার বুলি আওড়ে যাচ্ছেন কোচ ৷ কিন্তু ম্যাচ শেষে মাঠ ছাড়তে হচ্ছে মাথা নীচু করেই ৷ মঙ্গলবার মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধেও তার অন্যথা হল না ৷ বিপিন সিং'য়ের গোলে মারিও রিভেরার দলকে হারিয়ে বরং শেষ চারের লড়াইয়ে দারুণভাবে ফিরে এল ডেস বাকিংহ্যামের ছেলেরা (MCFC beat SCEB as Bipin Singh scores the solitary goal) ৷ 17 ম্যাচে তাদের পয়েন্ট এখন 28 ৷

প্রয়াত কিংবদন্তি সুরজিৎ সেনগুপ্তের স্মৃতিতে এদিন কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। লড়াই করলেও জয় দিয়ে তর্পণ সারতে পারলেন না মহম্মদ রফিক, সৌরভ দাসরা। হীরা মণ্ডল না-থাকায় রক্ষণ নিয়ে দুশ্চিন্তা রয়েই গিয়েছিল ৷ তবে প্রথমার্ধ গোলশূন্যই ছিল এদিন ৷ কিন্তু দ্বিতীয়ার্ধে আর ঠেকিয়ে রাখা যায়নি ৷ 51 মিনিটে বাগানের বাতিল ঘোড়া ব্র্যাডেন ইনমানের পাস থেকে বিপিন সিং'য়ের জোরাল শট এসসি ইস্টবেঙ্গলের রক্ষণ ভাঙে (Bipin Singh scores from Bradden Inman pass)। বিকাশ জাইরুর পায়ের ফাক দিয়ে নেওয়া বিপিনের শট জালে জড়ানোর সময় গোলরক্ষক শঙ্কর রায় জায়গায় ছিলেন না।

আরও পড়ুন : SCEB vs MCFC : কার্ড সমস্যায় নেই হীরা, আইল্যান্ডারদের বিরুদ্ধে ভাগ্যের সহায় চাইছে লাল-হলুদ

প্রথম সাক্ষাতে এই মুম্বইকে রুখে দিয়েছিল রেনেডি সিং'য়ের লাল-হলুদ। এদিন ম্যাচের আগে আন্তোনিও পেরোসোভিচের অসুস্থতা মারিও রিভেরাকে আরও সমস্যায় ফেলে দেয় ৷ উল্টোদিকে ছিলেন না আহমেদ জাহুও ৷ বিরতির আগে একটা সময় ম্যাচের রাশ ছিল লাল-হলুদেরই পায়ে। সে সময় অন্তত তিনটি সুযোগ হাতছাড়া করে তারা ৷ বিরতির পরে মেজাজে শুরু করলেও খেলার গতির বিপরীতে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। হতোদ্যম লাল-হলুদ শেষদিকে ফের মরিয়া চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি। এই নিয়ে চলতি আইএসএলে দশ ম্যাচে হারল লাল-হলুদ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.