ETV Bharat / sports

World Boxing Championship: লভলিনাও দিলেন সোনার খোঁজ, চতুর্থ স্বর্ণপদক জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের

author img

By

Published : Mar 26, 2023, 8:28 PM IST

Updated : Mar 26, 2023, 8:59 PM IST

অলিম্পিকে পদকজয়ের পর এবার বিশ্বজয় লভলিনা বোরগোহাইনের (Lovlina Borgohain wins fourth gold for India) ৷ অজি প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রবিবার বিশেব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অসমের বক্সার ৷ সেইসঙ্গে ফাইনালে পৌঁছনো দেশের চার মহিলা বক্সারই স্বর্ণপদক জিতে প্রতিযোগিতা শেষ করলেন ৷

World Boxing Championship
চারটি সোনা জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়জয়কার ভারতের

নয়াদিল্লি, 26 মার্চ: এ যেন হাত দিলেই সোনা ৷ বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতীয় মেয়েদের পারফরম্যান্স নিয়ে এমনটা বললে মোটেই অত্যুক্তি হয় না ৷ শনিবার শুরুটা করেছিলেন নীতু ঘাংঘাস ৷ রবিবার লভলিনা বরগোহাইনের হাত ধরে বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের সোনার দৌড়ের মধুরেণ সমাপয়েৎ হল ৷ কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ীকে হারিয়ে চারে চার করলেন অসমের বক্সার (Lovlina Borgohain wins fourth gold for India) ৷ অর্থাৎ, ফাইনালে পৌঁছনো চার মহিলা বক্সারই স্বর্ণপদক জিতে প্রতিযোগিতা শেষ করলেন ৷

ঘণ্টাখানেক আগে নিখাত জারিন তৃতীয় সোনাটি পকেটস্থ করার পর অলিম্পিক ব্রোঞ্জজয়ী বোরগোহাইনকে নিয়েও প্রত্যাশার পারদ চড়েছিল অনুরাগীদের ৷ মিডলওয়েট (75 কেজি) ক্যাটেগরির ফাইনালে হতাশ করলেন না বছর পঁচিশের বক্সার ৷ ফাইনালে অজি প্রতিদ্বন্দ্বীকে 5-2 ব্যবধানে পরাজিত করে এবার বিশ্বসেরা হলেন লভলিনা ৷ দেশের মাটিতে অনুরাগীদের প্রবল সমর্থনকে পুঁজি করেই কমনওয়েলথে পদকজয়ীকে হারালেন তিনি ৷

নীতু, সুইটি এবং নিখাতদের সাফল্যও যদিও সমানভাবে কাজ করেছে লভলিনার বিশ্বজয়ের নেপথ্যে ৷ প্রথম রাউন্ডে পার্কারকে এদিন খানিক মেপে নেন লভলিনা ৷ দ্বিতীয় রাউন্ডে সেয়ানে সেয়ানে লড়াই হলেও 1-4 ব্যবধানে হেরে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলেন তিনি ৷ তৃতীয় রাউন্ডে কাজের কাজটা করেন ভারতীয় বক্সার ৷ প্রতি আক্রমণে গিয়েই 2018 এবং 2019-এর অপূর্ণ সাধ পূরণ করেন অসম কন্যা ৷ এর আগে দু'টি ক্ষেত্রেই ব্রোঞ্জ জিতে শেষ করতে হয়েছিল লভলিনাকে ৷

আরও পড়ুন: নিখাতের ঘুষিতে তৃতীয় সোনা ভারতের, দ্বিতীয় ভারতীয় হিসেবে অনন্য কীর্তি হায়দরাবাদি বক্সারের

রবিবার রাজধানীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ সন্ধেটা শুরু হয়েছিল নিখাত জারিনের সোনা জয় দিয়ে ৷ সুপার ফ্লাইওয়েট (50 কেজি) বিভাগে ভিয়েনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বসেরার মুকুট পরেন হায়দরাবাদি বক্সার ৷ কিংবদন্তি মেরি কমের পর দেশের দ্বিতীয় বক্সার হিসেবে একাধিকবার সোনা জিতে অনন্য নজির গড়েন নিখাত ৷ গতকাল 48 কেজি এবং 81 কেজি বিভাগে সোনা জিতে ইতিহাসে নাম তুলেছিলেন নীতু ঘাংঘাস এবং সুইটি বোরা ৷ সবমিলিয়ে প্রথমবার চারটি সোনা জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চ স্মরণীয় রাখলেন দেশের মহিলা বক্সাররা ৷

Last Updated : Mar 26, 2023, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.