ETV Bharat / sports

World Boxing Championship: নিখাতের ঘুষিতে তৃতীয় সোনা ভারতের, দ্বিতীয় ভারতীয় হিসেবে অনন্য কীর্তি হায়দরাবাদি বক্সারের

author img

By

Published : Mar 26, 2023, 6:52 PM IST

Updated : Mar 26, 2023, 7:28 PM IST

Etv Bharat
নিখাতের ঘুষিতে তৃতীয় সোনা ভারতের

টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত জারিন ৷ মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রতিযোগিতায় একের বেশি স্বর্ণপদক জয়ের কৃতিত্ব গড়লেন তিনি (Nikhat Zareen wins gold for second time in a row in World Boxing Championship) ৷

নয়াদিল্লি, 26 মার্চ: নীতু ঘাংঘাস, সুইটি বোরার পর নিখাত জারিন ৷ বিশ্বমঞ্চে সোনার দৌড় জারি ভারতীয় বক্সিংয়ের ৷ শনিবার জোড়া সোনার পর রবিবার চলতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে তৃতীয় স্বর্ণপদকটি এনে দিলেন নিখাত জারিন ৷ 50 কেজি ক্যাটেগরিতে ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জিতে নিলেন হায়দরাবাদি বক্সার ৷ একইসঙ্গে মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে প্রতিযোগিতায় একের বেশি স্বর্ণপদক জয়ের কৃতিত্ব গড়লেন তিনি (Nikhat Zareen wins gold in World Boxing Championship) ৷

এদিন ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়েন 26 বছর বয়সি বক্সার ৷ পাঞ্চ, জ্যাব, হুক- সব বিভাগেই প্রতিদ্বন্দ্বী থি টাম এনগুগেনকে পিছনে ফেলে দেন হায়দরাবাদি ৷ এশিয়া সেরার বিরুদ্ধে নিখাতের পক্ষে ফলাফল 5-0 ৷ হায়দরাবাদি বক্সারের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ত্রয়োদশ সোনা এল ভারতের ঘরে ৷ গতবছর 52 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনা জিতে ফিরেছিলেন নিখাত ৷

রবিবার চ্যাম্পিয়নশিপের শেষ সন্ধেয় ভারতের ঘরে আরও একটি সোনা আসার সম্ভাবনা রয়েছে ৷ 75 কেজি বিভাগে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার মুখোমুখি হবেন কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জজয়ী অস্ট্রেলিয়ার বক্সার কাইটলিন পার্কারের বিরুদ্ধে ৷ রাজধানীর ইন্দিরা গান্ধি কমপ্লেক্সে এদিন সোনাজয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় হায়দরাবাদের কন্যা বলেন, "ভিন্ন ওয়েট ক্যাটেগরিতে অংশ নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে আমি উচ্ছ্বসিত ৷ এদিনের বাউটটা আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন বাউট ছিল ৷ কারণ ও (থি টাম এনগুগেন) এশিয়া চ্যাম্পিয়নও বটে ৷ পরবর্তীতে এশিয়ান গেমসের আগে আমার জন্য এই ফলাফল ভীষণই তৃপ্তিদায়ক ৷ ওখানেও ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে দু'জনের ৷ আশা করি সেক্ষেত্রে আরও ভালো ফলাফল করব ৷"

আরও পড়ুন: নীতুর পর পোডিয়াম শীর্ষে সুইটি, বিশ্বচ্যাম্পিয়নশিপে একইদিনে ভারতের ঘরে জোড়া সোনা

শনিবার নীতু ঘাংঘাস এবং সুইটি বোরার হাত ধরে একইদিনে জোড়া সোনা এসেছিল ভারতের ঘরে ৷ ষষ্ঠ এবং সপ্তম ভারতীয় হিসেবে যথাক্রমে 48 কেজি এবং 81 কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিয়েছিলেন হরিয়ানার দুই কন্যে ৷ রবিবার নিখাতের পর লভলিনা কি পারবেন গতকালের পুনরাবৃত্তি করতে ? আপাতত সেদিকেই তাকিয়ে দেশের তামাম ক্রীড়া অনুরাগীরা ৷

Last Updated :Mar 26, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.