ETV Bharat / sports

Kings Cup 2023: লেবাননের কাছেও হার, কিংস কাপে সবার শেষে থামল সুনীল-হীন ভারত

author img

By PTI

Published : Sep 10, 2023, 8:10 PM IST

India Lose to Lebanon in Kings Cup: লড়াই করলেও জয় অধরা রইল ভারতের ৷ সুনীল ছেত্রী বিহীন ভারতকে লেবাননের বিরুদ্ধেও 1-0 গোলে হারতে হল ৷ সেমিফাইনালেও টাইব্রেকারে 4-5 গোলে হেরেছিল ব্লু টাইগার্স ৷

Kings Cup 2023 ETV BHARAT
Kings Cup 2023

চিয়াং মাই (থাইল্যান্ড), 10 সেপ্টেম্বর: ইরাকের বিরুদ্ধে পেনাল্টি শুট-আউটে হারটা ছিল দুর্ভাগ্যের ৷ পরাজিত হতে হলেও ফিফা ব়্যাংকিংয়ে ইরাকের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা ভারতের লড়াই ব্যাপক প্রশংসিত হয়েছিল ফুটবলমহলে ৷ সেই ভারত কিংস কাপের তৃতীয় স্থানের লড়াইয়ে হেরে বসল এক ধাপ পিছনে থাকা লেবাননের কাছেও ৷ রবিবার 1-0 গোলে হারতে হল সন্দেশ ঝিঙ্গান-নাওরেম মহেশদের ৷ থাইল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টে তৃতীয় পজিশনের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ভারতকে হারাল লেবানন ৷ প্রতিপক্ষের সেন্টার ব্যাক কাসেম এল জেইন বাইসাইকেল কিকে গোল করে যান ৷ সবমিলিয়ে সুনীলহীন ভারত টানা দু'ম্যাচ হেরে চারদলীয় প্রতিযোগিতায় চতুর্থস্থানেই শেষ করল ৷

এ দিনের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি ৷ কিন্তু, লেবানন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলছিল ৷ তারা প্রথম আধঘণ্টায় ম্যাচে দাপিয়ে বেরিয়েছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও ব্লু টাইগার্সের রক্ষণের কাছে আটকে গিয়েছিল ৷ সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বে রক্ষণভাগ তাদের কাজ ঠিকঠাক করলেও, মাঝ মাঠে এবং আক্রমণে সেভাবে প্রভাব ফেলতে পারেনি ভারতীয় ফুটবলাররা ৷ বিশেষত, দু’টি উইংয়ের থেকে সেভাবে সাহায্য পাননি ফরওয়ার্ড ৷

আরও পড়ুন: দু’বার এগিয়ে গিয়েও ইরাকের কাছে হার, টাইব্রেকারে ধরাশায়ী সুনীল-হীন ভারত

তবে, রক্ষণের একটা ভুলের সুযোগ নিয়ে নেয় লেবানন ৷ সাফ কাপে ভারতের সামনে পরাস্ত হওয়া দল একটি সুযোগকেই কাজে লাগায় ৷ দ্বিতীয়ার্ধে 77 মিনিটে কর্নার থেকে গোল করে যান সেন্টার ব্যাক কাসেম এল জেইন ৷ তাঁর বাইসাইকেল কিক ভারতের রক্ষণ এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে যায় ৷ একটিমাত্র গোলই লেবাননকে কিংস কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্য়াচে ভারতের বিরুদ্ধে 1-0 গোলে জয় এনে দিয়েছে ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের বিরুদ্ধেও দু'বার এগিয়ে গিয়েও ম্যাচ হারতে হয়েছিল ভারতকে ৷ সেই ম্যাচে বিতর্কিত টাইব্রেকারে ম্যাচে সমতা ফিরিয়ে টাইব্রেকারে 5-4 ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইরাক ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.