ETV Bharat / sports

Kings Cup 2023: দু’বার এগিয়ে গিয়েও ইরাকের কাছে হার, টাইব্রেকারে ধরাশায়ী সুনীল-হীন ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 6:21 PM IST

Updated : Sep 7, 2023, 8:11 PM IST

India in Kings Cup 2023: দু’বার গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ৷ টাইব্রেকারে ব্র্যান্ডন ফার্নান্দেজ গোল মিস করায় ফাইনালে ওঠা হল না ভারতের ৷

Etv Bharat
Etv Bharat

ব্যাংকক, 7 সেপ্টেম্বর: কিংস কাপ সেমিফাইনালে ইরাকের কাছে লড়ে হারল সুনীল ছেত্রীহীন ভারত ৷ নির্ধারিত 90 মিনিটে পরপর দু’বার গোল করে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না ৷ দু’বারই স্পটকিক থেকে গোল শোধ করে 1986 সালের বিশ্বকাপাররা ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্র্যান্ডন ফার্নান্দেজ গোল মিস করায় ফাইনালে ওঠা হল না ভারতের ৷ 5-4 গোলে জিতে ফাইনালে ইরাক ৷

পিতৃত্বকালীন ছুটিতে থাকায় মাঠে নামেননি সুনীল ছেত্রী ৷ ফলে অধিনায়ককে ছাড়াই মাঠে নেমেছিল ‘মেন ইন ব্লু’ ৷ মহেশ নওরেমের গোলে প্রথমেই এগিয়ে গিয়েছিল ইগর স্টিমাকের ছেলেরা ৷ ইরাক গোলশোধ করার পর প্রতিপক্ষ কিপারে ভুলে ফের এগিয়ে গিয়েছিল ভারত ৷ দ্বিতীয় স্পটকিক তাও শোধ করে দেয় সাদা জার্সিধারীরা ৷ নির্ধারিত 90 মিনিট চেষ্টা করেও লিড নিতে পারেননি নিখিল পূজারি, রহিম আলিরা ৷ শেষ পর্যন্ত টাইব্রেকারে হারল ভারতীয় দল ৷

চলতি বছর 4টি দল নিয়ে হচ্ছে কিংস কাপ ৷ ভারত ও ইরাকের পাশাপাশি খেলছে থাইল্যান্ড ও লেবানন ৷ ফলে প্রথম ম্যাচ জিতেই সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের সামনে ৷ সুনীল ছেত্রী না-থাকায় আক্রমণে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বর্তেছিল মনবীর সিং, মহেশ নওরেমের উপর ৷ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের ফরোয়ার্ড কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালালেন ৷

ম্যাচের 15 মিনিটের মাথাতেই সাহাল আবদুল সামাদের পাস থেকে অসাধারণ শটে গোল করেন মহেশ ৷ যদিও সন্দেশ ঝিঙগানের ভুলে পেনাল্টিতে তা শোধ করে দেয় ইরাক ৷ দ্বিতীয়ার্ধে নিখিল পূজারির শট গোলকিপারের ভুলে এগিয়ে দেয় ভারতকে ৷ 80 মিনিটের মাথায় ফের পেনাল্টি থেকে গোল শোধ করে প্রতিপক্ষ ৷ তৃতীয় স্থানের লড়াইয়ে ভারত নামবে লেবানন-থাইল্যান্ড ম্যাচের পরাজিতদের সঙ্গে ৷

আরও পড়ুন: আইএসএলের ঢাকে কাঠি 21 সেপ্টেম্বর, লক্ষ্মীপুজোর দিন কলকাতা ডার্বি

দু’বার এগিয়ে গিয়েও হেরে বসা ভারতের একমাত্র ইতিবাচক দিক দলের মানসিকতা ৷ বিশ্ব ব়্যাংকিংয়ে 70 নম্বরে থাকা দলের বিরুদ্ধে যেভাবে লড়াই চালালেন ‘গুরপ্রীত অ্যান্ড কোং’, তা তারিফযোগ্য ৷ পাশাপাশি স্টাইকার ও গুরপ্রীতের পারফর্ম্যান্স দলকে ভরসা দিচ্ছে ৷ এশিয়ান গেমসে দলে যোগ দেবেন ছেত্রী ৷ ফলে দলের শক্তি আরও বাড়বে ৷ ফলে হারলেও এশিয়ানের আগে দলের পারফরম্যান্সে খুশি সমর্থকরা ৷

Last Updated : Sep 7, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.