ETV Bharat / sports

Indian Olympic Anthem : টোকিও অলিম্পিক্সগামী ভারতীয় দলের থিম সং প্রকাশ

author img

By

Published : Jun 23, 2021, 10:12 PM IST

ভারতীয় দলের থিম সং প্রকাশ
ভারতীয় দলের থিম সং প্রকাশ

আশা করা যায় ভারতের প্রায় 100 জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নেবেন ৷ কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালের অলিম্পিক্স স্থগিত হয়ে যায় ৷ আগামী 23 জুন থেকে টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার কথা ৷ থিম সং প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গানের গায়ক মোহিত চৌহানও ৷

নয়াদিল্লি, 23 জুন : প্রকাশ পেল ভারতের টোকিও অলিম্পিক্সে 2020-র ভারতের থিম সং ‘তু থান লে’ ৷ থিম সং প্রকাশ করলেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ৷ বুধবার এই থিম সং প্রকাশ করা হয় ৷ উপস্থিত ছিলেন ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দর বাতরা, সাধারণ সম্পাদক রাজীব মেহতা ৷ গানটি গেয়েছেন গায়ক মোহিত চৌহান ৷

আশা করা যায় ভারতের প্রায় 100 জন অ্যাথলিট টোকিও অলিম্পিক্সে অংশ নেবেন ৷ কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালের অলিম্পিক্স স্থগিত হয়ে যায় ৷ আগামী 23 জুন থেকে টোকিওতে অলিম্পিক্স শুরু হওয়ার কথা ৷ থিম সং প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন গানের গায়ক মোহিত চৌহানও ৷

টুইটারে গান প্রকাশের কথা জানান মোহিত চৌহান ৷ তিনি লেখেন, ‘‘আমার গান ‘তু থান লে’ ভারতের অলিম্পিক্স দলের থিম সং হওয়ায় ভীষণ গর্বিত ৷ আজ গানটি প্রকাশ পাবে ৷ প্রকাশ করবেন ক্রীড়া মন্ত্রী কিরণ রিজিজু ৷’’

আরও পড়ুন : ICC Rankings : অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে উঠে এলেন জাদেজা

টোকিও অলিম্পিক্সের জন্য তৈরি ভারতীয় অ্যাথলিটরাও ৷ অনেকেই বিদেশে অনুশীলন করেছেন ৷ ভারতের পদক জয়ের অন্যতম দাবিদার নীরজ চোপরা বিদেশে অনুশীলন করছেন ৷ অন্যদিকে শাটলার পিভি সিন্ধু, সাই প্রনীথরা ভারতেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.