ETV Bharat / sports

Neeraj Chopra: 30 জুন জ্যাভলিন ট্র্যাকে ফিরছেন নীরজ ! ওয়ান্ডা ডায়মন্ড লিগে তাঁর নাম নিয়ে জল্পনা

author img

By

Published : Jun 17, 2023, 6:47 PM IST

Neeraj Chopra ETV BHARAT
Neeraj Chopra

জ্যাভলিন হাতে ট্র্যাকে ফিরছেন নীরজ চোপড়া ৷ অ্যাথলিট নিজে কিছু না জানালেও ওয়ান্ডা ডায়মন্ড লিগে তাঁর নাম থাকায় এমনটাই মনে করা হচ্ছে ৷ তবে, এ নিয়ে অফিসিয়াল কোনও খবর নীরজের তরফে জানানো হয়নি ৷

নয়াদিল্লি, 17 জুন: ট্র্যাকে ফিরতে চলেছেন নীরজ চোপড়া ৷ মাংসপেশির চোট সারিয়ে জুন মাসের 30 তারিখ ফের জ্যাভলিন হাতে দেখা যাবে তাঁকে ৷ 30 জুন লাউসানেতে ওয়ান্ডা ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বে ফের একবার জ্যাভলিন হাতে ছুটবেন নীরজ ৷ তবে, এই খবরের অফিসিয়াল কোনও নিশ্চয়তা নীরজ চোপড়ার তরফে করা হয়নি ৷ কিন্তু, টুর্নামেন্টের আয়োজকরা যে সূচি ঘোষণা করেছে, সেখানে এ মাসের শেষে নীরজ কোর্টে ফিরছেন বলেই মনে করা হচ্ছে ৷

আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘‘ভারতের অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া চেক প্রজাতন্ত্রেপ জ্যাকব ভ্যালজেক এবং জার্মানির হুলিয়ান ওয়েবারের বিরুদ্ধে খেলবেন ৷’’ উল্লেখ্য, গত মাসে নীরজ চোপড়া তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর মাংসপেশিতে ট্রেনিংয়ের সময় চোট লেগেছে ৷ যে কারণে নেদারল্যান্ডে 4 জুন থেকে শুরু হতে চলা এফবিকে গেমস ও 13 জুন ফিনল্যান্ডে পাভো নুরমি মিট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিচ্ছেন ৷ এমনকী ভুবনেশ্বরে চলতি জাতীয় আন্তঃরাজ্য জ্যাভলিন প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেন নীরজ চোপড়া ৷

আরও পড়ুন: বিশ্ব ব়্যাংকিংয়ে পয়লা নম্বর হয়ে ফের ইতিহাসে নীরজ

তবে, 30 জুন লাউসানেতে ওয়ান্ডা ডায়মন্ড লিগের ষষ্ঠ পর্বে নীরজের নাম রয়েছে ৷ এমনকী তার তিনদিন আগে 27 জুন চেক রিপাবলিকে আয়োজিত গোল্ডেন স্পাইক অস্ত্রাভা চ্যাম্পিয়নশিপেও নীরজ চোপড়ার নাম রয়েছে ৷ কিন্তু, সেখানে তিনি খেলবেন কি না, তার অফিসিয়াল ঘোষণা হওয়া বাকি রয়েছে ৷ এই মরশুমে দোহা ডায়মন্ড লিগে অসাধারণ সূচনা করেছিলেন নীরজ চোপড়া ৷ 5 মে হওয়া সেই টুর্নামেন্টে 88.67 মিটার জ্যাভলিন ছুড়েছিলেন ৷ এ বছর 19-27 অগস্ট বুদাপেস্টে ও হাঙ্গেরিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে ৷ এটি চলতি মরশুমের সবচেয়ে বড় জ্যাভলিন টুর্নামেন্ট ৷ এর পাশাপাশি ডায়মন্ড লিগ ফাইনালস ও এশিয়ান গেমস তো রয়েইছে ৷

আরও পড়ুন: দোহায় ডায়মন্ড লিগে রেকর্ড নীরজের, তৃতীয়বার শীর্ষে অলিম্পিক্সজয়ী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.