ETV Bharat / sports

Neeraj Chopra: বিশ্ব ব়্যাংকিংয়ে পয়লা নম্বর হয়ে ফের ইতিহাসে নীরজ

author img

By

Published : May 22, 2023, 9:47 PM IST

Updated : May 22, 2023, 9:55 PM IST

Neeraj Chopra
ব়্যাংকিংয়ে পয়লা নম্বর হয়ে ফের ইতিহাসে নীরজ

কেরিয়ার বেস্ট ব়্যাংকিং'য়ের পথে নীরজের সংগ্রহে 1455 পয়েন্ট ৷ 22 পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে গ্রেনাডার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ৷

নয়াদিল্লি, 22মে: আবারও ইতিহাসে নীরজ চোপড়া ৷ সোমবার প্রকাশিত নয়া বিশ্ব ব়্যাংকিংয়ে অ্যান্ডারসন পিটার্সকে সরিয়ে শীর্ষে উঠে এলেন পানিপথের বর্শাবাহক ৷ যে নজির এদিন তিনি গড়লেন, তা ভারতের খেলাধুলোর ইতিহাসে বিরল ৷ কারণ, দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষস্থান দখল করার কৃতিত্ব অর্জন করলেন নীরজ ৷

কেরিয়ার বেস্ট ব়্যাংকিং'য়ের পথে নীরজের সংগ্রহে 1455 পয়েন্ট ৷ 22 পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে গ্রেনাডার বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স ৷ তৃতীয়স্থানে জাকুব ভাদলেচ (1416) ৷ চলতি মাসে দোহা ডায়মন্ড লিগে স্বর্ণপদক জয়ী নীরজকে আগামী প্রতিযোগিতাগুলোয় নামার আগে যে আরও আত্মবিশ্বাসী করবে, সে বিষয়ে সন্দেহ নেই ৷ আগামী জোড়া এই টুর্নামেন্টকে চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দেখছেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ৷

আগামী 4 জুন নেদারল্যান্ডসের হেঙ্গেলোয় শুরু হতে চলা কোয়েন গেমসে অংশগ্রহণ করতে চলেছেন নীরজ ৷ পরবর্তীতে 13 জুন থেকে পাভো নুরমি গেমসে অংশগ্রহণ করবেন নীরজ ৷ উল্লেখ্য, ডায়মন্ড লিগে 88.63 মিটার ছুড়ে সোনার পদক গলায় ঝুলিয়ে মরশুমটা ছন্দেই শুরু করেছেন 'সোনার ছেলে' ৷

আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে মঙ্গলবারই লন্ডন পাড়ি বিরাটদের

দেশের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে 2021 অলিম্পিকে সোনা জিতে ইতিহাস তৈরি করার পর গতবছরটাও দারুণ কেটেছিল বছর পঁচিশের এই জ্যাভলিন থ্রোয়ারের ৷ দুর্ভাগ্যবশত চোটের কারণে কমনওয়েলথে অংশগ্রহণ করতে না-পারলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে সোনাজয় নীরজের সাফল্যের মুকুটে একাধিক মণিমানিক্য যোগ করে ৷ তবে এলিট ক্লাবে প্রবেশের (90 মিটার) কাছাকাছি পৌঁছেও বারংবার ব্যর্থ হওয়া নীরজ চলতি বছরেই মরিয়া লক্ষ্যপূরণ করতে ৷

একনজরে বিশ্ব ব়্যাংকিংয়ে সেরা পাঁচ:

1. নীরজ চোপড়া - 1455 পয়েন্ট

2. অ্যান্ডারসন পিটার্স - 1433 পয়েন্ট

3. জাকুব ভাদলেচ - 1416 পয়েন্ট

4. জুলিয়ান ওয়েবার - 1385 পয়েন্ট

5. আরশাদ নাদিম - 1306 পয়েন্ট

Last Updated :May 22, 2023, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.