Neeraj Chopra INTERVIEW: 'যখন হওয়ার ঠিক হবে', 90 মিটার বর্শা ছোড়া প্রসঙ্গে ইটিভি ভারত-কে বললেন নীরজ

author img

By

Published : Sep 1, 2022, 8:03 PM IST

Etv Bharat

চোটের কারণে 2022 কমনওয়েলথ গেমস (2022 Commonwealth Games) থেকে ছিটকে যেতে হয় টোকিয়ো অলিম্পিকস সোনাজয়ীকে ৷ তবে প্রত্যাবর্তনটা মেজাজেই করেছেন নীরজ ৷ গত সপ্তাহান্তে 89.8 মিটার দূরত্ব ছুড়ে প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটে (Diamond League Meet) সোনা জিতেছেন পানিপথের বর্শাবাহক ৷

লুসানে (সুইজারল্যান্ড): পণ করেছিলেন এ মরশুমে 90 মিটার দূরত্ব ছুড়বেনই ৷ দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ের পর অনুরাগীদের প্রত্যাশা ছিল কমনওয়েলথেই 90 মিটার ছুড়ে দেশকে স্বর্ণপদক এনে দেবেন নীরজ চোপড়া (Neeraj Chopra) ৷ সেইসঙ্গে কথা রাখবেন ৷ কিন্তু সে গুড়ে বালি ৷ চোটের কারণে 2022 বার্মিংহ্যাম গেমস (2022 Commonwealth Games) থেকে ছিটকেই যেতে হয় অলিম্পিকস সোনাজয়ীকে ৷ তবে প্রত্যাবর্তনটা মেজাজেই করলেন নীরজ ৷ গত সপ্তাহান্তে 89.8 মিটার দূরত্ব ছুড়ে প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটে (Diamond League Meet) সোনা জিতেছেন ৷ কিন্তু 90 মিটার আসবে কবে ? লুসান থেকে ইটিভি ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে পানিপথের বর্শাবাহক জানান, যখন হওয়ার ঠিক হবে (It will happen when it has to happen, says Neeraj Chopra on 90m throw) ৷ আর কী বললেন নীরজ, আসুন জেনে নেওয়া যাক ৷

প্রশ্ন: প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটে সোনা জয়ের অনুভূতি কেমন ?

উত্তর: প্রথম ভারতীয় হিসেবে পদক জিততে পেরেছি জানার পর থেকে অসাধারণ অনুভূতি হচ্ছে ৷ বিশ্বের সেরা অ্যাথলিটরা যেখানে অংশগ্রহণ করেন সেই প্রতিযোগিতায় অংশীদার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবাই যায় না ৷ আশা করব আগামিদিনে ভারতের আরও অনেক অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৷ ডায়মন্ড লিগ মিটে আমরা ভালো পারফরম্যান্স করা মানেই অলিম্পিকস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমসে আমরা ভালো ফলাফল করতে পারব ৷ এই ফলাফল নিঃসন্দেহে দেশের অ্যাথলিটদের মানসিকভাবে চাঙ্গা করবে ৷

প্রশ্ন: কুঁচকির চোটে কমনওয়েলথে গেমস থেকে ছিটকে যাওয়ার পর এটা তোমার প্রত্যাবর্তন টুর্নামেন্টও ছিল বটে ৷ গত এক মাসে কীভাবে সম্ভব হল সবটা ?

উত্তর: একেবারেই তাই ৷ কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যাওয়ার পর এটাই আমার প্রত্যাবর্তন টুর্নামেন্ট ছিল ৷ যদিও যন্ত্রণা তীব্র ছিল না ৷ আশা করেছিলাম সময়ের মধ্যে সুস্থ হয়ে যেতে পারব ৷ শেষপর্যন্ত সেই চেষ্টাই করে গিয়েছি ৷ ট্রেনিং'য়ে ক্রমাগত জ্যাভলিন ছুড়ে আমি নিজেকে আগের অবস্থায় নিয়ে গিয়েছি ৷ তারপরেই ডায়মন্ড লিগে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ৷ রিহ্যাবের জন্য আমি জার্মানিতে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছি ৷ কোচের সঙ্গে অনুশীলন পর্বও আমার দারুণ সাহায্য করেছে ৷

প্রশ্ন: পরবর্তীতে জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালসের জন্য আপনার কী পরিকল্পনা?

উত্তর: জুরিখের প্রতিযোগিতাই চলতি মরশুমের শেষ প্রতিযোগিতা ৷ তবে নির্দিষ্ট কোনও পরিকল্পনা তার জন্য সেট করিনি ৷ যেমনটা এগোচ্ছি ঠিক তেমনভাবেই এগিয়ে যেতে চাই ৷ আমার হাতে আলাদা কিছু ভাবারও অবকাশ নেই তেমনভাবে ৷ কীভাবে বর্শা আরও দূরে নিক্ষেপ করা যায়, সেই চিন্তাই করে যাচ্ছি ৷ চোট-আঘাতহীন থেকে ভালোভাবে মরশুমটা শেষ করতে চাই শুধু ৷ সবাই 90 মিটার নিয়ে আলোচনা করে যাচ্ছে ৷ তবে আমি কেবল ধারাবাহিকতাটুকু বজায় রেখে যেতে চাই ৷ যখন হওয়ার 90 মিটার তখনই আসবে ৷ এজন্য বাড়তি কোনও চাপ নিতে চাই না ৷

90 মিটার বর্শা ছোড়া প্রসঙ্গে ইটিভি ভারত-কে বললেন নীরজ

লুসানে-তে ডায়মন্ড লিগ মিটে যা যা রেকর্ড করেছেন নীরজ:

  • প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ মিটে সোনা জিতলেন নীরজ ৷
  • সোনা জয়ের পথে মরশুমে সেরা এবং কেরিয়ার তৃতীয় সর্বোচ্চ থ্রো করেছেন পানিপথের বর্শাবাহক ৷
  • ডায়মন্ড লিগ মিটে সোনা জিতে জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালসের যোগ্যতা অর্জন করেছেন নীরজ ৷
  • একইসঙ্গে বুদাপেস্টে আগামী বছর অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতাও অর্জন করে নিয়েছেন টোকিয়ো অলিম্পিকসের সোনাজয়ী ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.