ETV Bharat / sports

ISL 2021-22 : এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

author img

By

Published : Jan 15, 2022, 9:31 AM IST

ATK Mohun Bagan vs Bangalore FC Match Uncertain
ATK Mohun Bagan vs Bangalore FC Match Uncertain

আজ এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ (ATK Mohun Bagan vs Bangalore FC) ৷ তবে, আদৌ ম্যাচ হবে কি না, তা নিয়ে কোনও ঘোষণা করেনি আইএসএল (ISL 2021-22) কর্তৃপক্ষ ৷ করোনা সংক্রমণের জেরে দুই শিবিরই গত 48 ঘণ্টায় অনুশীলন করেনি ৷ এমনকি ম্যাচের আগের দিনের বাধ্যতামূলক সাংবাদিক বৈঠকেও আসেননি দুই দলের কোচ ৷ ফলে ম্যাচ হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে (ATK Mohun Bagan vs Bangalore FC Match Uncertain) ৷

কলকাতা, 15 জানুয়ারি : করোনার থাবা আগেই পড়েছিল । এ বার তা আরও চওড়া হচ্ছে আইএসএল-এ ৷ অন্তত গতিপ্রকৃতি সেই পথে । এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ শনিবার (ATK Mohun Bagan vs Bangalore FC) । কিন্তু, বৃহস্পতিবারের পরে শুক্রবারও দু’টি দল অনুশীলন করেনি । কারণ, কোভিড কাঁটা । গুরুত্বপূর্ণ ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে যুযুধান দুই দল অনুশীলন না করার ছবি যেন, ম্যাচ না হওয়ার জোরালো ইঙ্গিত (ATK Mohun Bagan vs Bangalore FC Match Uncertain) ৷

আইএসএল (ISL 2021-22) এর তরফে ম্যাচ নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি এখনও ৷ কিন্তু, ওয়াকিবহাল মহলের সূত্র বলছে, বর্তমান পরিস্থিতিতে শনিবার ম্যাচ না হওয়ার ঘোষণা সময়ের অপেক্ষা ৷ কারণ, দুই দল যেমন ম্যাচের আগে অনুশীলনে নামেনি, তেমনি দুই দলের কোচ বাধ্যতামূলক সাংবাদিক সম্মেলনও করেননি ৷ শনিবার ম্যাচ যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে ওড়িশা এফসির পরে আরও একটি ম্যাচ হবে না এটিকে মোহনবাগানের ৷ যা ক্রীড়াসূচিতে বড় ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে ৷ এমনকি, অন্য দলগুলি হয়তো প্রশ্নও তুলতে পারে ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan vs Hyderabad FC : দ্রুততম গোল উইলিয়ামসের, তবু জয় হাতছাড়া বাগানের

এটিকের চার ফুটবলার রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, কার্ল ম্যাকহিউ কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন ৷ বাকিদের নিয়ে কোচ জুয়ান ফেরেন্দোর শনিবারের বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতিতে নামার কথা থাকলেও, তা বাতিল হয়েছে ৷ শোনা যাচ্ছে দলের এক সাপোর্ট স্টাফের আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে । যদিও, এটিকে মোহনবাগানের একটি সূত্র বলছে, কারও কোভিড হয়নি ৷ সাবধানতা অবলম্বন করতেই অনুশীলন বন্ধ রাখা হয়েছে ৷ বরং বেঙ্গালুরু এফসির চার ফুটবলার কোভিড পজিটিভ বলে খবর ৷ ফলে অবস্থা যেদিকে যাচ্ছে শনিবার দুই দলের ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা জোরালো হচ্ছে ৷

প্রসঙ্গত, আইএসএলের চিফ এগজিকিউটিভ অফিসার মার্টিন বেন সম্প্রতি সব দলকে জানিয়েছেন, দলে যদি 15 জন ফুটবলার থাকেন তা হলে ম্যাচ হবে ৷ এমনকি কোনও দলে 15 জনের কম ফুটবলার থাকলেও খেলা বাতিল হবে না । এই পরিস্থিতিতে বিপক্ষ দলকে 3-0 গোলে জয়ী ঘোষণা করা হবে ৷

আরও পড়ুন : Shree Cement On Perosevic Issue : দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

এ দিকে শুক্রবার অনুশীলন বন্ধ হয়েছে এসসি ইস্টবেঙ্গলের । লাল হলুদ শিবিরেও কোভিড শঙ্কা যাতে ডালপালা না মেলে, সেদিকে সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ 19 জানুয়ারি পরবর্তী ম্যাচের জন্য বৃহস্পতিবার অনুশীলন শুরু করানোর কথা ছিল লাল হলুদের নতুন স্প্যানিশ কোচ মারিয়ো রিবেইরার । কিন্তু, তা বাতিল হয়েছিল । শোনা যাচ্ছে এর প্রধান কারণ কোভিড আতঙ্ক । কিন্তু, এসসি ইস্টবেঙ্গলের সূত্র বলছে কোভিড নয় ৷ সাবধানতা এবং সতর্কতার কারণেই অনুশীলন বন্ধ রাখা হয়েছে ৷
আরও পড়ুন : SC East Bengal vs Mumbai City FC : লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

এর আগে ওড়িশা এফসি ম্যাচের গোলরক্ষক কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল ৷ ফলে কোভিড কাঁটা ক্রমেই জোরাল ভাবে ছড়িয়ে পড়ছে আইএসএল এ ৷ ফলে জৈব সুরক্ষা বলয়ের কঠিন ঘেরাটোপ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ৷ একই সঙ্গে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ৷ কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে । ইতিমধ্যে আই লিগ স্থগিত করা হয়েছে । আইএসএল কি এ বার সেই পথেই ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.