ETV Bharat / sports

SC East Bengal vs Mumbai City FC : লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

author img

By

Published : Jan 7, 2022, 10:43 PM IST

বিদেশি নির্ভরতা ছেড়ে বেরিয়ে এসে শক্তিশালী আইল্যান্ডারদের বিরুদ্ধে গোলশূন্য শেষ করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Odisha FC match ends to a goalless )।

SC East Bengal vs Mumbai City FC
লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

ভাস্কো, 7 জানুয়ারি : ট্যাকটিক্যাল লড়াইয়ে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে বাজিমাত এসসি ইস্টবেঙ্গলের। অর্ন্তবর্তীকালীন কোচ রেনেডি সিংয়ের লড়াকু মানসিকতা যে দলের মধ্যে ছড়িয়ে গিয়েছে, তা পারফরম্যান্সে অল্প হলেও দেখা যাচ্ছে। বেঙ্গালুরু এফসির পর আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই এফসি'র বিরুদ্ধে লাল-হলুদের লড়াই ছিল ম্যাচের সেরা বিজ্ঞাপন। যে লড়াইয়ে নেই বিদেশি অবলম্বন, বরং রয়েছে অনেক বেশি স্বদেশী নির্ভরতা। শক্তিশালী আইল্যান্ডারদের বিরুদ্ধে গোলশূন্য শেষ করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal vs Odisha FC match ends to a goalless )।

ড্যানিয়েল চিমা ছাড়া কোনও বিদেশি ফুটবলার এদিন ছিলেন না রেনেডির সাজানো একাদশে। তা সত্ত্বেও আদিল খান, সৌরভ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়, হীরা মণ্ডল, অমরজিত সিংরা বিনা যুদ্ধে জমি না ছাড়ার বার্তা দিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বেঙ্গালুরুর বিরুদ্ধে আত্মঘাতী গোল করা সৌরভ দাস এদিন ম্যাচের সেরা। মোর্তাদা ফল, আহমেদ জাহু, আপুইয়া, বিপিন সিংদের পাসিং ফুটবল যে কোনও দলের কাছে দুঃস্বপ্ন। কিন্তু মুম্বই এদিন লাল-হলুদ রক্ষণে দিশাহীন। চলতি আইএসএলের অন্যতম সেরা আক্রমণভাগের বিরুদ্ধে একসময় রেনেডির দলের ডিফেন্সিভ ফুটবল আশা দেখাতেই পারে। কার্যত সাধ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে স্বপ্ন দেখালেন দলের অন্তর্বর্তীকালীন কোচ। তাঁর কোচিং দেখে টিম ম্যানেজমেন্ট মারিও রিভেরাকে কোচ করার সিদ্ধান্ত পুনঃবিবেচনা করতেই পারে।

আরও পড়ুন : SC Eastbengal in ISL : মুম্বই এফসি'র কাজটা কঠিন করতে চান রেনেডি

ম্যাচে এদিন মাত্র দু'বার গোল করার মত জায়গা তৈরি করতে পেরেছিল মুম্বই। কিন্তু দু'টি ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়ান আদিল খান এবং অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য। ড্যানিয়েল চিমা দু'টি ক্ষেত্রে গোলের সুযোগ কাজে লাগাতে পারলে উল্টে সমস্যায় পড়ে যেত বাকিংহ্যামের দল। 17 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি টেবিলের একনম্বরে। 6 পয়েন্ট নিয়ে লাল-হলুদের অবস্থান বদল হল না ঠিকই, কিন্তু প্রাপ্তি হয়ে রইল লড়াই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.