ETV Bharat / sports

Indonesia Stampede: 80’র ইডেনের ভয়াবহ স্মৃতি মনে করাল ইন্দোনেশিয়া

author img

By

Published : Oct 2, 2022, 10:30 AM IST

1980 সালের 16 অগাস্ট ইডেনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ম্যাচে 16 জনের মৃত্যু হয়েছিল (1980 Eden Gardens Tragedy) ৷ সেই স্মৃতি মনে করাল ইন্দোনেশিয়ার আরেমা এফসি ও পেরসাবায়া সুরাবায়ার ম্যাচে 127 জন সমর্থকের মৃত্যু (Indonesia Stampede Incident) ৷

Indonesia Stampede Incident brings Back Memory of 1980 Eden Gardens Tragedy
Indonesia Stampede Incident brings Back Memory of 1980 Eden Gardens Tragedy

জাকার্তা, 2 অক্টোবর: 1980 সালের 16 অগাস্টের ইডেন গার্ডেন্সের ভয়াবহ স্মৃতি (1980 Eden Gardens Tragedy) মনে করিয়ে দিল ইন্দোনেশিয়া ৷ 42 বছর আগে ইডেন গার্ডেন্সে কলকাতা ডার্বিতে সমর্থকদের মধ্যে ঝামেলার জেরে 16 জনের মৃত্যু হয়েছিল ৷ সেদিনের সেই স্মৃতিকেই মনে করিয়ে দল ইন্দোনেশিয়ার আরেমা এফসি ও পেরসাবায়া সুরাবায়ার ম্যাচ (Indonesia Football Match Incident) ৷ অভিযোগ গতকাল রাতের ম্যাচ চালাকালীন আরেমা এফসি’র সমর্থকরা মাঠে ঢুকে পড়েন ৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ মাঠে উপস্থিত সমর্থকদের মধ্যে 127 জনের মৃত্যু হয়েছে (Indonesia Stampede Incident) ৷ সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ আহতদের সংখ্যা 180 জনের বেশি বলে জানা গিয়েছে ৷

1980 সালের 16 অগাস্ট ইডেনে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের কলকাতা ডার্বির ম্যাচ চলছিল ৷ যে ম্যাচের মাঝে ইডেনের স্ট্যান্ডে হঠাৎই বিদেশ বসু এবং দিলীপ পালিতের মধ্যে একটি ট্যাকেলকে ঘিরে উত্তেজনা ছড়ায় । অল্প সময়ের মধ্যেই হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে ৷ মাঠে তখন সুব্রত ভট্টাচার্য, সমর ভট্টাচার্য, কম্পটন দত্ত এবং মনোরঞ্জন ভট্টাচার্যরা খেলতে ব্যস্ত ৷ মাঠের বাইরের উত্তেজনা দেখে তাঁরা ম্যাচ বন্ধ করে দেন ৷

অভিযোগ উঠেছিল, সেই ম্যাচে পুলিশি নিরাপত্তা তেমন ছিল না ৷ আর সেই সুযোগে দুই দলের সমর্থকরা এক সঙ্গেই বসেছিলেন ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, তৎকালীন ইডেনের সরু রাস্তা দিয়ে দুই দলের সমর্থকরা প্রাণে বাঁচতে দৌড়তে শুরু করেন ৷ তখনই পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান ৷ এমনকি বেশ কয়েকজন ইডেনের গ্যালারি থেকে নিচে কংক্রিটের উপর ঝাঁপ দেন ৷ ওই ঘটনায় ইস্টবেঙ্গল-মোহনবাগানের বহু সমর্থক আহত হয়েছিলেন ৷ 16 অগস্টকে তারপর থেকে ভারতে ফুটবল লাভার্স ডে হিসাবে পালন করা হয় ৷ সম্প্রতি এই দিনটিকে 'খেলা হবে দিবস' হিসেবে পালনের সিদ্ধান্ত হয়েছে ।

আরও পড়ুন: মাঠে ঢুকে সমর্থকদের সংঘর্ষ, ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচে মৃত 127

শনিবার রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় আরেমা এফসি বনাম পেরসাবায়া সুরাবায়ার (Arema FC vs Persebaya Surabaya) ম্যাচে পুলিশের ছোড়া টিয়ার গ্যাস থেকে বাঁচতে গিয়ে অধিকাংশ মানুষ পদপিষ্ট হয়েছেন ৷ আরেমা এফসি’র সমর্থকরা ম্যাচে 3-2 গোলে পিছিয়ে থাকা অবস্থায় মাঠে ঢুকে পড়েন ৷ পুলিশ ফুটবলারদের নিরাপদে সরিয়ে নিয়ে যায় ৷ এর পরেই দুই দলের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাসের সেল ফাটায় ৷ টিয়ার গ্যাস থেকে বাঁচতে সবাই ছুঁটতে শুরু করলে বহু মানুষ পদপিষ্ট হয়ে যায় ৷ এমনও দেখা গিয়েছে, লোহার নেটের জাল পেরিয়ে লোকজন পালানোর চেষ্টা করছেন ৷ এই ঘটনার জেরে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা 1 এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ৷

সবমিলিয়ে বলা যায় 1980 সালের ইডেন আর 2022 সালের ইন্দেনেশিয়ার ঘটনাবলির নেপথ্যে প্রেক্ষাপট অবশ্যই আলাদা । তবে ফুটবল মাঠে দর্শকদের মৃত্যুর মতো অভিশপ্ত ঘটনা এক লহমায় মিলিয়ে দিল বিশ্ব মানচিত্রের ভিন্ন প্রান্তে থাকা দুটি দেশকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.