ETV Bharat / international

Indonesia Stampede: মাঠে ঢুকে সমর্থকদের সংঘর্ষ, ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচে মৃত 127

author img

By

Published : Oct 2, 2022, 8:00 AM IST

Updated : Oct 2, 2022, 9:29 AM IST

ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে উত্তেজনার জেরে মৃত্যু হল 127 জনের (Indonesia Stampede)৷ জখম হয়েছেন 180 জন (Football match in Indonesia)৷

several killed in mass riots during football match in Indonesia
মাঠে ঢুকে সমর্থকদের সংঘর্ষ, ইন্দোনেশিয়ার ফুটবল ম্যাচে মৃত 127

জাকার্তা, 2 অক্টোবর: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচে মর্মান্তিক ঘটনা (Indonesia Stampede)৷ ম্যাচ ঘিরে উত্তেজনার জেরে মৃত্যু হল 127 জনের ৷ জখম হয়েছেন 180 জন (Football match in Indonesia)৷

পূর্ব জাভায় রাতের ম্যাচ নিয়ে দু দলের সমর্থকদের সংঘর্ষ চরম আকার নেয় ৷ মাঠেই ঢুকে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সমর্থকরা ৷ তাঁরা একে-অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু সমর্থকের ৷

ম্যাচ চলছিল আরেমা এফসি ও পেরসাবায়া সুরাবায়ার মধ্যে ৷ পেরসেবায়া 3-2 গোলে ম্যাচ জেতে ৷ কিন্তু তারপরই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড ৷ ম্যাচ শেষ হওয়ার পর পরাজিত দলের সমর্থকরা রাগের চোটে সটান ঢুকে পড়েন মাঠের মধ্যে ৷ তাদের দেখে মাঠে ঢোকেন জয়ী দলের সমর্থকরাও ৷ বেঁধে যায় হাতাহাতি ৷ পুলিশ আটকানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় ৷ তখনই পড়িমরি করে পালাতে গিয়ে একে-অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন বহু সমর্থক ৷ তারই জেরে ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা ৷ শ্বাসকষ্টও শুরু হয় অনেকের ৷ জানিয়েছেন পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা ৷

  • 127 people died in an Indonesian football match on Oct. 1, 2022. The police used tear gas to disperse conflicting supporters which allegedly led to a crowd stampede.

    A video shows the situation in the stadium: pic.twitter.com/dciBpTVwzN

    — kevin ng 黄協龍 (@sandhatu) October 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফুটবল ম্যাচ চলাকালীন বচসার জেরে গুলি ; আহত 1

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিয়োতে দেখা গিয়েছে, সমর্থকরা মালাঙের স্টেডিয়ামের পিচের দিকে ছুটে যাচ্ছেন ৷ ফুটবল অ্যাসোসিয়েশন অফ ইন্দোনেশিয়া জানিয়েছে, এই ঘটনার পর ইন্দোনেশিয়ার শীর্ষ লিগ বিআরআই লিগা 1 এক সপ্তাহের জন্য সব ম্যাচ স্থগিত রেখেছে ৷ ইন্দোনেশিয়ায় বিভিন্ন ক্লাবের মধ্যে শত্রুতার কারণে খেলার মাঠে আগেও উত্তেজনার পরিবেশ দেখা গিয়েছে ৷ এ দিনের ঘটনা ফিরিয়ে এনেছে এ দেশের ইডেনের স্মৃতি ৷ 1980 সালের 16 অগস্ট ইস্টবেঙ্গল ও মোহনবাগান ফুটবল ম্যাচে দু দলের সংঘর্ষে প্রাণ গিয়েছিল 16 জনের ৷

Last Updated : Oct 2, 2022, 9:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.