ETV Bharat / sports

Asia Cup Hockey : গোলপার্থক্যে স্বপ্নভঙ্গ ! এশিয়া কাপ হকির ফাইনালে নেই গতবারের চ্যাম্পিয়ন ভারত

author img

By

Published : May 31, 2022, 11:07 PM IST

তিনবার এগিয়ে গিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেল ভারত ৷ ফলে ফাইনালে ওঠা হল না সুরজ কারকেরা, পবন রাজবরদের (India South Korea match results in draw) ।

Asia Cup
এশিয়া কাপ হকির ফাইনালে নেই গতবারের চ্যাম্পিয়ন ভারত

জাকার্তা, 31 মে : শেষ পুল ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে প্রয়োজন ছিল অন্ততপক্ষে 15 গোলে জয় ৷ নিজেদের ছাপিয়ে সেই ম্যাচ 16-0 ব্যবধানে জিতে নক-আউট নিশ্চিত হয় সর্দার সিং'য়ের ছেলেদের ৷ এদিন সেই ছবিই ফেরাতে মরিয়া ছিল গতবারের চ্যাম্পিয়নরা ৷ তিনবার এগিয়ে গিয়েও দক্ষিণ কোরিয়ার কাছে আটকে গেল ভারত ৷ ফলে ফাইনালে ওঠা হল না সুরজ কারকেরা, পবন রাজবরদের (India South Korea match results in draw) ।

সুপার ফোরের ম্যাচে মালয়েশিয়া 5 গোলে জাপানকে উড়িয়ে দিয়েছিল ৷ ফলে ফাইনালে উঠতে জিততেই হত ভারতকে ৷ 9 মিনিটেই ‘মেন ইন ব্লু’কে এগিয়ে দেন মিলন সঞ্জীব জেস ৷ 13 মিনিটের মাথায় সেই গোল শোধ করেন জ্যাং জন-হুন ৷ দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পিছিয়ে পরলেও পরপর দু'টি গোল করে ম্যাচে ফেরে ভারত ৷ কোরিয়ার জালে বল জড়ান মণিন্দর সিং, শেশে গৌডা ৷

আরও পড়ুন : সুপার ফোরে জাপানকে হারিয়ে বদলা, ফাইনালের পথে একধাপ এগোল ভারত

মারিসরন সাক্তিভেলের গোলে একসময় 4-3 এগিয়ে গেলেও গোল শোধ করে দেয় কোরিয়া ৷ ফলে শেষ পর্যন্ত 4-4 গোলে ম্যাচ শেষ হয় ৷ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান পয়েন্ট (5 পয়েন্ট) দাঁড়িয়ে থাকলেও গোলপার্থক্যে 3 নম্বরে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷ ফলে জাপানের বিরুদ্ধে তৃতীয় স্থানের জন্য লড়াই চালাবে ভারত ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.