ETV Bharat / sports

Asian Games 2023: মায়ানমারের বিরুদ্ধে ড্র, এশিয়ান গেমসে শেষ ষোলোয় সুনীলরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 8:27 PM IST

Indian Football Team Qualify for Round-16 in 19th Asian Games: শেষ ষোলোয় প্রবেশ করল ভারত ৷ এশিয়ান গেমসে গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেলেন সুনীল ছেত্রীরা ৷ এদিন মায়ানমারের বিরুদ্ধে 1-1 ড্র করেন তাঁরা ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

হ্যাংঝাও, 24 সেপ্টেম্বর: এশিয়ান গেমসের শেষ ষোলোয় কোয়ালিফাই করল ভারত ৷ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন সুনীল ছেত্রীরা ৷ রবিবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে 1-1 ড্র করে ‘ব্লু টাইগার্স’ ৷ এ দিন ভারতের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ ম্যাচের 23 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি ৷ তবে, দ্বিতীয়ার্ধে 74 মিনিটে সেই গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় ভারতের প্রতিবেশী দেশ ৷

আজ মায়ানমারের বিরুদ্ধে ম্যাচে জয় দিয়ে শেষ করতে চেয়েছিলেন ভারতের কোচ ইগর স্টিম্যাচ ৷ কিন্তু, তা সম্ভব হল না ৷ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোল শোধ করে দেওয়ায় জয়ের সুযোগ হাতছাড়া হয় ৷ চিনের বিরুদ্ধে 5-1 গোলের বড় হারের পর বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল ৷ সেখান থেকে স্টিম্যাচ এবং সুনীল ভেবেছিলেন মায়ানমার ম্যাচ জিতে ইতিবাচক চিন্তাধারা নিয়ে পরবর্তী পর্যায়ে প্রবেশ করবেন ৷ কিন্তু, তা চেয়ে এই ম্যাচে হল না ৷

ভারত ম্যাচের প্রথমার্ধে দূরন্ত শুরু করেছিল ৷ বেশ কয়েকটি সুযোগও তৈরি করে ভারতের মিডফিল্ড ৷ কিন্তু, সেই সুযোগগুলিকে গোলে পরিণত করতে পারেননি সুনীল-সন্দেশরা ৷ তবে, ম্যাচের 20 মিনিটের মাথায় প্রতিপক্ষের বক্সে পেনাল্টি আদায় করে ভারত ৷ যেখান থেকে 23 মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন অধিনায়ক সুনীল ছেত্রী ৷ কিন্তু, এরপর অনেক চেষ্টা করেও গোলের মুখ আর খুলতে পারেনি ভারত ৷

আরও পড়ুন: থাইল্যান্ডের কাছে হেরে এশিয়াডে যাত্রা শেষ দেশের মহিলা ফুটবল দলের

প্রথমার্ধে 1-0 এগিয়ে থেকে শেষ করেন সুনীল ছেত্রীরা ৷ দ্বিতীয়ার্ধের শুরুটাও ভালো করেন ভারতীয় ফুটবলাররা ৷ মনে করা হচ্ছিল অন্তত আরও দু’গোল করবে ভারত ৷ কিন্তু, ম্যাচের 74 মিনিটে মায়ানমার গোল শোধ করে ৷ ইয়ান কেয়াও গোল করে যান ৷ সেখান থেকে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ভারতের ফরওয়ার্ড লাইন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.