ETV Bharat / sports

IFA meeting before Kolkata League: লিগ নিয়ে আইএফএ প্রস্তুতি শুরু করলেও দুই প্রধান নিয়ে জটিলতা

author img

By

Published : May 12, 2022, 10:05 AM IST

ifa-facing-trouble-with-east-bengal-and-mohun-bagan-before-kolkata-league
ইস্টবেঙ্গল ও মোহনবাগান

কলকাতা লিগ নিয়ে আইএফএ প্রস্তুতি শুরু করলেও ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে নিয়ে জটিলতা অব্যাহত (IFA meeting before Kolkata League)৷

কলকাতা, 12 মে: কলকাতা লিগে (Kolkata League) খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ? লাল হলুদ রাজ্য ফুটবল নিয়ামক সংস্থাকে আশ্বস্ত করলেও মোহনবাগান নিয়ে জটিলতা অব্যাহত । সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত বলেছেন, আইএফএ-র কাছে তাদের বকেয়া 59 লক্ষ টাকা । অন্য একটি ক্লাবের (পড়ুন ইস্টবেঙ্গল) বকেয়া 21 লক্ষ টাকা । বকেয়া মেটানোর এই তারতম্যে আইএফএ-র পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট । তাই এই বৈপরীত্য দূর না-হওয়া পর্যন্ত তাঁরা লিগে অংশগ্রহণের বিষয়টি চিন্তা করে দেখবে । ফলে দুই প্রধানকে লিগের মঞ্চে দেখা যাওয়ার ব্যাপারে ছবিটা স্পষ্ট নয় ।

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের প্রস্তুতি শুরু করে দিল আইএফএ (IFA meeting before Kolkata League)। বুধবার বিকেলে প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলিকে নিয়ে বৈঠকে বসে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা । সেই বৈঠকে হাজির ছিল ইস্টবেঙ্গল । তবে অনুপস্থিত আরেক প্রধান মোহনবাগান । এই নিয়েই উঠেছে প্রশ্ন । গত মরশুমে কলকাতা লিগ খেলা নিয়ে টালবাহানা করেছিল দুই প্রধানই । এটিকে মোহনবাগান কথা দিয়েও কলকাতা লিগে অংশ নেয়নি । ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের চুক্তি নিয়ে জটিলতা থাকায় তারাও খেলেনি কলকাতা লিগে ।

তবে এই মরশুমে এখনও ইনভেস্টার চূড়ান্ত করতে পারেনি ইস্টবেঙ্গল । খেলতে নারাজ এটিকে মোহনবাগানও (IFA facing trouble with East Bengal and Mohun Bagan)। বুধবার দুপুরে সবুজ-মেরুন সভাপতি হন টুটু বসু । কার্যকরী কমিটির বৈঠক শেষে ক্লাবের সচিব ও এটিকে মোহনবাগানের বোর্ড সদস্য দেবাশিস দত্ত বলেন, ''বোর্ড মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে । আমরা আইএফএ-এর থেকে ফিনান্সিয়াল স্টেস্টমেন্ট অনেকদিন ধরেই পাচ্ছিলাম না । কিছুদিন আগেই সেটা পেয়েছি । সেখানে আমি দেখি, মোহনবাগানের পাওনা রয়েছে 59 লক্ষ টাকা । আমরা সিদ্ধান্ত নিয়েছি আইএফএ-এর কাছে আমরা চিঠি দেব । আমি ফুটবল কোম্পানির সঙ্গে আলোচনা করব । ভবিষ্যতে এ রকম চললে আমরা কলকাতা লিগ বা আইএফএ-এর পরিচালিত শিল্ডে খেলব কি না ভেবে দেখব । আমরা বলছি না খেলব না । তবে বিবেচনা করব ।'' তাই ময়দানে ফুটবল ফেরানোর চেষ্টায় আইএফএ সলতে পাকাতে শুরু করলেও ছবিটা জটিলতায় ভরা ।

আরও পড়ুন: IFA New Treasurer : নয়া কোষাধ্যক্ষ নির্বাচনের দিনে অভিষেকের ক্লাবকে ছাড়পত্র আইএফএ-র

নাম না করলেও ইস্টবেঙ্গলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও করেছেন দেবাশিস । তিনি বলেন, ''আমাদের যেখানে প্রায় 60 লক্ষ টাকা পাওনা সেখানে আরও একটি প্রধান ক্লাবের পাওনা মাত্র 21 লক্ষ টাকা । তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে আইএফএ ।''

মোহনবাগান বা ইস্টবেঙ্গল কলকাতা লিগে না খেললে আখেরে ক্ষতি হবে বাংলার ফুটবলের নিয়ামক সংস্থারই । তাই এই অবস্থায় তারা কোন কৌশল নেয় সেটাই এখন দেখার । একটা সময় দুই দল যখন আই লিগে খেলত তখন কলকাতা লিগ, ডুরান্ড কাপ আর আইএফএ শিল্ডই ছিল প্রি সিজন টুর্নামেন্ট । ফলে এই প্রতিযোগিতাগুলিতে নতুন ফুটবলাদের দেখে নেওয়ার সুযোগ থাকত কোচেদের কাছে । তবে গত দুই বছর তা হয়নি । তবে এবার কী হয় সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.