ETV Bharat / sports

FIFA World Cup 2022: কেরিয়ারের 1000 তম ম্যাচে রেকর্ডের জোয়ার লিও মেসির

author img

By

Published : Dec 4, 2022, 12:47 PM IST

FIFA World Cup 2022 Many Records by Leonel Messi in Career 1000 Match
FIFA World Cup 2022 Many Records by Leonel Messi in Career 1000 Match

বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে কেরিয়ারের 1000 তম ম্যাচ খেললেন লিওনেল মেসি ৷ শনিবার রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ 16’র সেই ম্যাচে একাধিক রেকর্ডও গড়লেন এলএম টেন (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷

দোহা, 4 ডিসেম্বর: ফুটবলে লিওনেল মেসি আর রেকর্ড বর্তমানে দুই সমার্থক ৷ আর সেটা যদি বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চ হয়, তাহলে তো কথাই নেই ৷ শনিবার মাঝরাতে কাতার বিশ্বকাপের রাউন্ড 16-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আর্জেন্তাইন মহাতারকা (Many Records by Leonel Messi in Career 1000 Match) ৷ যেটি লিও মেসির ফুটবল কেরিয়ারে 1000 তম ম্যাচ ছিল ৷ আর সেই ম্যাচে আর্জেন্তিনার হয়ে গোল করলেন তিনি ৷ সেই সঙ্গে স্বদেশীয় প্রয়াত কিংবদন্তী দিয়েগো মারাদোনাকে বিশ্বকাপের গোল সংখ্যায় ছাপিয়ে গেলেন মেসি ৷

শনিবার রাতে ফিফা বিশ্বকাপে লিওনেল মেসি তাঁর 9 নম্বর গোলটি করেছেন ৷ মারাদোনার পাশাপাশি আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo) এদিন বিশ্বকাপে গোলের সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন মেসি ৷ এদিন কেরিয়ারের 1000 তম ম্যাচে আরও বেশ কয়েকটি রেকর্ড করেছেন এলএম 10 (LM 10) ৷ যেখান প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে গোল করলেন লিওনেল মেসি ৷ 2014 ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্তিনা ফাইনালে খেলেছিল ৷ সেই বিশ্বকাপে গ্রুপ ম্যাচে গোল করলেও, নকআউটে গোল পাননি মেসি ৷ এমনকি 2018 রাশিয়া বিশ্বকাপের নকআউটে কোনও গোল পাননি তিনি ৷

এদিন আরও একটি রেকর্ড করেছেন আর্জেন্তাইন অধিনায়ক ৷ 35 বছর বা তার বেশি বয়সে বিশ্বকাপে গোল করেছেন তিনি ৷ পাশাপাশি, ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার রজার মিল্লার একটি রেকর্ড ছুঁয়েছেন মেসি ৷ দ্বিতীয় ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি বয়সে একটি বিশ্বকাপে 3টি গোল করার নজির গড়লেন তিনি ৷ 1000 ম্যাচ খেলার কীর্তির দিনে আরও বেশ কয়েকটি রেকর্ড নিজের নামে করলেন এই মহাতারকা ফুটবলার ৷

আরও পড়ুন: মেসি-বিক্রমে কাত অজিরা, শেষ আটে আর্জেন্তিনা

শনিবার শেষ 16-র ম্যাচে আর্জেন্তিনা 2-1 গোলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতেন ৷ এদিন 35 মিনিটে অজি ডিফেন্সকে পরাস্ত করে বাঁ দিকের গোল পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দেন মেসি ৷ দ্বিতীয়ার্ধের 576 মিনিটে জুলিয়ান আলভারেজ আর্জেন্তিনার হয়ে দ্বিতীয় গোলটি করেন ৷ এদিনের ম্যাচ 2-0 গোলেই জিততে পারত আর্জেন্তাইনরা ৷ কিন্তু, 77 মিনিটে এনজো ফার্নান্দেজ সেম সাইড গোল করে অস্ট্রেলিয়াকে 2-1 করে দেন ৷ তবে, বাকি ম্যাচে দাঁত ফোটাতে পারেনি অস্ট্রেলিয়ান ফুটবলাররা ৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস ৷ যাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-1 গোলে হারিয়েছে শেষ 16-র ম্যাচে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.