Haaland's Record in Champions League: কমবয়সি ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 30 গোল হ্যালান্ডের

author img

By

Published : Mar 15, 2023, 1:53 PM IST

Haaland's Record Champions ETV BHARAT

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কমবয়সি ফুটবলার হিসেবে 30 গোল করার রেকর্ড গড়লেন আর্লিং হ্যালান্ড (Haaland's Record in Champions League) ৷ মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে এই রেকর্ড গড়েছেন তিনি ৷ পাশাপাশি, মেসি এবং লুইস আদ্রিয়ানোর সঙ্গে একই সারিতে বসে পড়েছেন হ্যালান্ড ৷

ম্যাঞ্চেস্টার, 15 মার্চ: ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে 5 গোলের রেকর্ডধারী ফুটবলারদের তালিকায় প্রবেশ করলেন আর্লিং হ্যালান্ড (Erling Haaland Scores 5 Goals in Champions League) ৷ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে 5 গোল করেছেন ম্যাঞ্চেস্টার সিটির এই ফুটবলার ৷ জার্মানির ফুটবল ক্লাব আরবি লিপজিগের বিরুদ্ধে ঘরের মাঠে এই কীর্তি অর্জন করেছেন তিনি ৷ প্রথম লেগে লিপজিগের ঘরের মাঠে 1-1 ড্র করেছিল ম্যান সিটি ৷ ফিরতি ম্যাচে 7-0 গোলে জিতল ব্রিটিশ ফুটবল ক্লাব ৷ 8-1 এগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সিটি ৷

নরওয়ের ফুটবলার আর্লিং হ্যালান্ড চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে 30 গোল করার রেকর্ড গড়েছেন মঙ্গলবার রাতে ৷ 22 বছর 236 দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি ৷ এর আগে প্যারিস সাঁ জা'র ফুটবলার কিলিয়ান এমবাপে 22 বছর 352 দিনে এই রেকর্ড গড়েছিলেন ৷ কিন্তু, এই ম্যাচে এমবাপেকে ছাড়িয়ে গেলেন আর্লিং হ্যালান্ড ৷ ইপিএল-জয়ী দলের এই তারকা স্ট্রাইকার ম্যাচের 22 মিনিটে চ্যাম্পিয়ন্স লিগে 30 গোলের এই রেকর্ড গড়েন ৷ 22 মিনিটের মধ্যে তাঁর জোড়া গোলের সুবাদে ম্যাঞ্চেস্টার সিটি 2-0 গোলে এগিয়ে যায় ৷

এরপর হাফ-টাইমের আগে হ্যাটট্রিক করে ম্যান সিটিকে 3-0 গোলে এগিয়ে দেন আর্লিং হ্যালান্ড ৷ দ্বিতীয়ার্ধের 54 মিনিট এবং 57 মিনিটে দু’টি গোল করে চ্যাম্পিয়ন্স লিগে 5 গোল করা ফুটবলারদের তালিকায় চলে আসেন তিনি ৷ এই তালিকায় রয়েছেন লিওনেল মেসি এবং লুইস আদ্রিয়ানো ৷ মেসি বার্সেলোনার জার্সিতে এই রেকর্ড গড়েছিলেন ৷ গতকাল রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে 7-0 গোলে জিতেছে ম্যাঞ্চেস্টার সিটি ৷ 49 মিনিটে সিটির হয়ে 4 নম্বর গোল করেন গুন্দোয়ান এবং দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময়ের 2 মিনিটের মাথায় 7 নম্বর গোলটি করেন কেভিন দে ব্রুন ৷

আরও পড়ুন: জয় মোহনবাগান স্লোগানে মিশন গোয়ায় সবুজ-মেরুন

বেনফিকা, চেলসি, বায়ার্ন মিউনিখ, টটেনহাম, ইন্টার মিলান এবং ম্যাঞ্চেস্টার সিটি চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে ৷ আজ নাপোলি এবং ফ্র্যাঙ্কফর্ট দ্বিতীয় লেগের ম্যাচ মুখোমুখি হবে ৷ প্রথম লেগে নাপোলি 2-0 গোলে এগিয়ে রয়েছে ৷ আর দ্বিতীয় ম্যাচে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের দ্বৈরথ হবে দ্বিতীয় লেগে ৷ প্রথম লেগে রিয়াল মাদ্রিদ 5-2 গোলে এগিয়ে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.