ETV Bharat / sports

Super Cup 2023: জ্যাক জার্ভিসের সুযোগ নষ্টের খেসারত দিয়ে ড্র ইস্টবেঙ্গলের

author img

By

Published : Apr 9, 2023, 11:05 PM IST

Updated : Apr 10, 2023, 7:35 AM IST

সুপার কাপে ওড়িশা এফসি-র সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ ড্র ৷ কারণ হিসেবে জ্যাক জার্ভিসের গোল নষ্ট করাকেই দেখছে লাল হলুদ ভক্তরা ৷

Etv Bharat
ইস্টবেঙ্গল

তিরুঅনন্তপুরম (কেরল), 9 এপ্রিল: গোল নষ্ট করার প্রদর্শনীর সৌজন্যে সুপার কাপে জয় দিয়ে শুরু করতে পারল না ইস্টবেঙ্গল । কেরলে ওড়িশা এফসির সঙ্গে ম্যাচের ফল 1-1 । ইস্টবেঙ্গলের হয়ে গোল মোবাসিরের। ওড়িশা সমতায় ফেরে নন্দকুমারের গোলে ।

ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ মানেই গোলের মহোৎসব । বেশিরভাগই টেনিস ম্যাচের স্কোরবোর্ডের মত । সুপার কাপেও তার ব্যতিক্রম হল । স্টিফেন কনস্ট্যান্টাইনের প্রশিক্ষণাধীন লাল হলুদ ব্রিগেডের শুরুটা মোটেই আশা জাগানো ছিল না । রক্ষণ সামলে প্রতি আক্রমণে পুরো পয়েন্ট নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল লাল হলুদ ব্রিগেড । দল বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় ফুটবলারদের ব্যবহারে প্রথমার্ধে ইস্টবেঙ্গল বিবর্ণ ।

জ্যাক জার্ভিসকে সামনে রেখে ক্লেটন সিলভাকে পিছন থেকে খেলিয়েছেন লাল হলুদ কোচ । একইভাবে অতুল উন্নিকৃষ্ণনকে রাইট ব্যাক খেলানোর খেসারত দিতে হল ইস্টবেঙ্গলকে । ম্যাচের 38 মিনিটে ওড়িশার ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে এগিয়ে যায় লাল হলুদ । বিরতির পরে ইস্টবেঙ্গলের গোল নষ্টের প্রদর্শনী । যার খলনায়ক জ্যাক জার্ভিস । একাই অন্তত গোটা পাঁচেক গোল নষ্ট করেন তিনি । ফাঁকা গোলেও বল ঠেলতে ব্যর্থ তিনি ।

ফলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তুলেও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হচ্ছে লাল হলুদকে । 72 মিনিটে অতুল উন্নিকৃষ্ণনের ভুল কাজে লাগিয়ে গোল করে যান নন্দকুমার । সুপার কাপে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট ইস্টবেঙ্গলের পরের পর্বে যাওয়া কঠিন করে দিল । কারণ এরপর মুম্বই সিটি এফসি ম্যাচের চ্যালেঞ্জ সামলাতে হবে ইস্টবেঙ্গলকে । যদিও ড্র করলেও ফুটবলারদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন স্টিফেন কনস্ট্যান্টাইন । তাঁর মতে যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সবসময় কঠিন । ফুটবলাররা বেশ কিছুদিন পরে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছে । তাই যে লড়াই তারা করেছে তা প্রশংসনীয় । আর সুযোগ নষ্ট খেলার অঙ্গ । এই ব্যর্থতা সরিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন লাল হলুদ কোচ ।

আরও পড়ুন : সুপার কাপের ব্যবস্থপনায় ক্ষুব্ধ কনস্ট্যান্টাইন, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ

Last Updated :Apr 10, 2023, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.