ETV Bharat / sports

Super Cup 2023: সুপার কাপের ব্যবস্থপনায় ক্ষুব্ধ কনস্ট্যান্টাইন, প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ

author img

By

Published : Apr 8, 2023, 8:07 PM IST

সুপার কাপের ব্যবস্থপনা নিয়ে বেজায় ক্ষুব্ধ ইস্টবেঙ্গলের বিদায়ী কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ পাশাপাশি, তাঁর বিদায় নিয়ে হওয়া কানাঘুষোতে হয়তো আরও বিরক্ত তিনি ৷ তবে, নতুন কোচকে নিয়ে ভাবিত নন তিনি ৷ তিনি ভাবতে চান সুপার কাপে ভালো করার বিষয়ে ৷

Super Cup 2023 ETV BHARAT
Super Cup 2023

কলকাতা, 8 এপ্রিল: দেওয়াল লিখন এখন তাঁর কাছে পরিষ্কার ৷ ইস্টবেঙ্গলে তিনি অতীত হতে চলেছেন ৷ টিম ম্যানেজমেন্ট নতুন কোচের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ ফুটবলারদের যাঁদের চুক্তি দীর্ঘমেয়াদী তাঁরা নতুন কোচের ব্যাপারে ইতিবাচক মন্তব্য করছেন ৷ বিষয়গুলি নিয়ে একটা চাপা অস্বস্তি লাল-হলুদের ড্রেসিংরুমে ৷ যার প্রভাব হয়তো ইস্টবেঙ্গলের অতীত হতে চলা কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের চোখে-মুখেও ৷ জানাচ্ছেন তিনি নতুন কোচের নির্বাচন করে ফেলা নিয়ে ভাবিত নন ৷ তবে, ফুটবলাররা নিজেদের ভবিষ্যত চিন্তা করে দোটানায় পড়তে পারেন বলে মনে করছেন তিনি ৷

স্টিফেন কনস্ট্যান্টাইন মনে করছেন এই চিন্তা প্রভাবিত করতে পারে ফুটবলারদের পারফরম্যান্সকে ৷ তাই প্রেক্ষাপট বিচার করে মেয়াদ ফুরোনোর দিন যত কমছে, তত নাকি মেজাজ হারাচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন ! রবিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার কাপ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল ৷ কেরলে খেলতে নামার আগে ব্রিটিশ কোচ বিরক্ত ৷ অনুশীলনের মাঠ থেকে যাতায়াতে দীর্ঘসময় ব্যয়ের জন্য ক্ষোভ প্রকাশ করলেন তিনি ৷ একই সঙ্গে সুপার কাপের ফরম্যাট নিয়েও প্রশ্ন তুলেছেন ৷

আইএসএল-এর এগারোটি দলের সঙ্গে আই-লিগের চ্যাম্পিয়ন দল সরাসরি সুপার কাপে খেলবে ৷ আই-লিগের বাকি দলগুলি যোগ্যতাপর্ব পেরিয়ে সুপার কাপে অংশ নেবে ৷ মোট ষোল দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ গ্রুপ পর্বে লিগ ফরম্যাট এবং তারপর নকআউট পর্ব ৷ এই বিভাজনেই অসন্তুষ্ট স্টিফেন কনস্ট্যান্টাইন ৷ তাঁর কথায় একই টুর্নামেন্টে দল বিভাজন অথচ নক আউট ফরম্যাট দুটো পরস্পর বিরোধী ৷

যাতায়াতের অসুবিধা, টুর্নামেন্টের ফরম্যাট নিয়ে বিরক্তি প্রকাশ করলেও ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন লাল-হলুদ কোচ ৷ সুপার কাপ জয়ী দল এএফসি কাপে খেলার যোগ্যতা পাবে ৷ আর এটাই বড় মোটিভেশন বলে মনে করেন তিনি ৷ প্রতিপক্ষ ওড়িশা এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ মানেই অম্ল-মধুর অভিজ্ঞতা ৷ বিষয়টি মাথায় রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের ৷ তবে, সেদিকে না তাকিয়ে নতুন প্রতিযোগিতায় নতুনভাবে শুরু করতে চান তিনি ৷

আরও পড়ুন: ভাগ্য বদলাতে পদ্মাপাড়ের ক্লাবে আইএসএলের সফলতম কোচ

প্রায় দু-সপ্তাহের বেশি সময় ধরে সুপার কাপের জন্য অনুশীলন করেছে ইস্টবেঙ্গল ৷ প্রস্তুতিতে খুশি লাল-হলুদ কোচ জানিয়েছেন, তারা জয়ের লক্ষ্যে মাঠে নামবেন ৷ পেশাদার সবাই ৷ তাই প্রত্যেকেই জানে কী করতে হবে ৷ ওড়িশা এফসি ছাড়াও হায়দরাবাদ এফসি ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ৷ তাছাড়াও আছে আই লিগে খেলা দু’টি দলের মধ্যে জয়ী দলের একটি দল ৷ আইএসএল-এ দুটো দলই ইস্টবেঙ্গলের ঘুম কেড়ে নিয়েছিল ৷ 24 সদস্যের দল নিয়ে কেরল গিয়েছে ইস্টবেঙ্গল ৷ এ বার তাদের সামনে প্রমাণ করার সুযোগ ৷ এখন দেখার অন্তত মুখ রক্ষায় ইস্টবেঙ্গল সুপার কাপে ঘুরে দাঁড়াতে পারে কি না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.