ETV Bharat / sports

EB Midfielder Alex Lima শুক্রবার সকালে কলকাতায় পৌঁছলেন ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিন্ডার অ্যালেক্স লিমা

author img

By

Published : Aug 19, 2022, 2:13 PM IST

ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা শহরে পৌঁছলেন (East Bengal Brazilian Midfielder Alex Lima in Kolkata) ৷ আজ সকালে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার কলকাতা বিমানবন্দরে নামেন ৷ রবিবারের মধ্যে আরও 3 বিদেশি ফুটবলার কলকাতা পৌঁছবেন বলে ইস্টবেঙ্গল সূত্রে খবর ৷

East Bengal Brazilian Midfielder Alex Lima in Kolkata
East Bengal Brazilian Midfielder Alex Lima in Kolkata

কলকাতা, 19 অগস্ট: কলকাতায় চলে এলেন ইমামি ইস্টবেঙ্গলের দ্বিতীয় বিদেশি ফুটবলার অ্যালেক্স লিমা (East Bengal Brazilian Midfielder Alex Lima in Kolkata) ৷ শুক্রবার সকাল 8টা 15 মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে তার বিমান ৷ আগের মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে খেলেছিলেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ৷ এর আগে গত শনিবার সকালে কলকাতায় এসেছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷ শুক্রবার সকালে অ্যালেক্স লিমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বেশ কয়েকজন লাল-হলুদ সমর্থক ৷

গত শুক্রবার রাতে পাঁচ বিদেশি ফুটবলারকে সই করানোর কথা জানানো হয় ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ৷ তার ঠিক পরের দিনই কলকাতায় চলে আসেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷ আর এদিন সকালে শহরে এসেছেন মিডফিল্ডার অ্যালেক্স লিমা ৷ এই মরশুমে 33 বছর বয়সী মিডফিল্ডার অ্যালেক্স লিমা, 32 বছরের ডিফেন্ডার ইভান গঞ্জালেস, 35 বছর বয়সী স্ট্রাইকার ক্লেইটন সিলভা এবং ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইলিয়ান্দ্রোকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ পাশাপাশি দলে রয়েছেন সাইপ্রাসের ডিফেন্ডার চারালামবোস কিরিয়াকউ ৷

বাকি তিন বিদেশি ফুটবলারও রবিবারের মধ্যে কলকাতায় চলে আসবেন বলে ইস্টবেঙ্গল সূত্রে খবর ৷ কর্তৃপক্ষের তরফে আরও জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে ৷ ভারতীয় ফুটবল সংস্থাকে ফিফা নির্বাসন করলেও, বিদেশি ফুটবলারদের আইএসএল এবং আই লিগের দলগুলির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না ৷

তাছাড়া প্রতিশ্রুতিমান ফরওয়ার্ড হিমাংশু জারাংকে দলে নিয়েছে লাল-হলুদ ৷ অনুর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হিমাংশু জারাং ৷ বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সমস্যা মিটিয়ে অনেক দেরিতেই দল তৈরি করতে নেমেছে ইস্টবেঙ্গল ৷ তবে, তা সত্ত্বেও যতটা সম্ভব ভালো দল গড়তে চাইছে লাল-হলুদের নতুন বিনিয়োগকারী সংস্থা ইমামি ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, এই মরশুমে সময় কম থাকায় খুব শক্তিশালী দল তৈরি করা হয়তো সম্ভব হবে না ৷ তবে, আগামী বছর তারা আরও গুছিয়ে দলবদলে অংশ নেবে ৷

আরও পড়ুন: লক্ষ্য ডার্বি জয়, ডুরান্ডের আগে প্র্যাকটিসে পর্দা দিল গঙ্গাপাড়ের ক্লাব

28 অগস্ট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি খেলতে নামবে ইস্টবেঙ্গল ৷ তার আগে যদিও ডুরান্ড কাপে আরও দু’টি ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ৷ 22 অগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল ৷ তার পর 25 অগস্ট ইন্ডিয়ান নেভির বিরুদ্ধেই দ্বিতীয় ম্যাচ খেলবে স্টিভেন কনস্টানটাইনের দল ৷ এর পরেই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে খেলবে ইস্টবেঙ্গল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.