ETV Bharat / sports

Mohun Bagan eyes Derby লক্ষ্য ডার্বি জয়, ডুরান্ডের আগে প্র্যাকটিসে পর্দা দিল গঙ্গাপাড়ের ক্লাব

author img

By

Published : Aug 18, 2022, 10:53 PM IST

17 অগস্ট থেকে 19 অগস্ট পর্যন্ত জনি কাউকো, লিস্টন কোলাসোদের অনুশীলন চলাকালীন কেউ মাঠে ঢুকতে পারবেন না (ATK Mohun Bagan) । সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে পর্দার আড়ালেই থাকতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব (ATK Mohun Bagan to Practice in Closed Door) ।

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 18 অগস্ট: ডুরান্ড কাপে প্রথম ম্যাচের আগে দেখা যাবে না হুগো বুমোস, জনি কাউকোদের প্র্যাকটিস (ATK Mohun Bagan) । বুধবার থেকেই সবুজ-মেরুনের গা-ঘামানো দেখতে পাচ্ছেন না সমর্থকরা ৷ এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে এটিকে মোহনবাগানের পক্ষ থেকে । ডুরান্ডে 28 অগস্ট মরশুমের প্রথম ডার্বি ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল । সেই জন্যই এবার থেকে ক্লোজডোর অনুশীলন করাবেন বাগানের হেডস্যর জুয়ান ফেরান্দো (ATK Mohun Bagan eyes to win Derby) ।

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ? গতকাল, আজ এবং আগামfকাল অর্থাৎ 17 অগস্ট থেকে 19 অগস্ট পর্যন্ত জনি কাউকো, লিস্টন কোলাসোদের অনুশীলন চলাকালীন কেউ মাঠে ঢুকতে পারবেন না । সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, 17-19 অগস্ট দুপুর 3টে থেকে 7টা পর্যন্ত ক্লাবের গেট বন্ধ থাকবে । তবে খোলা থাকবে ক্লাব টেন্ট ও অন্য অংশ । শুধু মাঠে বা গ্যালারিতে প্রবেশ করা যাবে না । ডুরান্ড কাপের টিকিট নিতে অনেকেই আসছেন ক্লাবে । আরও অন্যান্য কাজেও অনেকেই আসেন মোহনবাগানে । সেই জন্যই ক্লাব বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে (ATK Mohun Bagan to Practice in Closed Door) ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে পর্দার আড়ালেই থাকতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব । এমনকি সাংবাদিক সম্মেলনও প্রথম ম্যাচের আগে করবেন না দলের হেডস্যর । তাঁর বক্তব্য এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট পাঠিয়ে দেবেন । পূর্ণ শক্তির দল নিয়ে এবছর ডুরান্ড কাপে জুয়ান ফেরান্দো । মরশুমের প্রথম ম্যাচ থেকেই দলের পারফর্ম্যান্সের রাশটা উঁচু তারে বাঁধতে চাইছেন বাগানের বস ।

আরও পড়ুন : লাল হলুদের গোলরক্ষক তুলে নিল সবুজ মেরুন

নির্বাসনের ডামাডোলের মধ্যে এএফসি কাপের সেমিফাইনালে 7 সেপ্টেম্বর খেলা হবে কি না, বোঝা যাচ্ছে না । তবে ফেরান্দো ধাপে ধাপেই এগোতে চাইছেন । ফলে শুধুমাত্র ডুরান্ডের প্রথম ম্যাচই পাখির চোখ । ধারেভারে সবুজ-মেরুন ব্রিগেড প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেডের তুলনায় অনেক এগিয়ে । তবে প্রথম ম্যাচে অজানা শত্রুকে দেখে নিয়ে দাপুটে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে চান ফেরান্দো ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.