ETV Bharat / sports

Sachin on Achinta Sheuli: অচিন্ত্যর কাহিনী প্রেরণা দেয় ! বাংলার অখ্যাত দেওলপুরের সোনাজয়ীকে অভিনন্দন সচিনের

author img

By

Published : Aug 3, 2022, 7:03 PM IST

CWG 2022 Sachin Tendulkar Congratulate Achinta Sheuli for His Gold in Weightlifting
CWG 2022 Sachin Tendulkar Congratulate Achinta Sheuli for His Gold in Weightlifting

অচিন্ত্য শিউলিকে অভিনন্দন 'ক্রিকেটঈশ্বর' সচিন তেন্ডুলকরের ৷ তাঁর জীবন সংগ্রামের কাহিনী উল্লেখ করে, সচিন অচিন্ত্যকে অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন মাস্টার ব্লাস্টার (Sachin Tendulkar Congratulates Achinta Sheuli for His Gold in Weightlifting) ৷ সেই সঙ্গে লন বোল জয়ী মহিলা দল, টেবল টেনিস দল, ব্যাডমিন্টন দল-সহ কমনওয়েলথে সফল সবাইকে অভিনন্দন জানিয়েছেন সচিন ৷

মুম্বই, 3 অগস্ট: গত 1 অগস্ট ভারতীয় সময় মাঝরাতে বিদেশের মাটিতে ইতিহাস গড়েছেন হওড়ার দেওলপুর গ্রামের ছেলে অচিন্ত্য শিউলি ৷ ভারোত্তোলনে ভারতের হয়ে সোনা জিতেছেন তিনি ৷ বাংলার অনামী দেওলপুর গ্রামের ছেলের কৃতিত্বে ধন্য ধন্য করছে দেশ ৷ অচিন্ত্যর সাফল্য এবং জীবন সংগ্রামের কাহিনী পৌঁছেছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কাছেও ৷ সেই কথা উল্লেখ করে অচিন্ত্যকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Congratulates Achinta Sheuli for His Gold in Weightlifting) ৷ যেখানে উঠে এসেছে হাওড়ার বাড়িতে তাঁর জরির কাজ প্রসঙ্গও ৷

অচিন্ত্য শিউলি আজ বাংলা তথা সমগ্র ভারতের গর্ব ৷ কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে সোনাজয়ী অচিন্ত্যর সাফল্য এবং তার পিছনের থাকা কঠিন লড়াইয়ের কাহিনী পৌঁছে গিয়েছে আরব সাগরের পারে সচিন রমেশ তেন্ডুলকরের কাছেও ৷ সেই কথা উল্লেখ করেই অচিন্ত্যকে অভিনন্দন জানিয়েছেন লিটল মাস্টার (Sachin Tendulkar) ৷

সচিন তাঁর টুইটে লিখেছেন, ‘‘পরিবারকে সাহায্য করতে হাওড়ায় দরজির কাজ করা দিয়ে যাত্রা শুরু ৷ সেখান থেকে বার্মিংহ্যামে ভারতীয় তেরঙ্গাকে শিখরে ওড়ানো ৷ সত্যি অসাধারণ সফর এবং অনুপ্রেরণাদায়ী কাহিনী, অচিন্ত্য! সোনার পদক জয়ের জন্য তোমাকে অভিনন্দন এবং ভারতীয় সেনাকেও কুর্নিশ খেলার সঙ্গে জড়িত প্রতিভাদের সমর্থন করার জন্য ৷’’

  • From starting as a tailor in Howrah to support your family, to making the tricolour 🇮🇳 fly high at Birmingham.

    Such a wonderful journey & an inspirational story, Achinta!

    Congratulations on the 🥇 & kudos to the Indian Army for supporting sporting talent.#CommonwealthGames2022 pic.twitter.com/sLfJZCZ7H4

    — Sachin Tendulkar (@sachin_rt) August 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভারোত্তোলনে পুরুষদের 96 কেজি বিভাগে রুপো জয় বিকাশ ঠাকুরের

তবে, কেবল অচিন্ত্য নন ৷ ব্রিটেনের মাটিচে দেশের পতাকাকে শিখরে পৌঁছেছেন আরও অনেক ভারতীয় ৷ যাঁদের মধ্যে রয়েছেন লন বোলের মহিলা দল ৷ রয়েছে পুরুষদের টেবিল টেনিস দল ৷ তাঁরা ভারতকে সোনা জয়ের গর্ব অনুভব করিয়েছেন ৷ তাঁদের অভিনন্দন জানিয়েও এ দিন টুইট করেছেন মাস্টার ব্লাস্টার ৷

আরও পড়ুন: জলমুড়ি খাওয়া থেকে কমনওয়েলথে সোনা জয়, অচিন্ত্যর কীর্তিতে গর্বিত মা পূর্ণিমাদেবী

লন বোল জয়ী মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘নিজেদের উপর বাজি ধরে অখ্যাত একটি খেলাকে জেতা ৷ ভারতের জন্য এটা গর্বের মুহূর্ত ৷ লন বোলের ফাইনালে আমাদের মহিলা দলের 4 প্রতিযোগী দেশকে গর্বিত করেছেন ৷ গতকাল থেকে লন বোল সম্পর্কে অল্প অল্প জানতে শুরু করেছি ৷ আর আজকে আমাদের দল সোনা জিতেছে ৷ আর এখন ভারত এই খেলা সম্পর্কে সব জানতে চায় ৷’’

কমনওয়েলথে (Commonwealth Games 2022) টেবল টেনিসে সোনাজয়ী পুরুষদের দল, ভারোত্তোলনে রুপোজয়ী বিকাশ ঠাকুর এবং মিক্সড টিম ব্যাডমিন্টনে রুপোজয়ী ভারতীয় দলকেও অভিনন্দন জানিয়েছে সচিন তেন্ডুলকর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.