ETV Bharat / sports

কলকাতা ম্যারাথনের এবারের দূত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন কলিন জ্যাকসন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 8:20 PM IST

Updated : Nov 21, 2023, 8:40 PM IST

Colin Jackson in Kolkata Marathon: এবছর কলকাতা ম্যারাথনে থাকছে নতুন চমক ৷ প্রতিবছরই কোনও না ক্রীড়া ব্যক্তিত্বকে আনা হয় এই 25 কিমি ম্যারাথনের জন্য ৷ এবার সেই প্রতিযোগিতায় বানিজ্যিক দূত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন ৷

Kolkata Marathon
বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাথলিট কলিন জ্যাকসন

কলকাতা, 21 নভেম্বর: এবছরের কলকাতা ম্যারাথনের বানিজ্যিক দূত হলেন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন ৷ মঙ্গলবার এই খবর ঘোষণা করেছে আয়োজক 'টাটা স্টিল 25কে ম্যারাথন' কর্তৃপক্ষ । এই বছর কলকাতা ম্যারাথন হওয়ার কথা 17 ডিসেম্বর । করোনা অতিমারির ধাক্কা সরিয়ে ফের পুরানো ছন্দে ফিরছে কলকাতা ম্যারাথন । গতবছরই যথেষ্ট সাড়া জাগিয়েছিল এই প্রতিযোগিতা । এবার সেই উদ্দীপনায় বাড়তি মাত্রা যোগ হতে চলেছে কলিনের আগমনে ৷

1993 সালে স্টুটগার্ডে রেকর্ড করে 110 মিটার হার্ডলসে সোনা জিতেছিলেন কলিন জ্যাকসন । সময় নিয়েছিলেন 12.91 সেকেন্ড । 1999 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও সোনা জয় করেছিলেন ওয়েলশের অ্যাথলিট । এরপর সিনিয়র পর্যায়ে 1986 সালের কমনওয়েলথ গেমসে রূপো পেয়েছিলেন কলিন । 1990 এবং 1994 সালে কমনওয়েলথ গেমসেও সোনা জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর ।

ইউরোপিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপে বারো বছর খেতাব দখলে রেখেছিলেন তিনি । কলকাতা ম্যারাথন মানেই বিশ্ব বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্বের উপস্থিতি । অভিনব বিন্দ্রা, বরিস বেকারের মত ক্রীড়াব্যক্তিত্বরা এই ম্যারাথনের বাণিজ্যিক দূত হয়েছেন । এবার সেই তালিকায় নতুন নাম কলিন জ্যাকসন ।

এই ম্যারাথন দুনিয়ায় ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে । প্রতিবছরই বিদেশের নাম করা দৌড়বিদরা অংশ নিচ্ছেন । কেনিয়ার দৌড়বিদরাও কলকাতা ম্যারাথনে অংশ নিচ্ছেন । সেদিক থেকে কলিন জ্যাকসনের মত ক্রীড়া ব্যক্তিত্বের বাণিজ্যিক দূত হওয়া চলতি বছরের কলকাতা ম্যারাথনে বাড়তি মাত্রা যোগ করল । ম্যারাথন ম্যানিয়ার সাক্ষী হতে কলকাতায় আসার সুযোগ পেয়ে খুশি কলিন জ্যাকসন।

তিনি বলেন, “দৌড় বিশ্বজনীন ভাষা । যা সবাইকে অনুপ্রাণিত করে এবং একত্রিত করে । শরীর এবং স্বাস্থ্যরক্ষায় দৌড় অপরিহার্য । ট্র্যাকের ভেতর এবং বাইরে দৌড় আমার জীবন জুড়ে । তাই 25 কিলোমিটার কলকাতা ম্যারাথনে উপস্থিত থাকার সুযোগ পেয়ে আমি আপ্লুত।" ইতিমধ্যেই কলকাতা ম্যারাথনে যোগ দেওয়া নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছে ।

আরও পড়ুন:

বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলতে 2 বছর মারাকানায় ফিরল আর্জেন্তিনা, প্রতিপক্ষ ব্রাজিল

'হারানোর কিছু নেই', কাতার ম্যাচের আগে অলআউট খেলার বার্তা কোচ ইগর স্টিম্যাচের

Last Updated : Nov 21, 2023, 8:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.