ETV Bharat / sports

ISL 2021-22 : কোভিডের হানায় ফের স্থগিত এটিকে মোহনবাগানের ম্যাচ

author img

By

Published : Jan 15, 2022, 12:05 PM IST

ATK Mohun Bagan vs Bangalore FC Match Cancelled
ATK Mohun Bagan vs Bangalore FC Match Cancelled

স্থগিত রাখা হল আজকের এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ (ATK Mohun Bagan vs Bangalore FC) ৷ শনিবার সকালে একটি বিবৃতি জারি করে আইএসএল (ISL 2021-22) কর্তৃপক্ষ ৷ করোনা সংক্রমণের জেরে দুই শিবিরই গত 48 ঘণ্টায় অনুশীলন করেনি ৷ এমনকি ম্যাচের আগের দিনের বাধ্যতামূলক সাংবাদিক বৈঠকেও আসেননি দুই দলের কোচ ৷ ফলে আগেই ম্যাচ হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল (ATK Mohun Bagan vs Bangalore FC Match postponed) ৷

কলকাতা, 15 জানুয়ারি : আশঙ্কাই সত্যি হল ৷ স্থগিত হয়ে গেল এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি’র আজকের ম্যাচ (ATK Mohun Bagan vs Bangalore FC Match Postponed) ৷ দুই দলের ফুটবলার এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ ৷ তবে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে ৷ প্রসঙ্গত, ম্যাচের আগের 48 ঘণ্টায় দুই দলই অনুশীলন করেনি ৷ প্রথমে মনে করা হচ্ছিল, সংক্রমণের হাত থেকে বাঁচতে প্রস্তুতি ছাড়াই হয়তো মাঠে নামবে দুই দল ৷ তবে, ম্যাচের আগেরদিন দুই দলের কোচ বাধ্যতামূলক সাংবাদিক বৈঠক না করায়, ম্যাচ স্থগিতের আশঙ্কা তৈরি হয়েছিল ৷ যা সত্যি প্রমাণিত হল (ATK Mohun Bagan vs Bangalore FC) ৷ প্রসঙ্গত, ওড়িশা এফসি’র বিরুদ্ধেও এটিকে’র আগের ম্যাচ স্থগিত করতে হয়েছিল ৷

এটিকের চার ফুটবলার রয় কৃষ্ণা, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু, কার্ল ম্যাকহিউ কোভিড আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন ৷ বাকিদের নিয়ে কোচ জুয়ান ফেরেন্দোর শনিবারের বেঙ্গালুরু এফসি ম্যাচের প্রস্তুতিতে নামার কথা থাকলেও, তা বাতিল করেছিলেন ৷ শোনা যাচ্ছে দলের এক সাপোর্ট স্টাফের আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ এসেছে । যদিও, এটিকে মোহনবাগানের একটি সূত্র বলছে, কারও কোভিড হয়নি ৷ সাবধানতা অবলম্বন করতেই অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷ বরং বেঙ্গালুরু এফসির চার ফুটবলার কোভিড পজিটিভ বলে খবর ৷ তবে, সে শিবিরেই নতুন করে কোভিড হানা দিক ৷ শেষে ম্যাচ স্থগিতই রাখতে হল ৷

আরও পড়ুন : Shree Cement On Perosevic Issue : দায় এড়াল লগ্নিকারী সংস্থা, পেরোসোভিচ ইস্যুতে ঝড় লাল-হলুদের অন্দরে

যেভাবে আইএসএল (ISL 2021-22)এ করোনার সংক্রমণ বাড়ছে তাতে আইএসএল অন্তত 7 দিন স্থগিত রাখার একটি মত হালকাভাবে উঠতে শুরু করেছে । কারণ, কেবল এটিকে বা বেঙ্গালুরু নয়, ওড়িশা এফসি, এফসি গোয়া, এসসি ইস্টবেঙ্গলেও থাবা বসিয়েছে কোভিড ৷ শুক্রবার অনুশীলন বন্ধ হয়েছে এসসি ইস্টবেঙ্গলেরও । লাল হলুদ শিবিরেও কোভিড শঙ্কা যাতে ডালপালা না মেলে, সেদিকে সতর্কতা অবলম্বন করা হয়েছে ৷ 19 জানুয়ারি পরবর্তী ম্যাচের জন্য বৃহস্পতিবার অনুশীলন শুরু করানোর কথা ছিল লাল হলুদের নতুন স্প্যানিশ কোচ মারিয়ো রিবেইরার । কিন্তু, তা বাতিল হয়েছিল । শোনা যাচ্ছে এর প্রধান কারণ কোভিড আতঙ্ক । কিন্তু, এসসি ইস্টবেঙ্গলের সূত্র বলছে কোভিড নয় ৷ সাবধানতা এবং সতর্কতার কারণেই অনুশীলন বন্ধ রাখা হয়েছে ৷

আরও পড়ুন : SC East Bengal vs Mumbai City FC : লাল-হলুদ রক্ষণের জাঁতাকলে দিগভ্রষ্ট চ্যাম্পিয়নরা

এর আগে ওড়িশা এফসি ম্যাচের গোলরক্ষকের কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল ৷ ফলে কোভিড কাঁটা ক্রমেই জোরালো ভাবে ছড়িয়ে পড়ছে আইএসএল এ ৷ ফলে জৈব সুরক্ষা বলয়ের কঠিন ঘেরাটোপ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে ৷ একই সঙ্গে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে ৷ কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে । ইতিমধ্যে আই লিগ 6 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে । আইএসএল কি এ বার সেই পথেই ?

আরও পড়ুন : ISL 2021-22 : এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

প্রসঙ্গত, বিশ্ব ফুটবলে কোভিড সংক্রমণ ক্রমশ বাড়ছে । প্রায় সবক’টি লিগেই ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট সামনে এসেছে ৷ মহাতারকা ফুটবলাররা তার থেকে বাইরে নেই।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.