ATKMB on CFL: ফুটবলারের অভাবে কলকাতা লিগে অংশগ্রহণ নয়, আইএফএ-কে চিঠি বাগানের

author img

By

Published : Sep 11, 2022, 9:35 PM IST

atk-mohun-bagan-not-participate-in-cfl-management-sent-a-letter-to-ifa

কলকাতা লিগে এটিকে মোহনবাগান অংশ নিতে পারবে না (ATK Mohun Bagan not to Participate in CFL) ৷ এ কথা জানিয়ে আইএফএ-কে চিঠি দিল এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ৷ কারণ হিসাবে বলা হয়েছে, মোহনবাগানের 9 জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলতে ভিতেয়নামে যাচ্ছে ৷ তাই সেই সময় ফুটবলারের অভাবের কারণে সিএফএল এ অংশ নিতে পারবে না সবুজ-মেরুন ৷

কলকাতা, 11 সেপ্টেম্বর: কলকাতা লিগে অংশ না-নেওয়ার নতুন যুক্তি এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan not Participate in CFL) ৷ বকেয়া সংক্রান্ত দাবির পর তালিকায় যুক্ত হল, ফুটবলারের অভাব ৷ আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত আলোচনার টেবিলে বসেছিলেন বকেয়া সংক্রান্ত ইস্যুতে ৷ সেখানে প্রথম কিস্তি মিটিয়ে দিয়ে এটিকে মোহনবাগানকে কলকাতা লিগে অংশগ্রহণ করানো ব্যাপারে আগ্রহী মনোভাব দেখিয়েছিলেন আইএফএ সচিব ৷ কিন্তু এ বার কলকাতা লিগে না-খেলতে চাওয়ার নতুন কারণ জানালো এটিকে মোহনবাগান ৷

শনিবার রাতে এটিকে মোহনবাগানের তরফে আইএফএ-কে চিঠি দেওয়া হয়েছে । চিঠিতে বলা হয়েছে দলের 9 জন ফুটবলারকে চলতি মাসে ভিয়েতনামে জোড়া ফ্রেন্ডলির জন্য ভারতীয় দলের ডাকা হয়েছে ৷ ফলে কলকাতা লিগে তাঁদের অংশগ্রহণ করা সম্ভব নয় ৷ জুয়ান ফেরান্দোর 25 জনের স্কোয়াড থেকে 9 জন চলে গেলে 16 জন ফুটবলার থাকবেন ৷ 28 সেপ্টেম্বর পর্যন্ত সবুজ-মেরুন ফুটবলাররা জাতীয় দলে ব্যস্ত থাকবেন ৷ তারপর পুজো শুরু হয়ে যাবে ৷ ফলে কলকাতা লিগে অংশগ্রহণ সম্ভব নয় বলে আইএফএ-কে লেখা চিঠিতে জানিয়েছে মোহনবাগান ৷

আইএফএ এর তরফে মোহনবাগানের এই চিঠির ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি ৷ তবে সূত্রের খবর পরিস্থিতি সামাল দিতে আইএফএ আইএসএলের ফাঁকে কলকাতা লিগের ম্যাচ আয়োজনের কথা ভাবছে ৷ কারণ, ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ সপ্তাহের শেষে করা হচ্ছে ৷ সেক্ষেত্রে সপ্তাহের শুরুতে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ করলে অসুবিধা হবে না বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: রয় কৃষ্ণের গোলে ডুরান্ডের শেষচারে পৌঁছল বেঙ্গালুরু এফসি

13 সেপ্টেম্বর মঙ্গলবার কলকাতা লিগের প্রাথমিক পর্বের খেলা শেষ হচ্ছে ৷ তারপর সুপার সিক্সের ম্যাচের সূচি তৈরি হওয়ার কথা ৷ সম্ভবত 17 অথবা 18 সেপ্টেম্বর থেকে সুপার সিক্সের ম্যাচ শুরু করার কথা ভাবছে আইএফএ ৷ কিন্তু তার আগেই মোহনবাগানের এই চিঠি ৷ আগামিকাল 12 সেপ্টেম্বর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে সংবর্ধনা দেবে আইএফএ ৷ সেখানে এই বিষয়ে আলোচনা করে সমাধান সূত্র বের করার চেষ্টা হতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.