ETV Bharat / sports

AFC Cup 2022 : এএফসি কাপে আজ মোহনবাগানের সামনে মাজিয়া, জয় ছাড়া গতি নেই ফেরান্দোর

author img

By

Published : May 24, 2022, 9:28 AM IST

AFC Cup 2022 Match Preview News
এএফসি কাপে আজ মোহনবাগানের সামনে মাজিয়া

এএফসি কাপ (AFC Cup 2022) এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান ৷ আজ তাদের প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস (ATK Mohun Bagan vs Maziya Sports) যে ম্যাচে জয় ছাড়া গতি নেই সবুজ-মেরুন শিবিরের ৷ গোকুলামের বিরুদ্ধে হতশ্রী পারফর্মেন্সের জেরে কিছুটা হলেো পিছিয়ে রয়েছেন রয় কৃষ্ণারা ৷

কলকাতা, 24 মে : এএফসি কাপ (AFC Cup 2022) এর পয়েন্টস টেবিলে জটিল অঙ্ক ৷ কলকাতা পর্বে চারটি দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতেছে ৷ ফলে পরের পর্বে যাওয়ার সুযোগ সবক’টি দলের সামনেই রয়েছে ৷ তবে, যদি কোনও দল সামান্য সুবিধাজনক জায়গায় থাকে, তা হল গোকুলাম এফসি ৷ আর তাদের নিকটতম প্রতিপক্ষ এটিকে মোহনবাগান ৷ বাংলাদেশের বসুন্ধরা কিংসকে 4-0 গোলে হারানোর পর, মঙ্গলবার এএফসি কাপের গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান ৷ তাদের প্রতিপক্ষ মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব (ATK Mohun Bagan vs Maziya Sports) ৷

এএফসি কাপের পরের পর্বে জেতে হলে এই ম্যাচে জিততেই হবে এটিকে মোহনবাগানকে ৷ এর মধ্যেই সবুজ-মেরুনের জন্য খারাপ খবর ৷ তিরির পরে এই গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভরযোগ্য মিডফিল্ডার হুগো বুমোসকে পাবে না এটিকে মোহনবাগান ৷ গোকুলামের বিরুদ্ধে গ্রুপের প্রথম ম্যাচে না হারলে এটিকে মোহনবাগান অনেকটাই চিন্তামুক্ত হয়ে মঙ্গলবারের ম্যাচে নামতে পারত ৷ কিন্তু, গোকুলাম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় অনেকটাই চাপে তারা ৷ কারণ চারটি দলের মধ্যে মাত্র একটি দল পরের রাউন্ডে যাবে ৷ তাই জেতা ছাড়া পথ নেই এটিকে মোহনবাগানের সামনে ৷

আরও পড়ুন : AFC Cup 2022 : লন্ডভন্ড যুবভারতীতে সবুজ-মেরুন ঝড়ে বিপর্যস্ত বসুন্ধরা

অনেকেই মনে করছেন, গোকুলামের বিরুদ্ধে হারের জন্য দায়ী হুয়ান ফেরান্দোর ভুল স্ট্র্যাটেজি। তবে এমনটা একেবারেই মানতে নারাজ এটিকে মোহনবাগান কোচ ৷ সেই ম্যাচে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে না খেলিয়ে ঠিক কাজই করেছেন বলে দাবি তাঁর ৷ তিনি বলেন, ‘‘'গোকুলাম এবং বসুন্ধরা দুটো দল দুই ধরনের ফুটবল খেলে ৷ তাই সেইভাবে ছক তৈরি করতে হয়েছে ৷ সেই কারণেই পরিস্থিতি বিচার করেই বসুন্ধরার বিরুদ্ধে সন্দেশ ঝিঙ্গানকে খেলিয়েছি ৷’’

আরও পড়ুন : কালবৈশাখীতে লন্ডভন্ড যুবভারতী, একঘণ্টা বন্ধ থাকার পর শুরু মোহনবাগান-বসুন্ধরা ম্যাচ

রাত সাড়ে আটটায় ম্যাচ হওয়ায় এটিকে মোহনবাগানের বাড়তি সুবিধা হবে, এই তত্ত্ব মানতে নারাজ ফেরান্দো ৷ তিনি বলেন, ‘‘খেলার সময় নিয়ে আমার মাথা ব্যথা নেই ৷ আমি শুধু চাইব প্রথম ম্যাচের ফলাফলের পরে আমাদের সুযোগটা যেন থাকে ৷ আমার একমাত্র লক্ষ্য জয় ৷ কারণ, না জিতলে কোনও কিছুই আমাদের জন্য অবশিষ্ট থাকবে না ৷’’ মাজিয়া আক্রমণাত্মক ফুটবল খেলে ৷ তাই মলদ্বীপের ক্লাবের আক্রমণ রুখে প্রতিআক্রমণের যেতে চাইছেন সবুজ-মেরুন কোচ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.