ETV Bharat / sports

East Bengal: ইস্টবেঙ্গলে সই করলেন 3 ভারতীয় ফুটবলার, বিদেশি প্রশ্নে ধোঁয়াশাই

author img

By

Published : Aug 12, 2022, 11:29 AM IST

13 জনের পর আরও 3 ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল ৷ সুমিত পাসি, কমলজিৎ সিং এবং লালচুং নুঙ্গাকে সই করানো হয়েছে (3 Indian Footballers Signed in Emami East Bengal) ৷ তবে, কোনও বিদেশি ফুটবলারকে এখনও দলে নেয়নি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ৷

3-indian-footballers-signed-in-emami-east-bengal
3-indian-footballers-signed-in-emami-east-bengal

কলকাতা, 12 অগস্ট: আরও তিন ফুটবলারকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল ৷ সুমিত পাসি, কমলজিৎ সিং এবং লালচুং নুঙ্গাকে সই করালো লাল-হলুদ ক্লাব (3 Indian Footballers Signed in Emami East Bengal) ৷ বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে অনুশীলন করছিলেন সুমিত। বৃহস্পতিবার তাঁকে সই করানোর কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল ৷ আগেই 13 জন ভারতীয় ফুটবালারের নাম ঘোষণা করেছিল ম্যানেজমেন্ট ৷

তবে, এখনও বিদেশি কোনও ফুটবলারকে সই করায়নি ইমামি ইস্টেবঙ্গল ৷ ফলে ডুরান্ড কাপের আগে যা বড় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ এই অবস্থায় দল কী হতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ এই অবস্থায় প্রথম ধাপে 13 জন ফুটবলারকে সই করানোর প্রায় দশ দিন পরে তিন ফুটবলারকে নেওয়ার কথা ঘোষণা করল ইমামি ইস্টবেঙ্গল ৷ ভিপি সুহেরের সঙ্গে সুমিত পাসিকে ভেবেই দল সাজাচ্ছেন কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন ৷ ভারতীয় দলের হয়ে আট ম্যাচে 3 গোল রয়েছে সুমিত পাসির ৷ অ্যারোজ থেকে উঠে আসা এই সেন্ট্রাল ফরোওয়ার্ড খেলেছেন স্পোর্টিং ক্লাব দে গোয়ার জার্সিতেও ৷

ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি-তে খেলার অভিজ্ঞতা রয়েছে সুমিত পাসির ৷ আই লিগে ডিএসকে শিবাজিয়ান্স দলেও খেলেছেন তিনি ৷ ক্লাব পর্যায়ে 22টি ম্যাচ খেলে ফেললেও মাত্র দু’টি গোল করেছেন ৷ তবে, গত কয়েক বছরে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি সুমিত ৷ দলে ভারতী স্ট্রাইকাররা থাকায়, অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন তিনি ৷ লেফট ব্যাক বা রাইট ব্যাক খেলার অভিজ্ঞতাও রয়েছে সুমিতের ৷

আরও এক গোলরক্ষক কমলজিৎ সিংকে দলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ 26 বছর বয়সি এই গোলরক্ষক, এর আগে খেলেছেন ওড়িশা এফসিতে ৷ এই দলের হয়ে 44টি ম্যাচ খেলেছেন কমলজিৎ ৷ ভারতীয় দলেও সুযোগ পেয়েছিলেন তিনি ৷ ওড়িশা ছাড়াও হায়দরাবাদ এফসি ও এফসি পুনে সিটির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন: পনেরো সিজন পেরিয়ে অবশেষে কলকাতায় তৈরি হচ্ছে কেকেআর-এর অ্যাকাডেমি

এই দুই ফুটবলারকে সই করানোর দিনেই 21 বছরের তরুণ ডিফেন্ডার লালচুং নুঙ্গাকে দলে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল ৷ এর আগে আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসি, আইজল এফসি-র হয়ে খেলেছিলেন লালচুং নুঙ্গা ৷ ডেকানে 17টি ম্যাচ খেলেছেন তিনি ৷ আর ইস্টবেঙ্গলের জার্সিতেই তাঁকে প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের মঞ্চে খেলতে দেখা যাবে ৷

তবে এখনও কোনও বিদেশি ফুটবলার সই করায়নি ইমামি ইস্টবেঙ্গল ৷ স্বভাবতই তা নিয়ে জল্পনা চলছে। দলবদলের জন্য হাতে আর বেশি সময় নেই । পাশাপাশি কিছুদিনের মধ্যেই শুরু হবে যাবে মরশুম। তবুও কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারেনি লালহলুদ শিবির ৷ কথাবার্তা চললেও এখনও বিদেশিরা সই করে অনুশীলনে না নামায় চিন্তায় রয়েছেন সমর্থকরা। তবুও কর্তারা জানিয়েছেন, তাঁরা ভালো দল গড়তে বদ্ধপরিকর। ডুরান্ড কাপের আগে কী দলে কোনও বিদেশি আসবেন ? নাকি স্বদেশী ফুটবলারদের দিয়েই ডুরান্ড খেলবে লাল-হলুদ ক্লাব তা নিয়ে চিন্তায় সমর্থকরা। ১৬ অগস্ট ইমামি ইস্টবেঙ্গল প্র্যাকটিস ম্যাচ খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.