KKR Cricket Academy: পনেরো সিজন পেরিয়ে অবশেষে কলকাতায় তৈরি হচ্ছে কেকেআর-এর অ্যাকাডেমি

author img

By

Published : Aug 12, 2022, 10:54 AM IST

After 15 Seasons KKR Cricket Academy Being Built in Kolkata

আইপিএল এর 15টা সিজন হয়ে গিয়েছে ৷ অবশেষে কলকাতায় তৈরি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেট অ্যাকাডেমি (After 15 Seasons KKR Cricket Academy Being Built in Kolkata) ৷ সেই নিয়েই সাংবাদিক বৈঠক করল কেকেআর ফ্র্যাঞ্চাইজি ৷

কলকাতা, 12 অগস্ট: বাংলার প্রতিভাবাদের কলকাতা নাইট রাইডার্সে সুযোগ দেওয়া হয় না ৷ কেকেআর এর বিরুদ্ধে এই অভিযোগ বহুদিনের ৷ এ বার কিছুটা হলেও, সেই অভিযোগ মুছে ফেলতে মরিয়া শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি ৷ তাও আইপিএল এর 15টা সিজন পেরিয়ে যাওয়ার পর (After 15 Seasons KKR Cricket Academy Being Built in Kolkata) ৷ আগামী দিনে বাংলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে উদ্যোগ নিচ্ছে কেকেআর ৷ তারা একটি অ্যাকাডেমি তৈরি করতে চলেছে ৷ সিএবি'র সহযোগিতায় সেই প্রস্তুতিই শুরু করে দিল কেকেআর ৷ এ দিন ইডেনে সাংবাদিক সম্মেলন করে ম্যানেজমেন্ট ৷ সেখানে উপস্থিত ছিলেন নাইট দলের দুই ক্রিকেটার নীতিশ রানা, রিঙ্কু সিং এবং মেন্টর অভিষেক নায়ার ৷

সেই সঙ্গে আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্স ফের ইডেনে খেলার সুযোগ পাচ্ছে ৷ আইপিএলের লিগ পর্যায়ের খেলা হবে ক্রিকেটের নন্দন কাননে ৷ আর তাই নিয়ে উচ্ছ্বসিত কেকেআর ক্রিকেটাররা ৷ যা নিয়ে কেকেআর দলের সদস্য রিঙ্কু সিং বলেন, ‘‘সত্যি খুব ভালো লাগছে ৷ দুই বছর পরে ঘরের মাঠে ইডেনে খেলতে পারব বলে ৷ ইডেনের দর্শকদের সামনে খেলা আমাদের দলের কাছে সবসময় স্পেশাল মুহূর্ত ৷’’

গত দুই মরশুমে ব্যাটিং ব্যর্থতায় বারবার ডুবতে হয়েছে কেকেআর-কে ৷ এই বিষয় নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে বলে জানালেন রিঙ্কু ৷ তিনি বলেন, ‘‘হ্যাঁ এই কারণ নিয়ে দলও চিন্তিত। তবে আমরা ভালো পারফরম্যান্স করেছি সাধ্যমত আশা করি আগামী দিনেও ভালো করবো ৷’’

আরও পড়ুন: স্বাধীনতার অমৃত মহোৎসবে অলিম্পিক্স হিরোদের গৌরবগাথা

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ ৷ 28 অগস্ট ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচে রোহিত শর্মারাই ফেভারিট বলে মনে করছেন কলকাতা নাইট রাইডার্সের এই ক্রিকেটার ৷ তবে, টি-20 বিশ্বকাপে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে বিশ্বকাপ জয়ের দাবিদার হিসেবে মনে করছেন তিনি ৷ মেগা নিলামে দীনেশ কার্তিককে দলে নিতে না পারার আক্ষেপ যাচ্ছে না কেকেআর-এর ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গত মরশুমে দারুণ খেলার কারণে, ভারতীয় দলে ফের সুযোগ পেয়েছেন এই উইকেট কিপার ব্যাটার ৷

আরও পড়ুন: স্বাধীনতার আলোয় কুর্নিশ ক্রীড়া ক্ষেত্রের বিশ্বসেরা ত্রয়ীকে

নাইট রাইডার্সের কোচিং টিমের সদস্য অভিষেক নায়ার এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা যে কার্তিককে নিতে চাইনি এমনটা নয় ৷ তবে, নিলামে সমস্ত কিছু হাতে থাকে না ৷ বাধ্য হয়েই ওকে ছাড়তে হয় ৷ ও আমাদের দলের সদস্য ছিল। তাই ওকে ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাই ৷’’ ভবিষ্যতে দীনেশ কার্তিকের মতো ক্রিকেটার তৈরি করাই কলকাতা নাইট রাইডার্সের লক্ষ্য ৷ সেই কারণেই কেকেআর অ্যাকাডেমি গড়তে চাইছে বলে, জানালেন করুণ নায়ার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.