ETV Bharat / sports

ISL-এ ইস্টবেঙ্গলকে দেখতে চান, মুখ্যমন্ত্রীকে অনুরোধ সুজনের

author img

By

Published : Jun 29, 2020, 4:44 AM IST

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং -এর ফুটবল ঐতিহ্য, বাংলার গর্ব । মহমেডান স্পোর্টিং ISL-এ খেলার যোগ্যতা অর্জন না করলেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেই যোগ্যতা অর্জন করেছে বলে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন সুজন চক্রবর্তী ।

image
ইস্টবেঙ্গল

ISL-এইস্টবেঙ্গলকে দেখতে চান, মুখ্যমন্ত্রীকেঅনুরোধ সুজনের

কলকাতা, 28 জুন : ISL-এ ইস্টবেঙ্গলকে দেখতে চান ৷ এবার অনুরোধ নিয়ে মুখমন্ত্রীকে চিঠি লিখলেন বিধায়ক সুজন চক্রবর্তী । যাদবপুরের বিধায়ক তার লেখা চিঠিতে বলেছেন ইস্টবেঙ্গলের ISL-এ খেলার ব্যাপারে AIFF সভাপতি প্রফুল্ল প্যাটেলকে মুখ্যমন্ত্রী হয়েও ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । যা অত্যন্ত প্রশংসনীয় এবং সাধুবাদ যোগ্য ।

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং -এর ফুটবল ঐতিহ্য, বাংলার গর্ব । মহমেডান স্পোর্টিং ISL-এ খেলার যোগ্যতা অর্জন না করলেও ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেই যোগ্যতা অর্জন করেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন সুজন চক্রবর্তী । ATK-র সঙ্গে গাঁটছড়া বেঁধে মোহনবাগান ISL-এ খেলা নিশ্চিত করেছে । এবার ইস্টবেঙ্গল ক্লাব যাতে ISL-এ খেলার প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারে, সেব্যাপারে মুখ্যমন্ত্রীর সার্বিক উদ্যোগ রাজ্যের ক্রীড়ামোদী মানুষের মনে আশার সঞ্চার করেছে ৷ চিঠিতে সেকথা উল্লেখ করেছেন যাদবপুরের বিধায়ক । এই উদ্যোগের জন্য একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন সুজনবাবু ।

রাজ্যের ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে এবং খেলাধুলার ঐতিহ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার ক্লাবগুলোর পাশে থেকে সাহায্য করবে এটাই আশা করেছেন সুজনবাবু । এই বিষয়ে মুখ্যমন্ত্রীর যথাযথ উদ্যোগ নেওয়ার আবেদন ও ক্রীড়ামোদী মানুষের আশার কথা ,চিঠিতে লিখেছেন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী ।

মুখ্যমন্ত্রী ফোন করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলা সত্যিই প্রশংসনীয় । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ইতিমধ্যে বলেছেন, ISL-এ খেলার ব্যাপারে সলতে পাকানোর কাজ চলছে । মুখ্যমন্ত্রীর ফোন, বিধায়কের উদ্যোগ নেওয়ার আবেদন করে চিঠি এবং লাল হলুদ শীর্ষকর্তার আশ্বাস, ফের ইস্টবেঙ্গলের ISL-এ খেলার বিষয়ে বাড়তি মাত্রা যোগ করল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.