ETV Bharat / sports

সুনীল ছেত্রীর জন্য আলাদা মার্কিং বাংলাদেশের

author img

By

Published : Oct 13, 2019, 5:24 PM IST

বাংলাদেশ বনাম ভারত

আজ ঘেরাটোপের মধ্যেই অনুশীলন সারলেন পদ্মা পাড়ের ব্রিটিশ কোচ জেমি ডে । বলকে ধরে রাখা অর্থাৎ পজেশন, বল উইন অ্যান্ড অ্যাটাক এবং ফিনিশিং - মূলত এই তিনভাগে দলের অনুশীলনকে ভাগ করেছিলেন জেমি ।

কলকাতা, 13 অক্টোবর : নিজেদের অনুশীলনকে তিন ভাগে ভাগ করে ভারতের সঙ্গে ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ । গতকাল অনুশীলন খোলা মাঠে হলেও আজ প্রস্তুতি ঘেরাটোপের মধ্যেই সারলেন পদ্মা পাড়ের ব্রিটিশ কোচ জেমি ডে । বল পজেশন, বল উইন অ্যান্ড অ্যাটাক এবং ফিনিশিং - মূলত এই তিনভাগে দলের অনুশীলনকে ভাগ করেছিলেন জেমি । সহকারী কোচ মাসুদ বলছেন বিশ্বক্রমপর্যায়ে ও দক্ষতায় ভারত এখন বাংলাদেশের থেকে এগিয়ে ।

ISL ও সুনীল ছেত্রী নামক বিশ্বমানের স্ট্রাইকারের উপস্থিতিই ভারতের এগিয়ে থাকার কারণ বলে মনে করছে বাংলাদেশ । দলের সহকারী কোচ মাসুদ জানিয়েছেন, সুনীলকে জ়োনাল মার্কিংয়ে রাখার পাশাপাশি তাঁর সাপ্লাই লাইনও কাটতে চান । ইতিমধ্যে অনুশীলনে বিষয়টি নিয়ে ঘষামাজা হয়েছে ।

পরিসংখ্যান বলছে, 2011 সালে বাংলাদেশ 94 মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল । কিন্তু শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচিয়ে দেন সুনীল ছেত্রী । 2014 সালে গোয়ায় দীপক মণ্ডলের আত্মঘাতী গোলে বাংলাদেশ 2-1 ব্যবধানে এগিয়ে ছিল । কিন্তু সেবারও 92 মিনিটে গোল করে বর্তমান ভারতীয় দলের অধিনায়ক । তাই সুনীল ছেত্রীকে নিয়ে বাড়তি সতর্কতার যে প্রয়োজন রয়েছে তা মানছেন জেমি ডে-র ছেলেরা ।

দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার মামনুল ইসলামের মতে , দু'দলের পার্থক্য গড়ে দিতে পারে ভারত অধিনায়কের নৈপুণ্য । 2014 সালে ATK-র হয়ে ISL খেলেছিলেন মামনুল । 13 বছর দেশের হয়ে খেলা এই ফুটবলার বলছেন, যাই হোক না কেন পিছনে ফিরে তাকাতে তাঁরা রাজি নন । কলকাতায় মামনুলের সুখ-দুঃখের দুই স্মৃতি রয়েছে । মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে বাংলাদেশির থেকে ভারতীয় সমর্থক বেশি সংখ্যায় থাকবে তা তিনি জানেন । কিন্তু তাতে সামান্য চিন্তিত নন মামনুল । বরং উপস্থিত বাংলাদেশি সমর্থকরা যাতে মাথা উঁচু করে স্টেডিয়াম ছাড়তে পারেন সেই ব্যবস্থা পাকা করাই লক্ষ্য ATK-র এই প্রাক্তনীর ।

কুয়েত ম্যাচের ভালো পারফরমেন্সের পুনরাবৃত্তি কলকাতায় করতে চায় বাংলাদেশ । সেনাবাহিনীর কাজের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের গোলরক্ষক রানার । প্রাক্তন এই সেনানির মুখে সুনীল ছেত্রীর গোল করার ক্ষমতা ও গুরপ্রীত সিং সান্ধুর গোল বাঁচানোর দক্ষতার কথা শোনা গেছে বারবার । দিনের শেষে তিন পয়েন্টের শপথ বাংলাদেশের সাজঘরে ।

Intro:নিজেদের অনুশীলনকে তিনভাগে ভাগ করে ভারত ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ। শনিবার অনুশীলনে আমদরবার থাকলেও রবিবার প্রস্তুতি ঘেরা টোপে সারলেন পদ্মাপাড়ের দেশের ব্রিটিশ কোচ জেমি ডে। বল পজেশন, বল উইন আন্ড আটাক এবং ফিনিশিং-মূলত এই তিনভাগে দলের অনুশীলন কে ভাগ করেছিলেন। সহকারী কোচ মাসুদ বলছেন ধারে ভারে এবং বিশ্বক্রমপর্যায়ে ভারত এখন বাংলাদেশের থেকে এগিয়ে। আইএসএল এবং সুনীল ছেত্রী নামক এশীয় মানের স্ট্রাইকারের উপস্থিতি ভারতের এগিয়ে থাকার কারন। অন্তত বাংলাদেশ দলের বিশ্লেষণ তাই। সহকারী কোচ মাসুদ বলছেন সুনীলের ওপর জোনাল মার্কিং এ নজরদারি ছাড়াও তার বলের যোগান কাড়তে চান। অনুশীলনে বিষয়টি নিয়ে মাজাঘসা হয়েছে। পরিসংখ্যান বলছে 2011 সালে বাংলাদেশ 94 মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে গোল করে দলের হার বাচিয়ে ছিলেন সুনীল ছেত্রী। 2014 সালে গোয়ায় দীপক মণ্ডলের আত্মঘাতী গোলে বাংলাদেশ 2-1ব্যবধানে এগিয়ে গেলেও 92মিনিটে গোল করে হার বাচান বর্তমান ভারতীয় দলের অধিনায়ক।তাই সুনীল ছেত্রী সম্পর্কে বাড়তি সতর্কতার কারন রয়েছে জেমি ডের ছেলেদের।দলের সবচেয়ে অভিঞ্জ ফুটবলার মামনুল ইসলাম বলছেন দুদলের পার্থক্য গড়ে দিতে পারে ভারত অধিনায়কের ফুটবল নৈপুণ্য। 2014সালে এটিকে র হয়ে আইএসএল খেলেছিলেন। 13বছর দেশের হয়ে খেলা ফুটবলারটি বলছেন পিছনে ফিরে তাকাতে তারা রাজি নন। কলকাতায় তার সুখ দুঃখের দুই স্মৃতি রয়েছে। মঙ্গলবারের যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় সমর্থক রা বেশি সংখ্যায় থাকবেন তিনি জানেন।কিন্তু অল্প পরিমাণে বাংলাদেশ সমর্থকরা যাতে মাথা উচু করে স্টেডিয়াম ছাড়তে পারেন সেই ব্যবস্থা পাকা করাই লক্ষ্য এটিকের প্রাক্তনীর। কুয়েত ম্যাচের ভালো পারফরম্যান্সের পুনরাবৃত্তি কলকাতায় করতে চায় বাংলাদেশ। সেনাবাহিনীর কাজের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ গোলরক্ষক রানার। প্রাক্তন সেনানীর মুখে সুনীল ছেত্রী র গোল করার ক্ষমতা ও গুরপ্রীত সিং সান্ধু র গোল বাচানোর দক্ষতার কথা। পুরো ভারতীয় দলকে গুরুত্বের কথা তার মুখে।তবে দিনের শেষে তিন পয়েন্টের শপথ বাংলাদেশের সাজঘরে।


Body:প্র্যাকটিস


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.