ETV Bharat / sports

লকডাউনে ময়দানের মালিদের পাশে মহমেডান

author img

By

Published : May 17, 2020, 1:25 AM IST

লকডাউনে ময়দানের মালিদের পাশে মহমেডান
লকডাউনে ময়দানের মালিদের পাশে মহমেডান

মাঠের দায়িত্বে থাকা মালিরা দেশে ফিরে যেতে পারেননি । এই অবস্থায় তাদের খাবার জোটানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে ।

কলকাতা, 17 মে: ইস্টবেঙ্গল, IFA-এর পরে ময়দানের মালিদের পাশে দাঁড়ালো মহমেডান । শনিবার ময়দানের ক্লাবগুলোতে গিয়ে মালিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সাদা কালো শিবিরের কর্তারা । প্রেসিডেন্ট আমিরুদ্দিন, জেনারেল ম্যানেজার ওয়াসিম আক্রম, ক্লাব কর্তা বেলাল আমেদ শনিবার দুপুরে ময়দানের বিভিন্ন ক্লাবে গিয়ে মালিদের হাতে শুধু খাদ্যসামগ্রী নয়, অন্যান্য দৈনন্দিন ব্যবহারের সামগ্রী তুলে দেন ।

পঞ্চাশ দিনের বেশি সময় ধরে লকডাউন চলছে । ফলে সকলেই ঘরবন্দী । ময়দানে বল গড়াচ্ছে না । ক্লাবগুলো এখন বন্ধ । কিন্তু মাঠের দায়িত্বে থাকা মালিরা দেশে ফিরে যেতে পারেননি । এই অবস্থায় তাদের খাবার জোটানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে । ময়দানের 80টি ক্লাবের হাতে ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে প্রথম সাহায্য তুলে দেওয়া হয়েছিল । তারপর IFA মালিদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিল । পিছিয়ে নেই CAB এবং আম্পায়ার অ্যাসোসিয়েশনও ।

মালিদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছেমালিদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছে
মালিদের হাতে সাহায্য তুলে দেওয়া হচ্ছে

তবে লকডাউনের মেয়াদ বেড়ে চলেছে । এই অবস্থায় নিয়মিত ব্যবধানে সাহায্য পেয়েও মালিদের দুরবস্থা দূর হয়নি । সেই কথা মাথায় রেখে মহমেডান সাহায্যের হাত বাড়াল । প্রয়োজন পড়লে ভবিষ্যতে ফের সাহায্য করার আশ্বাস দিয়েছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.