ETV Bharat / sports

সুনীল ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতের

author img

By

Published : Jun 7, 2021, 10:27 PM IST

Updated : Jun 8, 2021, 6:25 AM IST

সুনীল ছেত্রীর জোড়া গোলে প্রাক বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল ভারত । কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই । তবে 2023 সালে চিনে এশিয়া কাপে মূলপর্বে যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে জয় জরুরি ছিল ।

INDIA WINS AGAINST BANGLADESH
সুনীল ছেত্রীর জোড়া গোলে বাংলাদেশের বিরুদ্ধে জয়ী ভারত

দোহা, ৭ জুন: সুনীল ছেত্রীর জোড়া গোলে প্রাক বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেল ভারত । কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা নেই । তবে 2023 সালে চিনে এশিয়া কাপে মূলপর্বে যোগ্যতা অর্জনের জন্য বাংলাদেশের বিরুদ্ধে জয় জরুরি ছিল । প্রতিপক্ষের প্রতি আক্রমণ নির্ভর ফুটবলকে উড়িয়ে ভারত জয় পেল । যা আদতে সুনীল ছেত্রীর গোল শিকারের মনোভাবের কোলাজ বটে । পঁয়ত্রিশ প্লাস বয়সেও সুনীল দেখালেন তাঁর পরিবর্ত এখনও আসেনি ভারতীয় দলে । আর বয়স সংখ্যা মাত্র । ভারতের পরের খেলা 15 জুন । প্রতিপক্ষ আফগানিস্তান । ক্রমপর্যায়ে এগিয়ে থাকা কাতারের বিরুদ্ধে পরাজিত হলেও ভারতের মরিয়া লড়াই প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু 79 ধাপ পেছনে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ভারত কেন প্রথম থেকে গুটিয়ে থেকে শুরু করেছিল তার ব্যাখ্যা নেই । দুই প্রতিবেশী দেশের ফুটবল যুদ্ধ সবসময়ই উত্তেজনায় ঠাসা । গত কুড়ি বছর ভারতের বিরুদ্ধে জিততে পারেনি পদ্মাপাড়ের দেশ ।

বৃহস্পতিবার দোহায় মূলত প্রতি আক্রমণ নির্ভর ফুটবলে ভর দিয়ে খরা কাটাতে চেয়েছিল বাংলাদেশ । প্রতিপক্ষের রক্ষণাত্মক ফুটবল সত্ত্বেও ইগর স্টিমাচের ছেলেরা সাহসী হতে পারেনি । সুনীল ছেত্রীকে কড়া পাহারায় রেখেছিলেন বাংলাদেশ ডিফেন্ডাররা । মনবীর সিংকে জোনাল মার্কিংয়ে রেখেছিল । আইএসএলে এটিকে মোহনবাগানের জার্সিতে ঝলমল করলেও জাতীয় দলের জার্সিতে নজর কাড়তে পারলেন না মনবীর । একঘণ্টা মাঠে রাখার পরে কোচ স্টিমাচ লিস্টন কোলাসোকে নামাতে বাধ্য হন । প্রথমার্ধে চিঙলেনসানার হেড গোল লাইন থেকে ফেরান বাংলাদেশের ডিফেন্ডার ।

আরও পড়ুন: অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর

এছাড়া ভারতীয় দল গোল করার মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি । বিরতির পরে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মেন ইন ব্লু । তবে পেনাল্টি বক্সে বাংলাদেশী ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে হারিয়ে যাচ্ছিল তারা । এই সময় 63 মিনিটে সুনীল ছেত্রীর সহজ হেড নষ্ট ছাড়া ভারতীয় দলকে দিগভ্রষ্ট মনে হয়েছে । প্রথমার্ধের তুলনায় বিরতির পরে ভারতীয় দল চাপ বাড়িয়ে ছিল । কিন্তু আশিক কুরিয়ান, ব্র্যান্ডনদের জন্য পায়ের জঙ্গল তৈরি করেও জেমসদের দল ব্যর্থ হয় । ভারত অধিনায়ক সুনীল ছেত্রী দলের হয়ে প্রথম গোলটি তুলে নিলেন অভিজ্ঞতা এবং সুযোগ সন্ধানী মনোভাবের পরিচয় দিয়ে । আশিক কুরিয়ানের ভাসানো বল চমৎকার হেডে দলের প্রথম গোল সুনীলের । ম্যাচের বয়স তখন 71 মিনিট ‌। ম্যাচের 92 মিনিটে দ্বিতীয় গোল ভারতের । এবারও গোলদাতা সুনীল ছেত্রী । দেশের জার্সিতে 74টি গোল করলেন তিনি ।একই সঙ্গে ভারতের এশিয়া কাপে যোগ্যতা অর্জনের সম্ভাবনা উজ্বল করলেন তিনি ।

Last Updated : Jun 8, 2021, 6:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.