ETV Bharat / sports

I-League 2021-22 : রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ, ছ'সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

author img

By

Published : Jan 3, 2022, 8:01 PM IST

করোনায় আক্রান্ত আই লিগে অংশ নেওয়া বেশ কয়েকজন ফুটবলার-আধিকারিক ৷ যার জেরে স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্ট ৷ এবার পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ছয় সপ্তাহ লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ (I League 2021 22 suspended for 6 weeks) ।

I-League 2021-22
ছ'সপ্তাহ পিছিয়ে গেল আই লিগ

কলকাতা, 3 জানুয়ারি : করোনার হানায় ইতিমধ্যেই স্থগিত হয়ে গিয়েছে আই লিগ (I-League 2021-22) । চলতি মরশুমে কলকাতায় হচ্ছে টুর্নামেন্ট ৷ শহরের বিভিন্ন হোটেলে বায়ো বাবলে রয়েছেন ফুটবলাররা ৷ তার মাঝেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷ ফলে লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ (All India Football Federation) ।

করোনার দাপট বেড়েছে । টানা 6 দিন রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ ফের কোভিড সংক্রান্ত বিধিনিষেধ চালু হয়েছে রাজ্যে ৷ ফলে লিগ সাময়িকভাবে স্থগিত রাখার পথে হাঁটল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে এবং অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে আলোচনা করে টুর্নামেন্ট ছয় সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ (I League 2021 22 suspended for 6 weeks) । চার সপ্তাহের মাথায় ফের রিভিউ মিটিংয়ে বসবেন কর্তারা ৷

এআইএফএফ-এর স্পোর্টস মেডিক্যাল কমিটির সদস্য ডঃ হর্ষ মহাজন বলেন, ‘‘ওমিক্রন ভেরিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়লেও কিন্তু গ্রাফটা দ্রুত নিচে নেমে আসে । যদিও আমাদের সরকারী নিয়মকানুন এবং নীতিগুলিও বিবেচনা করতে হবে ৷’’

বর্ষবরণের দু'দিন আগে আই লিগে অংশ নেওয়া দুই দলের চার ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ আসে । ফলে মারণ ভাইরাসে আক্রান্ত ফুটবলারদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় এগারো জনে । রিয়াল কাশ্মীরের পাঁচ ফুটবলার আক্রান্ত । শ্রীনিধি, আইজল এফসি এবং মহমেডান স্পোর্টিংয়ের একজন করে আক্রান্ত । এছাড়াও রিয়াল কাশ্মীরের তিন কর্তারও করোনা রিপোর্ট পজিটিভ ।

আরও পড়ুন : একাধিক ফুটবলার করোনা আক্রান্ত, স্থগিত আই লিগ

আপাতত সবাইকেই জৈব-সুরক্ষা বলয়ে রাখা হচ্ছে ৷ 7 তারিখ পর্যন্ত হোটেলেই রাখা হবে প্রত্যেককে ৷ 29 ডিসেম্বর খেলোয়াড়রা করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ফের সব ফুটবলারদের আরটিপিসিআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । 5 তারিখ ফের সবার কোভিড পরীক্ষা করা হবে ৷ রিপোর্ট নেগেটিভ এলেই বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে ৷ ততদিন তাঁরা যাতে শৃঙ্খলা না ভাঙেন সেদিকেও কড়া নজর রাখা হবে । ইতিমধ্যেই বর্ষবরণের রাতে মহমেডান স্পোর্টিংয়ের কয়েকজন ফুটবলার বলয় ভেঙে ঘরের বাইরে এসে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন । যা জানতে পেরে প্রত্যেকের আর্থিক জরিমানা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.