ETV Bharat / sports

UEFA Nations League : শাপমুক্তি! এমবাপের গোলে নেশনস লিগ জয় ফ্রান্সের

author img

By

Published : Oct 11, 2021, 5:06 PM IST

রবিবার ইতালির রাজধানী শহরে এমবাপের গোলে নেশনস লিগ জিতল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ পিছিয়ে পড়ে স্পেনকে 2-1 গোলে হারাল দিদিয়ের দেশঁর ফ্রান্স ৷

UEFA Nations League
শাপমুক্তি! এমবাপের গোলে নেশনস লিগ জয় ফ্রান্সের

মিলান, 11 অক্টোবর : গহীন হতাশা থেকে আবারও সাফল্যের সরণিতে ৷ রবিবাসরীয় মিলানের সান সিরো স্টেডিয়ামে পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে ঠিক এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে ৷ ফিরে যাওয়া যাক ঠিক 100 দিন আগে ৷ ইউরোর রাউন্ড অফ 16-য় সুইজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে পিএসজি তারকার স্পটকিক মিস টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল ফরাসিদের ৷ সেই এমবাপেই আবারও ফিরলেন জোরালোভাবে ৷ রবিবার ইতালির রাজধানী শহরে তাঁর গোলেই নেশনস লিগ জিতল বিশ্বচ্যাম্পিয়নরা ৷ পিছিয়ে পড়ে স্পেনকে 2-1 গোলে হারাল দিদিয়ের দেশঁর ফ্রান্স ৷

ইউরায় অকাল বিদায়ের পর আবারও স্বমহিমায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ তবে এদিন নেশনস লিগ ফাইনালে জয় সহজে ধরা দেয়নি ফ্রান্সের ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে 64 মিনিটে পিছিয়ে পড়ে ফরাসিরা ৷ স্প্যানিশ আর্মাডাকে এগিয়ে দেন মাইকেল ওয়ার্জাবাল ৷

কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি স্পেনের সেই লিড ৷ মাত্র দু'মিনিট বাদেই দুরন্ত গোলে ফ্রান্সকে সমতায় ফেরান ভরসার আরেক নাম করিম বেনজেমা ৷ 66 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকার সমতাসূচক গোলের উপর জয়ের প্রলেপ দিয়ে যান এমবাপে ৷ 80 মিনিটে থিও হার্নান্ডেজের অ্যাসিস্ট থেকে জয়সূচক গোলটি করেন 2018 রাশিয়া বিশ্বকাপের নায়ক ৷

আরও পড়ুন : 2022 বিশ্বকাপের পরেই অবসর, আভাস দিলেন নেইমার

শেষদিকে হুগো লরিস ত্রাতা হয়ে ওঠেন ফ্রান্সের জন্য ৷ তাঁর গ্লাভসে আটকে যায় স্পেনের সমস্ত প্রচেষ্টা ৷ তবে ফ্রান্সের জয়ে কাঁটা হয়ে রইল ভারানের চোট ৷ ওলে সোল্কজায়েরের চিন্তা বাড়িয়ে এদিন প্রথমার্ধে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন ম্যান ইউ ডিফেন্ডার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.