ETV Bharat / sports

Pele Returns Home : টিউমারের সফল অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন ফুটবল সম্রাট পেলে

author img

By

Published : Sep 7, 2021, 11:26 AM IST

কোলনে টিউমার ধরা পড়েছিল ফুটবল লেজেন্ড পেলের ৷ অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি ৷ সোমবার এই খবর জানিয়েছে ব্রাজিলের সাও-পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Pele Return Home
অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ফুটবল সম্রাট পেলে

সাও-পাওলো, 7 সেপ্টেম্বর : রুটিন চেপ আপ করাতে গিয়ে কোলনে টিউমার ধরা পড়েছিল ফুটবল লেজেন্ড পেলের ৷ এরপর তা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ ব্রাজিলের সাও-পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে অপারেশন হয় 80 বছর বয়সী ফুটবল সম্রাটের ৷ গতকাল, হাসপাতাল সূত্রে জানানো হয় এখন তিনি সুস্থ রয়েছেন ৷ গত 31 অগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন ৷

তিনবারের বিশ্বকাপজয়ী ফুটবলার ছ'দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ পোস্ট করেন ৷ যেখানে তিনি উল্লেখ করেন, "আমার শরীর এখন ভাল রয়েছে ৷ আমার শারিরীক অবস্থা যে খবর প্রকাশিত হয়েছিল তা গুজব ৷ করোনা প্যানডেমিক পরিস্থিতিতে রুটিন চেক আপের জন্যই জন্যই আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম ৷ "

আরও পড়ুন: ওভালে বুমরার 'সেঞ্চুরি', ভাঙলেন কিংবদন্তি কপিল দেবের রেকর্ড

ফুটবল সম্রাট গত কয়েক বছর ধরেই নানা শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন ৷ 2014 সাল থেকেই তাঁর মূত্রনালীর সমস্যা ধরা পড়ে ৷ তাঁর ডায়ালিসিসও করা হয় বেশ কিছুদিন ধরে ৷ এরপর 2019 সালে তিনি প্যারিস যান চিকিৎসার জন্য ৷ ব্রাজিলে তাঁর কিডনি স্টোন অপারেশনও করা হয় ৷ হিপ সমস্যার জন্য তাঁকে ওয়াকার ব্যবহার করতেও দেখা গিয়েছিল কিছুদিন আগে, যখন তিনি সর্বসমক্ষে এসেছিলেন ৷ তবে এখন অনেকটাই সুস্থ আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.